কলকাতা, 9 নভেম্বর: উপনির্বাচনের আগেই উত্তরবঙ্গ সফরে যাচ্ছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তবে নির্বাচনী প্রচারে নয়, মূলত প্রশাসনিক বৈঠক করতেই তাঁর এই উত্তরবঙ্গ সফর বলে নবান্ন সূত্রে খবর।
এখনও পর্যন্ত যা খবর পাওয়া গিয়েছে, আগামী 11 নভেম্বর কলকাতা থেকে বাগডোগরা উড়ে যাবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ৷ সেখান থেকে সরাসরি তিনি পৌঁছে যাবেন দার্জিলিংয়ে। আগামী 12 নভেম্বর দার্জিলিংয়ের ম্যালে সরস মেলার উদ্বোধন করার কথা রয়েছে তাঁর। এরপর জিটিএ-র সঙ্গে প্রশাসনিক বৈঠকেও যোগ দেওয়ার কথা রয়েছে মুখ্যমন্ত্রীর। দার্জিলিং ও কালিম্পং জেলা প্রশাসনকে নিয়ে বৈঠক-সহ মুখ্যমন্ত্রীর বেশ কিছু কর্মসূচি রয়েছে পাহাড়ে। এখনও পর্যন্ত জানা গিয়েছে, 14 তারিখ উত্তরবঙ্গ থেকে তিনি কলকাতায় ফিরে আসবেন।
প্রসঙ্গত, লোকসভা নির্বাচনে পাহাড়ে ভালো ফল করেনি তৃণমূল কংগ্রেস। তবে পাহাড়ের উন্নয়ন যেন থেমে না যায়, সেদিকেও সতর্ক রাজ্য সরকার। দার্জিলিংয়ে গোর্খা টেরিটোরিয়াল অ্যাডমিনিস্ট্রেশনে অনিত থাপার সঙ্গে রাজ্য সরকারের সুসম্পর্ক রয়েছে। তাই উন্নয়নে কখনওই পাহাড়কে বিমুখ করেননি মমতা। লোকসভা নির্বাচনে ফল ভাল না হলেও এবার লোকসভা নির্বাচনের পর পাহাড়ে যাচ্ছেন তিনি। এই মুহূর্তে পাহাড়ে তিন পুরসভার ভোট বাকি রয়েছে। হাইকোর্টের নির্দেশে দ্রুত সেই ভোট হওয়ার সম্ভাবনা রয়েছে। সূত্রের খবর, মুখ্যমন্ত্রী পাহাড়ে এলে ভোটের সার্বিক পরিস্থিতি নিয়েও আলোচনা করতে পারেন।
এদিকে শিয়রে উপনির্বাচন ৷ এর ফলে, সরাসরি ভোটের প্রচারে যোগ না দিলেও উত্তরবঙ্গ সফরে এই দার্জিলিং থেকেই দলের নেতাদের ভোট কৌশল নিয়ে নির্দেশ দিতে পারেন মুখ্যমন্ত্রী এমনটাও জানা যাচ্ছে।