কলকাতা, 27 অক্টোবর:পাশের রাজ্য ওড়িশার উপকূলে বৃহস্পতিবার মধ্যরাতে আছড়ে পড়ে ঘূর্ণিঝড় দানা ৷ উপড়ে যায় গাছ, জলমগ্ন চাষের জমি ৷ তবে সে রাজ্যে প্রাণহানীর কোনও ঘটনা নেই ৷ অথচ, বাংলায় দু'জনের মৃত্যু হয়েছে ৷ এর মধ্যে খাস কলকাতাতেই জমা জলে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এক যুবকের মৃত্যু হয়েছে ৷ ঘটনাকে কেন্দ্র করে শনিবার দিনভর চলে রাজনৈতিক তরজা ৷ জবাবে কলকাতা কর্পোরেশনের মেয়র ফিরহাদ হাকিম বলেন, "আমাদের হাতে জাদুকাঠি নেই যে 'ভ্যানিশ' বললেই জল চলে যাবে ।"
জলমগ্ন শহরের বেহাল দশা নিয়ে কলকাতা পুরনিগমের মেয়র তথা রাজ্যের নগরোন্নয়ন মন্ত্রী ফিরহাদ হাকিমকে কড়া ভাষায় আক্রমণ করেন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার ৷ কলকাতার মেয়রকে 'অপদার্থ' বলে ভর্ৎসনা করেন তিনি । এবার তারই পাল্টা জবাব দিলেন ফিরহাদ হাকিম ।
কলকাতা কর্পোরেশনের মেয়র বলেন, "দুর্যোগপূর্ণ পরিস্থিতিতে এমন বিপদ এড়াতে কলকাতা কর্পোরেশনের সমস্ত বাতিস্তম্ভে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করা হয়েছিল । যে ঘটনা ঘটেছে, তা অত্যন্ত দুঃখজনক ! তবে, তা কলকাতা কর্পোরেশনের কোনও বাতিস্তম্ভ থেকে হয়নি । ছেলেটি জমা জলে কোনও ভাবে টাল সামলাতে না পেরে একটি বহুতলের পাঁচিলে হাত রাখেন । সেই পাঁচিলের রেলিংয়ে একটি তার ঝুলে ছিল ৷ কোনও ভাবে তাতে বিদ্যুৎ প্রবাহ চালু ছিল ৷ আর তাতেই এই মর্মান্তিক পরিণতি হয় ।"
এরপরই তিনি বলেন, "দুর্যোগপূর্ণ আবহাওয়ায় অস্বাভাবিক বৃষ্টি হয়েছে কলকাতায় । অস্বাভাবিকভাবে ব্যাপক বৃষ্টিপাত হলে সেই জল নামতে একটু সময় লাগে । আমাদের হাতে কোনও জাদুকাঠি নেই যে 'ভ্যানিশ' বললেই জল ভ্যানিস হয়ে যাবে । যদিও দ্রুততার সঙ্গে জল নেমে গিয়েছে । শুধু নিচু এলাকায় কয়েকটি জায়গায় জল আছে । সেটাও নেমে যাবে দ্রুত ।"