পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

শরিকি বিবাদ না-মেটায় ভূমি সংস্কার দফতরের সামনে আত্মহত্যা ব্যক্তির - Man dies by Suicide

Man dies by Suicide: দীর্ঘ এক বছর যাবদ জমি নিয়ে চলছে শরিকি বিবাদ ৷ অবশেষে ব্লক ভূমি সংস্কার দফতরের সামনে কীটনাশক খেয়ে আত্মহত্যা করলেন এক ব্যক্তি। মৃতের নাম নুরুল হক ৷ তিনি চোপড়ার বাসিন্দা ৷

Man Died by Suicide
ভূমি সংস্কার দফতরের সামনে আত্মহত্যা ব্যক্তির

By ETV Bharat Bangla Team

Published : Mar 8, 2024, 3:29 PM IST

ভূমি সংস্কার দফতরের সামনে আত্মহত্যা

রায়গঞ্জ, 8 মার্চ: এক বছর ধরে জমি নিয়ে শরিকি বিবাদ চলছে ৷ তা না-মেটায় ব্লক ভূমি সংস্কার দফতরের সামনেই কীটনাশক খেয়ে আত্মহত্যা করলেন এক ব্যক্তি। চাঞ্চল্যক ঘটনাটি ঘটেছে উত্তর দিনাজপুরের চোপড়ায়। মৃতের নাম নুরুল হক ৷

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, চোপড়া ব্লকের মৌলালি এলাকার বাসিন্দা নুরুল হক ৷ বহুদিন ধরেই ভাই মহম্মদ আয়ুবের মধ্যে এক বিঘা জমি নিয়ে বিবাদ চলছিল নুরুলের । সেই জমির বিবাদ মীমাংসার জন্য চোপড়া ব্লক ভূমি ও ভূমি সংস্কার দফতরের শরণাপন্ন হয়ে ছিলেন তিনি ৷ মীমাংসার জন্য ভূমি সংস্কার দফতরে দালালদের হাতেও বেশ কিছু টাকা দিয়েছেন বলেও দাবি মৃতের পরিবারের। তারপরও জমির মালিকানার কোনও মীমাংসা হয়নি। বৃহস্পতিবারও ভূমি ও ভূমি সংস্কার দফতরে গিয়েছিলেন নুরুল হক ৷ তারপর সেখানেই কীটনাশক ওষুধ খান ৷

স্থানীয় বাসিন্দারা নুরুলুকে ভূমি ও ভূমি সংস্কার দফতরের সামনে পড়ে ছটপট করতে দেখেন ৷ তাঁরাই ইসলামপুর মহকুমা হাসপাতালে নিয়ে যান নুরুলকে। চিকিৎসকরা নুরুলকে মৃত বলে ঘোষণা করেন ৷ এই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়। খবর দেওয়া হয় নুরুলের পরিবারে ৷ মৃত্যুর খবর পেয়েই হাসপাতালে আসেন নুরুলের পরিবারের লোকজন ৷

এই প্রসঙ্গেই মৃত নুরুল হকের ছেলে শাহাবুদ্দিন বলেন, "আমার কাকা বাবার জমি জোর করে নিয়েছে ৷ বাবা এক বছর ধরে এই অফিসে ঘুরছে। এছাড়া ব্লক ভূমি সংস্কার দফতরে দালালকে টাকাও দিয়েছিল বাবা । তাতেও কোনও কাজ হয়নি বলে আজ বাবা অফিসের সামনে কীটনাশক খেয়ে আত্মহত্যা করেছে ।" মৃত নুরুল হকের এক প্রতিবেশী জাহাঙ্গীর আলম জানান, নরুল হক অফিসের সামনেই কীটনাশক খেয়ে আত্মহত্যা করে। কী এমন হল যে তিনি অফিসের সামনে কীটনাশক খেয়ে আত্মহত্যা করতে হল। প্রতিবেশী ও নরুলের ছেলের সঙ্গে কথা বলে ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ ৷

আরও পড়ুন:

  1. সহবাসের পর বিয়ের প্রস্তাবে প্রেমিকের 'না', আত্মঘাতী তরুণী; গ্রেফতার 'রোমিও'
  2. হানিমুনে স্বামীর সঙ্গে কথা কাটাকাটি! হোটেল থেকে ঝাঁপ যুবতীর !
  3. মা, স্ত্রী ও ছেলেকে শ্বশুরবাড়ি পাঠিয়ে 2 মেয়েকে নিয়ে আত্মহত্যা চিকিৎসকের

ABOUT THE AUTHOR

...view details