কলকাতা, 17 জুন:রাঙাপানিতে কাঞ্চনজঙ্ঘা রেল দুর্ঘটনার জের ৷ একাধিক ট্রেন বাতিল করল পূর্ব রেল কর্তৃপক্ষ ৷ সেইসঙ্গে বেশ কিছু ট্রেনকে ঘুরপথে চালানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে ৷ এই প্রসঙ্গে একটি নির্দেশিকাও জারি করা হয়েছে পূর্ব রেলের তরফে ৷
নির্দেশিকা অনুযায়ী বাতিল ট্রেনগুলি হল :-
- আগামী 17 এবং 18 জুন বাতিল থাকবে 05797 নিউ জলপাইগুড়ি - মালদা টাউন প্যাসেঞ্জার স্পেশাল
- 17 জুন বাতিল থাকবে 05796 মালদা টাউন - নিউ জলপাইগুড়ি প্যাসেঞ্জার স্পেশাল ট্রেন
- আগামী 18 এবং 19 জুন বাতিল থাকবে 05798 মালদা টাউন - নিউ জলপাইগুড়ি প্যাসেঞ্জার স্পেশাল ট্রেন
- 17 জুন বাতিল থাকবে 05709 মালদা টাউন - নিউ জলপাইগুড়ি এক্সপ্রেস
- 18 জুন বাতিল থাকবে 15710 নিউ জলপাইগুড়ি - মালদা টাউন এক্সপ্রেস
এছাড়া কয়েকটি ট্রেনকে নিউ জলপাইগুড়ি - শিলিগুড়ি - বাগডোগরা - আলুয়াবাড়ি রোড হয়ে চালানো হবে ।
এই পথে যে সমস্ত ট্রেন চালানো হবে সেগুলি হল:-
- 17 জুন ঘুরপথে চলবে 12346 গুয়াহাটি - হাওড়া সরাইঘাট এক্সপ্রেস
- 17 জুন এই পথে চলবে 12510 গুয়াহাটি - বেঙ্গালুরু এক্সপ্রেস
- এই পথে 17 জুন চলবে 22302 নিউ জলপাইগুড়ি - হাওড়া বন্দে ভারত এক্সপ্রেস
- আগামী 16 জুন এই পথে চলবে 22504 ডিব্রুগড় - কন্যাকুমারী এক্সপ্রেস
- 17 জুন ঘুরপথে চলবে 15620 কামাখ্যা - গয়া এক্সপ্রেস
- 17 জুন ঘুরপথে চলবে 15962 ডিব্রুগড় - হাওড়া কামরূপ এক্সপ্রেস
- 17 জুন এই পথে চলবে 13148 বামনহাট - শিয়ালদা উত্তরবঙ্গ এক্সপ্রেস
- 17 জুন ঘুরপথে চলবে 15930 তিনসুকিয়া - তমবারাম এক্সপ্রেস
দুর্ঘটনার জেরে পূর্ব রেলের তরফে যাত্রী-সহ অন্যান্যদের যোগাযোগের জন্য জরুরি ভিত্তিতে হেল্পলাইন নম্বর চালু করা হয়েছে ।
কাটিহার জংশন রেলস্টেশনের হেল্পলাইন নম্বর হল:-
6287801805
হাওড়া বিভাগে চালু হওয়া হেল্পলাইন নম্বর:-
03326413660
এছাড়াও তথ্য অনুসন্ধানের জন্য চালু হয়েছে দুটি বিশেষ নম্বর:-
03326402242
03326402243
আলুয়াবাড়ি স্টেশনের হেল্পলাইন নম্বর হল:-
8170034235
কিশনগঞ্জ স্টেশনের হেল্পলাইন নম্বর হল:-
7542028020
06456-226795