পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

বেআইনি নির্মাণ নিয়ে সাংবাদিক বৈঠকের মাঝেই মেয়রের ফোন অবসরপ্রাপ্ত বিচারপতিকে, কী কথা হল দু'জনের ? - FIRHAD HAKIM DIALS JUSTICE GANGULY - FIRHAD HAKIM DIALS JUSTICE GANGULY

Firhad Hakim Calls Ashok Ganguly: কলকাতার বেআইনি নির্মাণ নিয়ে সরব হয়েছেন অবসরপ্রাপ্ত বিচারপতি অশোক গঙ্গোপাধ্যায় ৷ সেই নিয়ে আজ সাংবাদিক বৈঠক করছিলেন তিনি ৷ তাঁর মাঝেই হঠাৎ এল মেয়র ফিরহাদ হাকিমের ফোন ৷ কী কথা হল দু'জনের জানালেন খোদ অবসরপ্রাপ্ত বিচারপতি ৷

Ashok Ganguly
Ashok Ganguly

By ETV Bharat Bangla Team

Published : Mar 28, 2024, 6:11 PM IST

সাংবাদিক বৈঠকের মাঝেই মেয়রের ফোন অশোক গঙ্গোপাধ্যায়কে

কলকাতা, 28 মার্চ: কলকাতায় বেআইনি নির্মাণের বিরুদ্ধে সাংবাদিক বৈঠক চলছিল ৷ তারই মাঝে অবসরপ্রাপ্ত বিচারপতি অশোক গঙ্গোপাধ্যায়কে ফোন করলেন মেয়র ফিরহাদ হাকিম । দুপুর 2টো 25 মিনিট নাগাদ এই ফোনটি আসে । তখন লাইভ সাংবাদিক বৈঠক করছিলেন অবসরপ্রাপ্ত বিচারপতি । প্রায় 4 মিনিট ফোনে কথা হয় দু'জনের । এই ফোনের কথা স্বীকার করে নিয়েছেন মেয়র ফিরহাদ হাকিমও ৷ তিনি বলেছেন, "ব্যক্তিগত সম্পর্ক থেকে আমি ওনাকে ফোন করতেই পারি ৷ তবে আমার জানা ছিল না যে উনি সাংবাদিক বৈঠকে আছেন ৷"

অশোক গঙ্গোপাধ্যায়ের কথায়, তাঁর জীবনে এরকম ঘটনা আগে কখনও ঘটেনি । কোনও কোনও সাংবাদিক বৈঠকে বাড়ির লোকে ফোন করেছেন । তবে কোনও সরকারি উঁচু পদে থাকা কেউ তাঁকে সাংবাদিক বৈঠকের মাঝে এর আগে ফোন করেননি । বিষয়টাতে তিনি কিছুটা অবাক হয়েছেন । অবসরপ্রাপ্ত বিচারপতি বক্তব্য অনুযায়ী, মেয়র তাঁকে জানান; বেআইনি বাড়ি হয়েছে বাম আমলে । বিচারপতি তাঁকে বলেন, "তাহলে সেগুলি ভেঙে দেননি কেন?"

এই ঘটনার আগে প্রাক্তন বিচারপতি অশোক গঙ্গোপাধ্যায় বলেন, "কিছুদিন আগে মার্চ মাসের 17 তারিখ মাঝরাতে ঘনবসতি এলাকায় বাড়ি চাপা পড়ে 12 জন প্রাণ হারালেন । কিছু লোক গুরুতর আহত হয়েছেন । এই ধরনের অপরিকল্পিত বেআইনি বাড়িঘর গজিয়ে উঠছে এমনটা নয়, সারা কলকাতা জুড়ে পুকুর-জলা জমি বুঝিয়ে অসাধু প্রমোটার নিম্নমানের বাড়ি তৈরি করছেন । যেখানে আধুনিকভাবে থাকার ব্যবস্থা নেই । এই ধরণের প্রমোটারি চক্র সারা কলকাতা জুড়ে রয়েছে । দক্ষিণ কলকাতার হরিশ চ্যাটার্জি স্ট্রিটে কারা জমি দখল করে রেখেছে, কারা প্রমোটারি চক্র চালাচ্ছে তা সকলেই জানেন । কোনওরকম প্ল্যান ছাড়া কলকাতা শহরে প্রচুর বাড়ি তৈরি হচ্ছে ।"

অবসরপ্রাপ্ত বিচারপতির বক্তব্য, "আমি নিজে খিদিরপুর অঞ্চলে থাকি । সেখানেও এরকম হচ্ছে । ওই অঞ্চলের মেয়র বিধায়ক পৌরমন্ত্রী ফিরহাদ হাকিম মহাশয় । তিনি ঘটনা পর এলাকায় গিয়ে প্রথমেই বামফ্রন্ট আমলের দিকে আঙুল তুললেন, যার বাস্তবের সঙ্গে মিল নেই । 10-12 বছর হয়ে গেল বামফ্রন্ট চলে গিয়েছে ক্ষমতা থেকে । তাহলে নির্মীয়মাণ বাড়ি কী করে হয় ?"

