পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

পানিহাটি পুরসভা থেকে উধাও মাতৃভাষা দিবসের স্মারক ! শোরগোল সাংস্কৃতিক মহলে - PANIHATI MUNICIPALITY

এই ঘটনায় পানিহাটি শহরের শিল্প-সংস্কৃতিপ্রেমী মানুষের মধ্যে শোরগোল পড়ে গিয়েছে । ঘটনাটির জন্য অনেকেই পুরসভার উপযুক্ত নজরদারির অভাবকেই দায়ী করেছেন ।

Memento of Language Day Martyr
পানিহাটি পুরসভা থেকে উধাও মাতৃভাষার স্মারক (ইটিভি ভারত)

By ETV Bharat Bangla Team

Published : Feb 16, 2025, 9:25 PM IST

পানিহাটি, 16 ফেব্রুয়ারি: হাতেগোনা আর মাত্র পাঁচ দিন ! তারপর উদযাপিত হবে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস । ঠিক তার আগে পানিহাটি পুরসভা থেকে উধাও হয়ে গেল আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের স্মারক। পুরসভার লোকসংস্কৃতি ভবনের সামনে বসানো ছিল স্মারকটি। বিষয়টিকে কেন্দ্র করে সাংস্কৃতিক মহলে শোরগোল পড়ে গিয়েছে । পুরসভার ভাইস চেয়ারম্যান সুভাষ চক্রবর্তী ঘটনাটি খতিয়ে দেখে পদক্ষেপ গ্রহণের আশ্বাস দিয়েছেন।

পানিহাটি রাজ্যের অন্যতম ঐতিহ্যবাহী পুরসভা। শিল্প-সংস্কৃতির চর্চায় গোটা রাজ্যে পানিহাটির নাম রয়েছে। পানিহাটি শহরকে ব্যারাকপুর মহকুমার সংস্কৃতির পীঠস্থান বলে অনেকে মনে করেন। স্থানীয় বাসিন্দাদের দাবি মেনে 1987 সালে পানিহাটি শহরে লোকসংস্কৃতি ভবন গড়ে ওঠে । স্থানীয় মানুষের উদ্যোগে ওই ভবনের সামনে গত কয়েকবছর ধরে আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে ‘অমর একুশে’ পালিত হচ্ছে । সেখানে বসানো হয়েছিল এই স্মারকটি ।

শোরগোল সাংস্কৃতিক মহলে (ইটিভি ভারত)

রবিবার দুপুর থেকে এলাকার বাসিন্দারা লক্ষ্য করেন, পুরসভার লোকসংস্কৃতি ভবনের সামনে থেকে সেই স্মারক উধাও হয়ে গিয়েছে । কথাটি ছড়িয়ে পড়তেই পানিহাটি শহরের শিল্প-সংস্কৃতিপ্রেমী মানুষের মধ্যে শোরগোল পড়ে গিয়েছে। ঘটনাটির জন্য অনেকেই পুরসভার উপযুক্ত নজরদারির অভাবকেই দায়ী করেছেন ।

সাহিত্যিক সাধন চক্রবর্তী বলেন, ‘‘কয়েকদিন পর ঘটা করে উদযাপন হবে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। তার আগে পুরসভার লোকসংস্কৃতি ভবন থেকে ভাষা-স্মারক উধাও হয়ে গেল । ঘটনাটি আমাদের কাছে বড় বেদনার। পুরসভার নজরদারি ঠিকঠাক থাকলে হয়তো এমন ঘটনার মুখোমুখি হতে হত না ।’’

মাতৃভাষার স্মারক (ইটিভি ভারত)

পানিহাটি পুরসভার ভাইস চেয়ারম্যান সুভাষ চক্রবর্তী অবশ্য বিষয়টি খতিয়ে দেখে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছেন । তিনি বলেন, ‘‘কীভাবে ভাষা দিবসের স্মারক উধাও হয়ে গেল, তা বলতে পারব না । সংবাদমাধ্যমের কাছেই প্রথম শুনলাম। লোকসংস্কৃতি ভবনে সংস্কারের কাজ শুরু হওয়ার কথা। তার আগে কেউ সেটি নিয়ে গিয়েছে কি না, তাও খতিয়ে দেখতে হবে । খোঁজখবর নেওয়ার পর বিষয়টি নিয়ে বলতে পারব । এক্ষেত্রে কারও গাফিলতি থেকে থাকলে পুর-কর্তৃপক্ষ উপযুক্ত ব্যবস্থা নেবে ।’’

আরও পড়ুন:ভাষার ভিত্তিতে বাংলা ভাগের অভিযোগ ! প্রতিবাদে 'ধর্মতলা চলো'র ডাক বিজেপি'র

ABOUT THE AUTHOR

...view details