কলকাতা, 26 জুন: মুখ্যমন্ত্রীর সোমবারের বৈঠকের পর থেকেই কলকাতা, নিউটাউন-সহ রাজ্যের একাধিক জায়গায় অবৈধভাবে দখল হওয়া ফুটপাথ উদ্ধারে নেমেছে পুলিশ-পুরসভা । তা নিয়ে ক্ষোভ ছড়িয়েছে হকারমহলে । এবার এই হকার উচ্ছেদের বিরুদ্ধে সরব হল সিপিএম-সহ বামেরা ৷ বুধবার এই বিষয়ে সিপিএম রাজ্য সম্পাদক মহম্মদ সেলিম বলেন, "এটা দুর্বলের উপর শাসকের অত্যাচার । দুর্বলকে বশে আনতেই বুলডোজার নামানো হয়েছে । কলকাতার একাধিক জায়গায় তৃণমূল ও তার নেতাদের দখলদারি রয়েছে । পুলিশ সেখানে কিছুই করছে না । পুকুর থেকে শুরু করে সরকারি জমি, নয়ানজুলি দখল করে বিক্রি, ভরাট করে বেআইনি নির্মাণ, সরকারি গাছ দেদার কেটে লুটের রাজত্ব কায়েম করে রেখেছে । বেআইনি বালি, কয়লা চুরি, গরু পাচার কিছুই বাদ নেই ।"
তিনি আরও বলেন, "মুখ্যমন্ত্রী নীরব দর্শক হয়ে থেকে সমর্থন করে গিয়েছেন । কোনও ব্যবস্থা নেননি ৷ উপরন্তু লুটের টাকার ভাগ কালীঘাট থেকে শুরু করে সব নেতা মন্ত্রীদের কাছে পৌঁছে যাচ্ছে । এখন হঠাৎ করে নবান্নকে দলীয় পার্টি অফিস বানিয়ে প্রশাসক মন্ত্রী পৌরপ্রধানদের প্রচার মাধ্যমকে সামনে রেখে প্রকাশ্যে কাটমানি নেওয়া থেকে শুরু করে বেআইনি কাজ হচ্ছে বলে নাটক করছেন মুখ্যমন্ত্রী ৷ মানুষকে মমতা বোঝাতে চান শুধুমাত্র তিনি ভালো।"
পুলিশের বিরুদ্ধে তোলাবাজির অভিযোগ, পালাতে গিয়ে আহত ভ্যানচালক