কলকাতা, 30 জানুয়ারি:10 ফেব্রুয়ারি রাজ্য বিধানসভায় শুরু হতে চলেছে বাজেট অধিবেশন । ওই অধিবেশনে আসবেন রাজ্যপাল সিভি আনন্দ বোস । রাজ্য বিধানসভা সূত্র থেকে জানা গিয়েছে, রাজ্যপালের ভাষণ দিয়েই এবার শুরু হতে চলেছে অধিবেশন । তার আগেই রাজ্য বিধানসভার নওশার আলি কক্ষে বিধায়কদের নিয়ে বৈঠক করবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ।
ওইদিন দুপুর দুটোয় রাজ্যপালের ভাষণ দিয়ে অধিবেশন শুরু হবে । তার আগেই এই বৈঠক হবে । সূত্রের খবর, তৃণমূল পরিষদীয় দলের তরফ থেকে দুপুর সাড়ে বারোটায় বিধায়কদের উপস্থিত থাকতে বলা হয়েছে । যতদূর জানা যাচ্ছে, মুখ্যমন্ত্রী দুপুর একটা নাগাদ এই বৈঠকে যোগ দিতে পারেন । এদিনের এই বৈঠকে তৃণমূল কংগ্রেস বিধায়করা ছাড়াও উপস্থিত থাকবেন দলের রাজ্য সভাপতি সুব্রত বকসি ।
সাম্প্রতিক সময়ে একাধিক বিধায়কের আচরণ ও কাজকর্ম নিয়ে বারবার দলকে প্রশ্নের মুখে পড়তে হয়েছে । শেষ শীতকালীন অধিবেশনে বিধায়কদের সঙ্গে বৈঠকে কড়া বার্তা দেওয়ার পরেও তাঁদের কাজকর্মে তেমন পরিবর্তন দেখা যায়নি । এই অবস্থায় এদিন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বিধায়কদের উদ্দেশে কী বার্তা দেন, সেদিকে অবশ্যই নজর থাকবে রাজনৈতিক মহলের ।