কলকাতা, 13 ফেব্রুয়ারি: আবারও নর্থ-সাউথ করিডরে মেট্রোয় আত্মহত্যার চেষ্টা এক মহিলার। ফলত সন্ধেয় অফিস ফিরতি যাত্রীদের বাড়ি ফেরার সময় ব্যাঘাত ঘটল মেট্রো পরিষেবার। মঙ্গলবার সন্ধে 6টা 9 মিনিট নাগাদ যতীন দাস পার্ক মেট্রো স্টেশনে একজন মহিলা আত্মহত্যা করার মানসিকতা নিয়ে ডাউন লাইনে চলন্ত ট্রেনের সামনে লাফ দেন। ঘটনার জেরে বিঘ্নিত হয় মেট্রো পরিষেবা।
খবর পাওয়া মাত্র দ্রুত ঘটনা স্থলে পৌঁছয় মেট্রো আধিকারিকরা। এরপরেই ওই লাইনে পরিষেবা বন্ধ রেখে উদ্ধার কাজ চলে। মেট্রো রেল কর্তৃপক্ষের তরফে জানানো হয়েছে, একজন কমবয়সি মহিলা ডাউন লাইনে ঝাঁপ দেন। ওই মহিলাকে জীবিত উদ্ধার করা হয়েছে। তবে উদ্ধার কাজ চলাকালীন ময়দান থেকে দক্ষিণেশ্বর অন্যদিকে মহানায়ক উত্তম কুমার থেকে কবি সুভাষ পর্যন্ত মেট্রো পরিষেবা চালানো হয়। বর্তমানে পরিষেবা স্বাভাবিক হয়েছে বলে জানিয়েছে মেট্রো রেল কর্তৃপক্ষ।
কলকাতা মেট্রোর পক্ষ থেকে আরও জানানো হয়েছে যে, আত্মহত্যার চেষ্টা করা মহিলার বয়স আনুমানিক 25 থেকে 30 বছরের মধ্যে। ওই মহিলাকে উদ্ধার করে এসএসকেএম হাসপাতালে নিয়ে যাওয়া হয় প্রাথমিক চিকিৎসার জন্য। তবে কতটা আঘাত লেগেছে সেটা এখনও পর্যন্ত জানা যায়নি ৷ প্রাথমিক চিকিৎসার পরেই তা বোঝা যাবে। মূলত, এদিনের ঘটনায় চালকের জন্যই প্রাণ বেঁচেছে ওই যুবতীর ৷
মেট্রো রেল কর্তৃপক্ষের তরফে থেকে জানানো হয়েছে, চালকের সতর্কতার জন্যই ওই মহিলা প্রাণে বাঁচেন। এদিন যখন ডাউন লাইনে মেট্রো স্টেশনে প্রবেশ করছিল তখন হঠাৎই ওই যুবতী লাইনে ঝাঁপ দেন। তবে চালকের প্রতুৎপন্নমতিত্বের পরিচয় দেন ও ব্রেক কষেন। এই ঘটনায় মেট্রোর ভিতরে থাকা যাত্রীরাও আতঙ্কিত হয়ে পড়েন ৷ আচমকা ব্রেক কষায় ট্রেনের ভেতরে ঝাঁকুনির সৃষ্টি হলেও কোনও যাত্রীর আহত হওয়ার খবর পাওয়া যায়নি ৷