কলকাতা, 22 অক্টোবর: শক্তি বৃদ্ধি করে ধেয়ে আসছে ঘূর্ণিঝড় দানা। 24 অক্টোবর রাত থেকে 25 তারিখ সকালের মধ্যে পুরী এবং সাগরদ্বীপের মাঝামাঝি কোনও একটি স্থানে আছড়ে পড়বে এই শক্তিশালী ঘূর্ণিঝড় ৷ দানার প্রভাব পড়বে রাজ্যের একাধিক জায়গায়। তাই আগাম সর্তকতা জারি করা হয়েছে স্টেশনগুলিতেও। দানা ঘূর্ণিঝড়ের জন্য দক্ষিণ-পূর্ব রেলের 151টি ট্রেন বাতিল করা হয়েছে। কোন কোন ট্রেন বাতিল? তার তালিকা দেখে নিন।
এখনও পর্যন্ত পূর্বরেলের যে ট্রেনগুলি বাতিল করা হয়েছে সেগুলোর তালিকা এক নজরে-
- 12552 কামাখ্যা-এসএমভিবি বেঙ্গালুরু এক্সপ্রেস
- 22644 পটনা-এর্নাকুলাম এক্সপ্রেস
- 03101 কলকাতা-পুরী এক্সপ্রেস স্পেশাল
- 03102 পুরী-কলকাতা এক্সপ্রেস স্পেশাল
- 22504 ডিব্রুগড়-কন্যাকুমারী এক্সপ্রেস
- 22503 কন্যাকুমারী-ডিব্রুগড় এক্সপ্রেস
- 12509 এসএমভিবি বেঙ্গালুরু-গুয়াহাটি এক্সপ্রেস
- 03429 সেকেন্দ্রাবাদ-মালদা টাউন এক্সপ্রেস স্পেশাল
- 03430 মালদা টাউন-সেকেন্দ্রাবাদ এক্সপ্রেস স্পেশাল
- 18419 পুরী-জয়নগর এক্সপ্রেস
- 22202 পুরী-শিয়ালদা দুরন্ত এক্সপ্রেস
- 22201 শিয়ালদা-পুরী দুরন্ত এক্সপ্রেস
- 03230 পটনা-পুরী এক্সপ্রেস স্পেশাল
- 12514 শিলচর-সেকেন্দ্রাবাদ সুপারফাস্ট এক্সপ্রেস
- 15227 এসএমভিপি বেঙ্গালুরু-মুজাফফরপুর এক্সপ্রেস
- 13418 মালদা টাউন-দিঘা এক্সপ্রেস
- 13417 দিঘা-মালদা টাউন এক্সপ্রেস
- 22330 আসানসোল-হলদিয়া এক্সপ্রেস
- 22329 হলদিয়া-আসানসোল এক্সপ্রেস