ফিরহাদকে আক্রমণ করে তিনি বলেন, "পৌরনিগম সর্বেসর্বা । মেয়র প্রধানমন্ত্রীকে নকল করে টক টু মেয়র চালু করেছেন । সেখানে কী হয় আমি জানি না । আমার বাড়ির এলাকায় একটা গলিতে পাঁচতলা বাড়ি হচ্ছে । একদিন দেখলাম পৌরনিগমের লোক, পুলিশ এসে চারতলা বাড়ির কিছুটা ভেঙে দিচ্ছে । পরে আবার দেখলাম সেই বিল্ডিংয়ের উপর আবার আরও দু'তলা হয়েছে । ওই এলাকার কাউন্সিলর কোটি কোটি টাকার গাড়ি চড়েন কী করে?"

তৃণমূলকে তোপ দেগে অবসরপ্রাপ্ত বিচারপতি বলেন, "প্রমোটার চক্রের সঙ্গে তো বর্তমান শাসকদলের যোগাযোগ রয়েছে । আজকে পৌরনিগমে যারা নির্বাচিত হচ্ছে তাদের সঙ্গে প্রমোটার চক্রের যোগ রয়েছে । মানি এবং মাসেল নির্বাচনকে প্রশমিত করছে । এই প্রমোটার চক্র হাওড়াতেও চলছে । এটা নিয়ে গণ আন্দোলন করা উচিত । অবৈধ নির্মাণের পিছনে কালোচক্র আছে । তাদের বিরুদ্ধে সোচ্চার হন ।"

প্রাক্তন অধ্যাপিকা দীপালি ভট্টাচার্য বলেন, "সাধারণ মানুষকে এক জায়গায় এসে প্রতিবাদ করতে হবে । 34 নাম্বার ওয়ার্ডে যে ঘটনা ঘটেছে তা ভয়ংকর । যার পরিবারের সদস্যদের মৃত্যু হলে 5 লক্ষ টাকা দিয়ে সেই ক্ষতিপূরণ করা যায় না । কারণ গ্রাম থেকে উঠে আসা এই শ্রমিক পরিবারগুলি অসহায় হয়ে পড়ে ।"

কবি মন্দাক্রান্ত সেন বলেন, "আমরা যে অবস্থার মধ্যে দিয়ে যাচ্ছি তা বলার নয় । খাদ্য বস্ত্র বাসস্থান আমাদের অধিকার । 34 নাম্বার ওয়ার্ডে এতলোক মারা গেল তার দায় কে নেবে? মধ্যবিত্ত পরিবারের কাছে থেকে টাকা নিয়ে ওই সব এলাকায় থাকতে দেওয়া হচ্ছে । প্রমোটার চক্রকে রুখতে হবে । এই অবৈধ নির্মাণ-সহ একাধিক বেআইনি ঘটনাকে প্রতিরোধ করতে জনমত গড়ে তুলতে হবে । কারণ, অপরাধ করেও ভিত্তিহীন দাবি করছে তারা । কোনও রকম প্ল্যান অনুমোদন ছাড়ায় গলির মধ্যে বাড়ি নির্মাণ করা হচ্ছে। এটা কোনো বিচ্ছিন্ন ঘটনা মনে করলে চলবে না । মেয়র এবং পৌরমন্ত্রী ববি হাকিম নিজে জানেন না বলে জানিয়েছেন । তার অবিলম্বে পদত্যাগ করা উচিত ।"

আরও পড়ুন:

  1. গার্ডেনরিচ কাণ্ড থেকে শিক্ষা নিয়ে বিল্ডিং আইনের বড় বদলের পথে আনছে কলকাতা পৌরনিগম
  2. 'হয় আপনি অপদার্থ, না-হয় চোর', গার্ডেনরিচের ইঞ্জিনিয়ারদের ভর্ৎসনা ববির
  3. ধ্বংসস্তূপ থেকে মিলল শেরুর দেহ, গার্ডেনরিচে মৃতের সংখ্যা বেড়ে 11

ABOUT THE AUTHOR

...view details