কলকাতা, 18 ফেব্রুয়ারি:কলকাতা পৌরনিগমের কেন্দ্রীয় ভবনের চারতলায় আগেই শুরু হয়েছিল ঠিকা সেল । সেখানে বসেন ডেপুটি ঠিকা কন্ট্রোলার । এবার গোপাল নগর থেকে ঠিকা কন্ট্রোলারের দফতর উঠিয়ে আনা হল পৌরনিগমের নীচতলায় । এখন থেকে এখানেই বসবেন ঠিকা কন্ট্রোলার সোমনাথ দে । এই দফতর উদ্বোধন করলেন কলকাতার মেয়র তথা পৌর ও নগরোন্নয়ন মন্ত্রী ফিরহাদ হাকিম ।
মহানগরে 2 হাজার একরের বেশি জমি ঠিকার আওতাধীন । এই ঠিকা জমি নিয়ে সমস্যার শেষ নেই । ঠিকা-প্রজা বা জমির বাসিন্দাদের কাগজ তৈরি করতে হলে জুতোর সোল ক্ষয়ে যায় । ভোগান্তির শেষ থাকে না । সেইসব সমস্যা সুরাহার জন্য কলকাতা পৌরনিগমেই ঠিকা সেল খুলেছিলেন খোদ মেয়র । তাতেও সমস্যার সংখ্যা কমেনি । গোপাল নগর অফিস দালালদের আখড়া হয়ে উঠেছিল । সেই দালাল রাজ ভেঙে মানুষের ভোগান্তির কমাতে এবার কন্ট্রোলার দফতর পৌরনিগমে আনা হল । এরপর ট্যাংরা শীল লেনে অফিসও আনা হবে এখানে ।