পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

পর্ণশ্রীতে ধুন্ধুমার, ভোরবেলা বাড়িতে ঢুকে স্ত্রী-শ্বশুরকে ছুরির কোপ যুবকের! - Parnasree incident

Man Stabs in Laws: শনিবার ভোরবেলা বাড়িতে ঢুকে স্ত্রী, শ্বশুর ও শাশুড়িকে ছুরিকাঘাত ৷ গ্রেফতার অভিযুক্ত জামাই ৷ পর্ণশ্রী থানা এলাকার ঘটনায় চাঞ্চল্য ৷

Man Stabbed In Laws
শশুর ও শাশুড়িকে ছুরির কোপ

By ETV Bharat Bangla Team

Published : Mar 9, 2024, 1:48 PM IST

Updated : Mar 9, 2024, 3:29 PM IST

বাড়িতে ঢুকে স্ত্রী শ্বশুরকে ছুরির কোপ যুবকের

কলকাতা, 9 মার্চ: পারিবারিক অশান্তির জেরে স্ত্রী, শশুর ও শাশুড়িকে ছুরি দিয়ে কোপানোর অভিযোগ জামাইয়ের বিরুদ্ধে ৷ ঘটনাটি ঘটেছে পর্ণশ্রী বিজি প্রেস এলাকায় ৷ অভিযুক্ত যুবককে গ্রেফতার করেছে পুলিশ ৷ তাঁর নাম কৌশিক বাছাড় (30) ৷

জানা গিয়েছে, শনিবার ভোরবেলা এই ঘটনা ঘটে ৷ অভিযোগ, বাড়িতে ঢুকে ছুরি দিয়ে স্ত্রী, শশুর ও শাশুড়িকে এলোপাথাড়ি কোপান যুবক ৷ ঘটনায় আহত হন স্ত্রী, শশুর ও শাশুড়ি তিনজনেই । এলাকাবাসী তাঁদের চিৎকার-চেঁচামেচি শুনে ঘটনাস্থলে আসে ৷ তারা এসে দেখে জামাই ধারালো অস্ত্র দিয়ে স্ত্রী, শাশুড়ি ও শ্বশুরকে আঘাত করছেন । অভিযুক্তকে সরাতে গেলে এক প্রতিবেশী আহত হন বলে জানা গিয়েছে ৷

স্থানীয়রা সবাই মিলে কোনক্রমে যুবককে ধরে ফেলে এবং আহত চারজনকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায় ৷ এলাকাবাসীরাই পুলিশকে খবর দেয় ৷ পরে পুলিশ এসে জামাইকে গ্রেফতার করে নিয়ে যায় । পর্ণশ্রী থানার পুলিশ ঘটনার তদন্ত করছে । এর পিছনে অন্য কোনও কারণ রয়েছে কি না তাও পুলিশের তরফে খতিয়ে দেখা হচ্ছে ৷ আজ আলিপুর আদালতে তোলা হবে ধৃতকে ৷

স্থানীয়দের সূত্রে খবর, দু'বছর আগে কৌশিক বাছাড়ের সঙ্গে বিয়ে হয় ত্রিদিয়ার ৷ প্রতিদিনই নানা কারণে তাঁদের সংসারে অশান্তি লেগেই থাকতো ৷ এর জেরে বাপের বাড়িতে এসে থাকতে শুরু করেন বধূ ৷ দম্পতির তিনমাসের সন্তানও রয়েছে ৷ ত্রিদিয়া অশান্তির জেরে সন্তানকে নিয়ে শ্বশুরবাড়ি ছেড়ে চলে আসেন ৷

জানা গিয়েছে, কৌশিক রাত থেকেই শ্বশুরবাড়ির পিছনে লুকিয়ে ছিলেন ৷ পরে ছাদ টপকে ঘরে ঢোকেন ৷ শ্বশুরবাড়িতে ঢুকে তিনি খাটের তলায় লুকিয়ে ছিলেন ৷ এরপর সুযোগ বুঝে প্রথমে স্ত্রী এবং তারপর শ্বশুর ও শাশুড়িকে ধারালো অস্ত্র দিয়ে কোপান ৷ শ্বশুর ও শাশুড়ি ঘটনায় গুরুতর জখম হয়েছেন ৷

আরও পড়ুন:

  1. বিবাহ বার্ষিকীতে মিলল না উপহার, স্বামীকে কুপিয়ে রাগ মেটালেন স্ত্রী
  2. হরিপালে মা-কে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে 'খুন' ছেলের, গ্রেফতার অভিযুক্ত
  3. গৃহবধূ খুনে দেওর-শাশুড়ি-ননদকে যাবজ্জীবন সাজা দিল আদালত
Last Updated : Mar 9, 2024, 3:29 PM IST

ABOUT THE AUTHOR

...view details