পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

আজ ও আগামিকাল বাতিল থাকবে পূর্ব রেলের একাধিক ট্রেন, রইল তালিকা - ট্রেন বাতিল

Train Cancelled: আসানসোল ডিভিশনের মদনকাটা ও জোরামউয়ের মধ্যে একটি ব্রিজ নির্মাণ করার কাজ চলেছে। তাই, আজ অর্থাৎ শনিবার ও রবিবার বেশকিছু ট্রেন বাতিল করে দেওয়া হয়েছে ৷ সেইসঙ্গে বেশকিছু ট্রেনকে অন্য রুট দিয়ে ঘোরানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে, পূর্ব রেলের তরফে ৷

বাতিল থাকবে পূর্ব রেলের একাধিক ট্রেন
Train Cancelled

By ETV Bharat Bangla Team

Published : Feb 10, 2024, 7:29 AM IST

Updated : Feb 10, 2024, 9:05 AM IST

বাতিল থাকবে পূর্ব রেলের একাধিক ট্রেন

কলকাতা ও হাওড়া, 10 ফেব্রুয়ারি: পূর্ব রেল শাখায় আবারও বাতিল একাধিক ট্রেন। এছাড়াও যাত্রাপথ পরিবর্তন করবে আরও বেশকিছু ট্রেন। পূর্ব রেল কতৃপক্ষের তরফে জানানো হয়েছে, আসানসোল ডিভিশনের মদনকাটা ও জোরামউয়ের মধ্যে একটি ব্রিজ নির্মাণ করার কাজ চলেছে। আর সেই কাজের জন্যেই আগামিকাল (11 ফেব্রুয়ারি) মেগা পাওয়ার ও ট্রাফিক ব্লক নেওয়া হয়েছে।

আজ, শনিবার যে ট্রেনগুলো বাতিল করা হয়েছে সেগুলির তালিকা এক নজরে-

  1. 03571 জশিডি-মোকামা প্যাসেঞ্জার স্পেশাল
  2. 13029 হাওড়া-মোকামা এক্সপ্রেস

আগামিকাল, রবিবার যেই ট্রেনগুলো বাতিল করা হয়েছে-

  1. 03678 বৈদ্যনাথধাম-আসানসোল প্যাসেঞ্জার স্পেশাল
  2. 03572 মোকামা-জশিডি প্যাসেঞ্জার স্পেশাল
  3. 02023/02024 হাওড়া-পটনা হাওড়া স্পেশাল সুপারফাস্ট এক্সপ্রেস
  4. 03769/03770 জশিডি-ঝাঝা-জশিডি প্যাসেঞ্জার স্পেশাল
  5. 03675/03676 আসানসোল-ঝাঝা-আসানসোল প্যাসেঞ্জার স্পেশাল
  6. 13030 মোকামা-হাওড়া এক্সপ্রেস
  7. 03538/03539 জশিডি-আন্দাল-জশিডি প্যাসেঞ্জার স্পেশাল
  8. 03573/03574 জশিডি-কিউল-জশিডি প্যাসেঞ্জার স্পেশাল
  9. 03681/03682 আসানসোল-জশিডি-আসানসোল প্যাসেঞ্জার স্পেশাল
  10. 03581/03582 জশিডি-বাঙ্কা-জশিডি ডেমু প্যাসেঞ্জার স্পেশাল
  11. 22197 প্রথম স্বান্তরতা সংগ্রাম এক্সপ্রেস
  12. 03233 দেওঘর-ঝাঝা প্যাসেঞ্জার স্পেশাল

রবিবার যে ট্রেনগুলো ঘুরপথে যাবে-

  1. 13044 রাক্সৌল-হাওড়া এক্সপ্রেস, কিউল-জামালপুর-সাহিবগঞ্জ-রামপুরহাট ও খানা হয়ে যাবে।
  2. 17006 রাক্সৌল-হায়দরাবাদ সাপ্তাহিক এক্সপ্রেস, কিউল-ভাগলপুর-গুমানি-রামপুরহাট-সাঁইথিয়া-অন্ডাল-আসানসোল-ধানবাদ হয়ে যাবে।
  3. 13332 পটনা-ধানবাদ ইন্টারসিটি এক্সপ্রেস, পটনা-গয়া-ধানবাদ হয়ে যাবে।
  4. 08440 পটনা-পুরী স্পেশাল, পটনা-গয়া-ধানবাদ-আসানসোল হয়ে যাবে।
  5. 13331 ধানবাদ-পটনা ইন্টারসিটি এক্সপ্রেস, ধানবাদ-গয়া-পটনা হয়ে যাবে।
  6. 12317 কলকাতা-অমৃতসর-অকালতাখত এক্সপ্রেস, ধানবাদ-গয়া-পণ্ডিত দীন দয়াল উপাধ্যায় হয়ে যাবে।

আগামিকাল যে ট্রেনগুলোর শর্ট-টার্মিনেশন ও শর্ট অরিজিনেশন হয়েছে-

  1. 18184 আরা-টাটা এক্সপ্রেস
  2. 18183 টাটা-আরা এক্সপ্রেস
  3. 13207 জশিডি-পটনা মেমু এক্সপ্রেস
  4. 13208 পটনা-জশিডি মেমু এক্সপ্রেস
  5. 03274 পটনা-দেওঘর প্যাসেঞ্জার স্পেশাল

প্রায় 13 ঘণ্টা 10 মিনিটের এই পাওয়ার ও ট্রাফিক ব্লক নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে পূর্ব রেল কর্তৃপক্ষ। আগামিকাল, রবিবার সকাল 6টা থেকে সন্ধ্যা 7.10 মিনিট পর্যন্ত চলবে কাজ। আর তারপর পরিষেবা স্বাভাবিক হবে বলে জানানো হয়েছে।

এই 13 ঘণ্টায় ওই রুটে চলাচলকারী একাধিক ট্রেন যেমন বাতিল করা হয়েছে তেমনই বেশকিছু ট্রেনকে অন্য রুট দিয়ে ঘোরানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

আরও পড়ুন:

Last Updated : Feb 10, 2024, 9:05 AM IST

ABOUT THE AUTHOR

...view details