কলকাতা, 22 জানুয়ারি: দিনের ব্যস্ত সময়ে ফের মেট্রো বিভ্রাট ৷ দক্ষিণেশ্বরের ডাউনলাইনে একটি রেকে যান্ত্রিক ত্রুটি দেখা দেওয়ায়, পরপর দেরিতে চলল একাধিক মেট্রো পরিষেবা ৷ যার ফলে সমস্যায় পড়তে হয় নিত্যযাত্রীদের ৷ তবে মেট্রোরেলের পক্ষ থেকে বারবার পরিষেবায় বিলম্বের কথা প্রত্যেকটা স্টেশনে ঘোষণা করা হয় ৷
মেট্রো সূত্রে খবর, বুধবার দক্ষিণেশ্বরের ডাউন লাইনে একটি রেকে যান্ত্রিক ত্রুটি দেখা দেয় ৷ যার ফলে পরপর ট্রেন ছাড়তে কিছুটা দেরি হয় । তবে কেন এই যান্ত্রিক ত্রুটি হল, সেটা খতিয়ে দেখা হচ্ছে ৷ এই ঘটনার জেরে বাকি মেট্রোগুলি সময়ের থেকে বেশ কিছুটা পরে ছাড়ে ।
মেট্রোর তরফে আরও জানা গিয়েছে, এদিন দক্ষিণেশ্বর থেকে ডাউন লাইনে একটি মেট্রো যাত্রী নিয়ে রওনা হওয়ার সময় রেকটি চালু করতে কিছুটা সমস্যা দেখা দেয় ৷ তাই সেই রেকটিকে চালু করা আর সম্ভব হয়নি । এই ঘটনাটি ঘটে এদিন 12টা 40 মিনিটে । এরপর মেট্রো থেকে যাত্রীদের নামিয়ে রেকটি খালি করে দেওয়া হয় ।
খবর পেয়ে মেট্রোর আধিকারিক এবং ইঞ্জিনিয়াররা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে যান । কেন হঠাৎ এই যান্ত্রিক ত্রুটি দেখা দিল, সেটা খতিয়ে দেখেন তাঁরা । তবে তার কিছুক্ষণের মধ্যে অর্থাৎ 12টা 50 মিনিটে ডাউন লাইনেই আর একটি রেক ওই মেট্রোর যাত্রীদের নিয়ে রওনা দেয় । এদিকে, যে রেকটিতে সমস্যা দেখা দিয়েছিল, সেটিকে পুনরায় ঠিক করা হয় এবং সেই রেকটিও পরে যাত্রী নিয়ে দক্ষিণেশ্বর থেকে রওনা হয়ে যায় । মেট্রো কর্তৃপক্ষের দাবি, এই যান্ত্রিক ত্রুটির জন্য পরের মেট্রোগুলি ছাড়তে 10 মিনিট করে দেরি হয় ।
উল্লেখ্য, বৃহস্পতিবার থেকে রেলের কাজের জন্য ডানকুনি লোকাল বন্ধ ৷ একইসঙ্গে বন্ধ থাকছে বালি ব্রিজের একটি লেন ৷ এর ফলে মেট্রোর উপর এসে পড়বে আরও ভিড় ৷ সেসময় যদি ফের মেট্রোয় যান্ত্রিক ত্রুটি দেখা দেয়, তাহলে সমস্যায় পড়তে হবে যাত্রীদের ৷ কারণ লক্ষাধিক শহরতলির মানুষের রোজ যাতায়াতের মাধ্যম এই কলকাতা মেট্রোরেল ৷