আসানসোল, 3 অগস্ট: 12 ঘণ্টা পর উদ্ধার হল আসানসোলে নুনিয়া নদীতে গাড়ি-সহ তলিয়ে যাওয়া চালকের দেহ । মৃত ব্যক্তির নাম চঞ্চল বিশ্বাস (59) ৷ তিনি আসানসোলের সুগম পার্কের বাসিন্দা । শুক্রবার সন্ধ্যায় আসানসোলের কল্যাণপুরে সেতু থেকে নুনিয়া নদীতে তলিয়ে যান তিনি । রাত থেকে উদ্ধার কাজ শুরু করে এনডিআরএফ । শনিবার সকালে নুনিয়া নদীতেই ঘটনাস্থল থেকে খানিকটা দূরে গাড়ির ভিতর থেকেই চঞ্চলের দেহ উদ্ধার হয় । দেহ আসানসোল জেলা হাসপাতালে পাঠানো হয়েছে ময়নাতদন্তের জন্য ।
বৃহস্পতিবার রাত থেকেই একনাগাড়ে বৃষ্টি শুরু হয় আসানসোলে । আর এই বৃষ্টির ফলে আসানসোলের বুক চিরে যাওয়া দুটি নদী নুনিয়া এবং গাঁড়ুই নদীর জলস্তর বিপদসীমা পার করে গিয়েছিল । আসানসোল রেলপার জলমগ্ন হওয়ার পাশাপাশি আসানসোল উত্তর এবং দক্ষিণের সংযোগকারী বেশ কিছু সেতু ডুবে যায় । তার মধ্যে আসানসোলের কল্যাণপুরের সেতুটি অন্যতম । কল্যাণপুর শহরের সঙ্গে যোগাযোগ রাখা যায় এই ছোট্ট সেতুর সঙ্গে । আসানসোল সুগম পার্কের বাসিন্দা চঞ্চল বিশ্বাস । বিইএমএল সংস্থায় চাকরি করতেন তিনি । নভেম্বর মাসেই অবসর নিতেন চঞ্চল । শুক্রবার সন্ধ্যায় চাকরির ক্ষেত্র থেকে কাজ সেরে এই কল্যাণপুর সেতু দিয়েই সুগম পার্কে নিজের বাড়ি ফিরছিলেন তিনি । সেসময় জলের তোড়ে গাড়ি-সহ ভেসে যান ওই ব্যক্তি ৷