কলকাতা ও হাওড়া, 10 ফেব্রুয়ারি: পূর্ব রেল শাখায় আবারও বাতিল একাধিক ট্রেন। এছাড়াও যাত্রাপথ পরিবর্তন করবে আরও বেশকিছু ট্রেন। পূর্ব রেল কতৃপক্ষের তরফে জানানো হয়েছে, আসানসোল ডিভিশনের মদনকাটা ও জোরামউয়ের মধ্যে একটি ব্রিজ নির্মাণ করার কাজ চলেছে। আর সেই কাজের জন্যেই আগামিকাল (11 ফেব্রুয়ারি) মেগা পাওয়ার ও ট্রাফিক ব্লক নেওয়া হয়েছে।
আজ, শনিবার যে ট্রেনগুলো বাতিল করা হয়েছে সেগুলির তালিকা এক নজরে-
- 03571 জশিডি-মোকামা প্যাসেঞ্জার স্পেশাল
- 13029 হাওড়া-মোকামা এক্সপ্রেস
আগামিকাল, রবিবার যেই ট্রেনগুলো বাতিল করা হয়েছে-
- 03678 বৈদ্যনাথধাম-আসানসোল প্যাসেঞ্জার স্পেশাল
- 03572 মোকামা-জশিডি প্যাসেঞ্জার স্পেশাল
- 02023/02024 হাওড়া-পটনা হাওড়া স্পেশাল সুপারফাস্ট এক্সপ্রেস
- 03769/03770 জশিডি-ঝাঝা-জশিডি প্যাসেঞ্জার স্পেশাল
- 03675/03676 আসানসোল-ঝাঝা-আসানসোল প্যাসেঞ্জার স্পেশাল
- 13030 মোকামা-হাওড়া এক্সপ্রেস
- 03538/03539 জশিডি-আন্দাল-জশিডি প্যাসেঞ্জার স্পেশাল
- 03573/03574 জশিডি-কিউল-জশিডি প্যাসেঞ্জার স্পেশাল
- 03681/03682 আসানসোল-জশিডি-আসানসোল প্যাসেঞ্জার স্পেশাল
- 03581/03582 জশিডি-বাঙ্কা-জশিডি ডেমু প্যাসেঞ্জার স্পেশাল
- 22197 প্রথম স্বান্তরতা সংগ্রাম এক্সপ্রেস
- 03233 দেওঘর-ঝাঝা প্যাসেঞ্জার স্পেশাল
রবিবার যে ট্রেনগুলো ঘুরপথে যাবে-
- 13044 রাক্সৌল-হাওড়া এক্সপ্রেস, কিউল-জামালপুর-সাহিবগঞ্জ-রামপুরহাট ও খানা হয়ে যাবে।
- 17006 রাক্সৌল-হায়দরাবাদ সাপ্তাহিক এক্সপ্রেস, কিউল-ভাগলপুর-গুমানি-রামপুরহাট-সাঁইথিয়া-অন্ডাল-আসানসোল-ধানবাদ হয়ে যাবে।
- 13332 পটনা-ধানবাদ ইন্টারসিটি এক্সপ্রেস, পটনা-গয়া-ধানবাদ হয়ে যাবে।
- 08440 পটনা-পুরী স্পেশাল, পটনা-গয়া-ধানবাদ-আসানসোল হয়ে যাবে।
- 13331 ধানবাদ-পটনা ইন্টারসিটি এক্সপ্রেস, ধানবাদ-গয়া-পটনা হয়ে যাবে।
- 12317 কলকাতা-অমৃতসর-অকালতাখত এক্সপ্রেস, ধানবাদ-গয়া-পণ্ডিত দীন দয়াল উপাধ্যায় হয়ে যাবে।