কলকাতা, 9 জুলাই:ওএমআর শিট ধ্বংস করেছেন প্রাথমিক শিক্ষা পর্ষদের প্রাক্তন সভাপতি মানিক ভট্টাচার্য ৷ মঙ্গলবার আদালতে জানাল প্রাথমিক শিক্ষা পর্ষদ ৷ এতে বিস্ময় প্রকাশ করেন কলকাতা হাইকোর্টের বিচারপতি রাজাশেখর মান্থা ৷ আগামী শুক্রবার মামলার পরবর্তী শুনানি ৷
এদিন 2017 সালেরটেটপরীক্ষার নিয়োগ দুর্নীতি মামলার শুনানি ছিল ৷ তাতে বিস্ফোরক অভিযোগ করল প্রাথমিক বোর্ড ৷ এই পরীক্ষার ওএমআর শিট ধ্বংস করা হয়েছিল ৷ সেটা একমাত্র মানিক ভট্টাচার্যের সিদ্ধান্তেই হয়েছে বলে দাবি করেছে প্রাথমিক শিক্ষা পর্ষদ ৷ বোর্ড আরও জানায়, বোর্ড মেম্বাররা এই বিষয়ে কোনও সিদ্ধান্ত নেয়নি ৷ সেই সময় বোর্ড কোনও রেজোলিউশন নেয়নি। বিচারপতি রাজাশেখর মান্থা তৎকালীন বোর্ড মেম্বারদের রেজোলিউশন পেপার আদালতে জমা দেওয়ার নির্দেশ দিয়েছেন ৷
প্রাথমিক শিক্ষা পর্ষদ-এর তরফে আইনজীবী সৈকত বন্দ্যোপাধ্যায় এদিন আদালতে জানান, ওএমআর শিট ধ্বংস করা হয়েছে ৷ কোনও সিদ্ধান্ত ছাড়াই এটা করা হয়েছে ৷ এটা বেআইনি ৷ মানিক ভট্টাচার্য নিজে এটা করিয়েছেন ৷ বোর্ডের সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা যেহেতু তাঁরই, তাই তিনি এই কাজ করার সময় বোর্ডের অন্যান্য সদস্যদের জানানো হয়নি ৷