পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

চেতলায় 10 তলার ছাদ থেকে ঝাঁপ ম্যানেজমেন্ট ছাত্রীর, আত্মহত্যা ? - Student Dies by Suicide in Kolkata

Student Dies by Suicide in Kolkata: চেতলায় অস্বাভাবিকভাবে মৃত্যু হল ম্যানেজমেন্টের এক ছাত্রীর ৷ একটি বহুতলের 10 তলা ছাদ থেকে ঝাঁপ দিয়ে তিনি আত্মঘাতী হয়েছেন বলে পুলিশের প্রাথমিক অনুমান ৷ জানা গিয়েছে, ওই ছাত্রীর বাড়ি চেতনা থানার পরমহংস দেব রোডে ।

ETV BHARAT
চেতলায় 10 তলা ছাদ থেকে ঝাঁপ ম্যানেজমেন্টের ছাত্রীর (নিজস্ব চিত্র)

By ETV Bharat Bangla Team

Published : Aug 23, 2024, 2:49 PM IST

Updated : Aug 23, 2024, 4:12 PM IST

কলকাতা, 23 অগস্ট: 10 তলার ছাদ থেকে ঝাঁপ ম্যানেজমেন্টের ছাত্রীর ! শহরের অভিজাত এলাকা হিসেবে পরিচিত রাসেল স্ট্রিট এলাকার ঘটনা ৷ শেক্সপিয়র সরণি থানার পুলিশ তড়িঘড়ি ওই ছাত্রীকে উদ্ধার করে এসএসকেএম হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন ৷

পুলিশের প্রাথমিক অনুমান, বহুতলের 10 তলার ছাদ থেকে ঝাঁপ দিয়ে আত্মহত্যা করেছেন ওই ছাত্রী ৷ তবে এর পেছনে অন্য কোনও রহস্য লুকিয়ে রয়েছে কি না, তার তদন্ত শুরু করেছে পুলিশ ৷ বহুতলের সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখা হচ্ছে ৷

জানা গিয়েছে, আনুমানিক 25 বছরের ওই যুবতী দিল্লিতে ম্যানেজমেন্ট নিয়ে পড়াশোনা করছিলেন ৷ তাঁর বাড়ি চেতলা থানার পরমহংস দেব রোডে । পুলিশ মৃতার পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলে জানতে পেরেছে যে, সাম্প্রতিক অতীতেও দিল্লিতে থাকাকালীন ওই ছাত্রী একাধিকবার আত্মহত্যার চেষ্টা করেছিলেন ।

বহুতলের নিরাপত্তা রক্ষীরা পুলিশকে জানিয়েছেন, ভারী কিছু পড়ার শব্দ শুনে তাঁরা ছুটে গিয়ে দেখেন, ওই ছাত্রী রক্তাক্ত অবস্থায় নীচে পড়ে রয়েছে । সেই সঙ্গে তাঁর পাশে পড়েছিল একটি ব্যাগ ও মোবাইল ফোন । সঙ্গে সঙ্গে 100 ডায়ালে ফোন করে পুলিশকে খবর দেওয়া হয় ৷

এই ঘটনার তদন্তে নেমেছে শেক্সপিয়ার থানার পুলিশ । প্রাথমিকভাবে পুলিশ জানতে পেরেছে, বৃহস্পতিবার বিকেলে শেষবার ওই ছাত্রীর সঙ্গে তাঁর মায়ের ফোনে কথা হয়েছিল । তবে ওই ছাত্রী আত্মহত্যা করেছেন, নাকি তাঁর মৃত্যুতে অন্য কারও হাত রয়েছে, তা জানার চেষ্টা করছে পুলিশ ৷ ময়নাতদন্তের রিপোর্ট হাতে পেলে মৃত্যুর প্রকৃত কারণ জানা সম্ভব হবে ৷

আত্মহত্যা কোনও সমাধান নয়

যদি আপনার মধ্যে কখনও আত্মহত্যার চিন্তা মাথাচাড়া দেয় বা আপনার কোনও বন্ধু বা পরিচিত এই সমস্যায় জর্জরিত হন, তাহলে ভেঙে পড়বেন না। জানবেন, এমন কেউ আছে যে আপনার যন্ত্রণা, আপনার হতাশা ভাগ করে নিতে সদা-প্রস্তুত। আপনার পাশে দাঁড়াতে তৎপর । সাহায্য পেতে দিনের যে কোনও সময়ে 044-24640050 এই নম্বরে কল করুন স্নেহা ফাউন্ডেশনে । টাটা ইন্সটিটিউট অফ সোশাল সায়েন্সের হেল্পলাইন নম্বরেও (9152987821) ফোন করতে পারেন। এখানে ফোন করতে হবে সোমবার থেকে শনিবার সকাল 8টা থেকে রাত 10টার মধ্যে।

Last Updated : Aug 23, 2024, 4:12 PM IST

ABOUT THE AUTHOR

...view details