পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

আবাসে ঘর পেতে তৃণমূল নেতাকে 2000, নাম না-আসায় টাকা ফেরত চাইতে গিয়ে খুন প্রৌঢ় - AWAS YOJANA

অভিযোগ, লোহার রড ও ইট দিয়ে মাথা ফাটিয়ে দেওয়া হয় কালু শেখের । তাঁর কান দিয়ে রক্তপাতও হয় । পরে হাসপাতালে মৃত্যু হয় ব্যক্তির ৷

Awas Yojana
কান্নায় ভেঙে পড়েছে মৃতের পরিবার (নিজস্ব ছবি)

By ETV Bharat Bangla Team

Published : Dec 1, 2024, 1:19 PM IST

Updated : Dec 1, 2024, 1:56 PM IST

রঘুনাথগঞ্জ, 1 ডিসেম্বর: আবাস যোজনার বিতর্ক ঘিরে এবার খুনের অভিযোগ ! আবাস যোজনার তালিকায় নাম তুলে দেওয়ার জন্য তৃণমূল নেতা টাকা নিয়েছিলেন বলে অভিযোগ ৷ আরও অভিযোগ, আবাসের তালিকায় নাম না আসায়, টাকা ফেরত চাইতে গিয়ে খুন হতে হয় এক ব্যক্তিকে ৷ দুষ্কৃতীদের হাতে আক্রান্ত হন তিনি । বেধড়ক মারধর খেয়ে হাসপাতালে চিকিৎসাধীন থাকার একদিন পরেই মৃত্যু হল তাঁর ।

ঘটনাটি ঘটে রবিবার সকালে রঘুনাথগঞ্জ থানার মিঠিপুরে । মৃত ওই ব্যক্তির নাম কালু শেখ (57)। তাঁর বাড়ি মিঠিপুর গ্রাম পঞ্চায়েতের মুকুন্দপুরে । ঘটনার তদন্ত শুরু করেছে রঘুনাথগঞ্জ থানার পুলিশ । ঘটনার পর থেকে পলাতক অভিযুক্ত তৃণমূল নেতা মিঠুন শেখ ।

টাকা ফেরত চাইতে গিয়ে খুন প্রৌঢ় (ইটিভি ভারত)

জঙ্গিপুর পুলিশ জেলার সুপার আনন্দ রায় বলেন, "ঘটনায় কোনও লিখিত অভিযোগ হয়নি । অভিযোগ হলে পুরো বিষয়টি খতিয়ে দেখা হবে ।"

মৃতের পরিবারের দাবি, আবাস যোজনায় ঘর পাইয়ে দেওয়ার নাম করে কালু শেখের কাছ থেকে দু'হাজার টাকা নিয়েছিলেন স্থানীয় তৃণমূল নেতা মিঠুন শেখ । টাকা দেওয়ার পরেও আবাস যোজনার চূড়ান্ত তালিকায় নাম আসেনি কালু শেখের । স্বাভাবিকভাবেই এরপরে মিঠুন শেখের কাছে সেই টাকা ফেরত চাইতে গিয়েছিলেন ওই ব্যক্তি ।

অভিযোগ, সে সময়েই কালু শেখকে দলবল নিয়ে বেধড়ক মারধর করেন মিঠুন শেখ ৷ রক্তাক্ত অবস্থায় কালুকে রাস্তায় ফেলে দেওয়া হয় । গুরুতর জখম অবস্থায় তাঁকে উদ্ধার করে জঙ্গিপুর সুপার স্পেশালিটি হাসপাতালে ভর্তি করা হয় । শনিবার সন্ধ্যার ঘটনা । রাতেই কালু শেখের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাঁকে মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজ হাসপাতালে রেফার করা হয় । রবিবার ভোররাতে সেখানেই মৃত্যু হয় কালু শেখের ।

মৃতের ভাইপো রাহিম শেখ ও সুমন শেখ বলেন, "তৃণমূল নেতা মিঠুন শেখ আবাস যোজনায় বাড়ি পাইয়ে দেওয়ার কথা বলেন কাকাকে । সেজন্য সে কাকার কাছে 2000 টাকা দাবি করে ৷ সেই অনুযায়ী কাকা ওই তৃণমূল নেতাকে 2000 টাকাও দেন । কিন্তু আবাস যোজনার চূড়ান্ত তালিকা প্রকাশিত হলে দেখা যায়, তাতে কাকার নাম নেই । শনিবার সন্ধ্যায় মুকুন্দপুর মোড়ে মিঠুন শেখের কাছে টাকা চাইতে যান কাকা ৷ সেসময় তাঁদের মধ্যে বচসা বাঁধে । তখনই মিঠুন শেখ ও তাঁর দলবল কাকাকে বেধড়ক মারধর করে । লোহার রড, ইট দিয়ে মাথা ফাটিয়ে দেওয়া হয় কাকার । তাঁর কান দিয়ে রক্তপাতও হয় । পরে হাসপাতালে কাকার মৃত্যু হয় ৷"

Last Updated : Dec 1, 2024, 1:56 PM IST

ABOUT THE AUTHOR

...view details