শান্তিপুর, 30 মার্চ: পাওয়ার হাউসে আগুন লেগে কোটি টাকার ক্ষয়ক্ষতি ৷ বিদ্যুৎ দফতরের বিরুদ্ধে চরম গাফিলতির অভিযোগ এলাকাবাসীদের। পাওয়ার হাউসে আগুন লাগার জেরে তীব্র আতঙ্কের সৃষ্টি হয়েছে এলাকাবাসীদের মধ্যেও। চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে শুক্রবার রাতে নদিয়ার শান্তিপুরের বাবলা পাওয়ার হাউসে।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, এদিন সন্ধ্যা আনুমানিক সাতটা নাগাদ পাওয়ার হবে দাউদাউ করে আগুন জ্বলতে দেখেন এলাকাবাসীরা। খবর পেয়ে ঘটনাস্থলে এসে পৌঁছয় দমকলের একটি ইঞ্জিন। আগুনের তীব্রতা এতটাই বেশি ছিল যে অল্প সময়ের মধ্যে আগুন ভয়ঙ্কর রূপ ধারণ করে। দমকল বাহিনীর একটি ইঞ্জিন আগুন নেভানোর কাজ শুরু করলেও সময়মতো দ্বিতীয় ইঞ্জিন না-পৌঁছানোর কারণে তীব্র ক্ষোভের সৃষ্টি হয় এলাকাবাসীদের মধ্যে। পাশাপাশি পাওয়ার হাউসে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটলেও বিদ্যুৎ দফতরের কর্মীদের বিরুদ্ধে চরম উদাসীনতার অভিযোগ উঠে ৷ এই প্রসঙ্গে, স্থানীয় বাসিন্দা পলি পাল জানান, হঠাৎ করে সন্ধ্যায় পাওয়ার হাউসের পিছনের স্টোররুমে আগুন ধরে যায়। কিছুক্ষণের মধ্যে আগুন ছড়িয়ে পড়লেও সময় মতো দমকল বাহিনীকে খবর দেওয়ার কোনও সদিচ্ছা দেখায়নি বিদ্যুৎ দফতরের কর্মীরা।
বেশ কিছুক্ষণ পর খবর পেয়ে একটি দমকল বাহিনীর ইঞ্জিন ঘটনাস্থলে এসে আগুন নেভানোর চেষ্টা করলেও মাঝপথে ইঞ্জিনের জল ফুরিয়ে যায়। এরপর আগুন জ্বলতে থাকলেও দীর্ঘক্ষণ দ্বিতীয় ইঞ্জিন না এসে পৌঁছানোর কারণে স্বাভাবিকভাবেই আগুনে তীব্রতা বাড়তে থাকে বলে দাবি স্থানীয়দের। এছাড়াও পাওয়ার হাউসে আগুন লেগে যাওয়ার ফলে গোটা এলাকা বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে পড়ে। পাওয়ার হাউসে অগ্নিনির্বাহের কোনও ব্যবস্থা রাখা হয়নি বলেই এই অগ্নিকাণ্ড বলে দাবি করছেন স্থানীয়রা।