পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

ঠিকা সংক্রান্ত সব সমস্যার মুশকিল আসান এখন এক ছাদের তলায় - Mayor Firhad Hakim

Kolkata Municipal Corporation: মিউটেশন থেকে সম্পত্তি কর ৷ এবার ঠিকা সংক্রান্ত সব সমস্যার সমাধান মিলবে এক ছাদের তলায় ৷ গোপাল নগর থেকে ঠিকা কন্ট্রোলারের দফতর তুলে আনা হল কলকাতা পৌরনিগমের কেন্দ্রীয় ভবনে ৷ নীচতলায় এখন থেকে বসবেন ঠিকা কন্ট্রোলার ৷

Kolkata Municipal Corporation
কলকাতা পৌরনিগম

By ETV Bharat Bangla Team

Published : Feb 18, 2024, 12:54 PM IST

কলকাতা, 18 ফেব্রুয়ারি:কলকাতা পৌরনিগমের কেন্দ্রীয় ভবনের চারতলায় আগেই শুরু হয়েছিল ঠিকা সেল । সেখানে বসেন ডেপুটি ঠিকা কন্ট্রোলার । এবার গোপাল নগর থেকে ঠিকা কন্ট্রোলারের দফতর উঠিয়ে আনা হল পৌরনিগমের নীচতলায় । এখন থেকে এখানেই বসবেন ঠিকা কন্ট্রোলার সোমনাথ দে । এই দফতর উদ্বোধন করলেন কলকাতার মেয়র তথা পৌর ও নগরোন্নয়ন মন্ত্রী ফিরহাদ হাকিম ।

মহানগরে 2 হাজার একরের বেশি জমি ঠিকার আওতাধীন । এই ঠিকা জমি নিয়ে সমস্যার শেষ নেই । ঠিকা-প্রজা বা জমির বাসিন্দাদের কাগজ তৈরি করতে হলে জুতোর সোল ক্ষয়ে যায় । ভোগান্তির শেষ থাকে না । সেইসব সমস্যা সুরাহার জন্য কলকাতা পৌরনিগমেই ঠিকা সেল খুলেছিলেন খোদ মেয়র । তাতেও সমস্যার সংখ্যা কমেনি । গোপাল নগর অফিস দালালদের আখড়া হয়ে উঠেছিল । সেই দালাল রাজ ভেঙে মানুষের ভোগান্তির কমাতে এবার কন্ট্রোলার দফতর পৌরনিগমে আনা হল । এরপর ট্যাংরা শীল লেনে অফিসও আনা হবে এখানে ।

তবে ঠিকা-প্রজাদের কিছু শর্ত মানতে হবে । যেমন, ভাড়াটেদের রেখে যা করার করতে হবে । কাউকে উচ্ছেদ করা যাবে না । এই শর্ত মানা হলে তাহলেই ঠিকা-প্রজাদের জমিতে বাড়ি তৈরি থেকে ব্যাংক সহায়তা, সব সমস্যার সমাধান এখানে মিলবে । এই প্রসঙ্গে মন্ত্রী ফিরহাদ হাকিম বলেন, "ঠিকা অফিস কলকাতা পৌরনিগমের কেন্দ্রীয় ভবনের মধ্যে আনলাম । এতে অ্যাসেসমেন্ট ও ঠিক রেকর্ড এক জায়গায়, এটা সুবিধা হল । অযাচিত হেনস্তা হলে হস্তক্ষেপ করতে পারব আমি । গোপাল নগরে হেনস্তার অভিযোগ ছিল । আমি মুখ্যমন্ত্রীকে বলায় তিনি এটার দায়িত্ব আমায় দেন । কোনও কেস পেন্ডিং 2 থেকে 3 মাসের বেশি যাতে না হয় তাও দেখতে বলেছি কন্ট্রোলারকে ।"

আরও পড়ুন:

  1. শোভনের বিশ্রাম কক্ষ এখন ঠিকা কন্ট্রোলারের অফিস, ঘোষণা ফিরহাদের
  2. জটিলতার অবসান, ঠিকা জমির লিজ ডিড দেওয়া শুরু পৌরনিগমের
  3. কলকাতায় ঠিকা জমির জট কাটাতে তৎক্ষণাৎ অনুমোদন দেওয়ার নির্দেশ মেয়রের

ABOUT THE AUTHOR

...view details