পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

আবহাওয়া খারাপ, আকাশ ছেড়ে সড়কপথে পুরুলিয়া রওনা মমতার - Lok Sabha Election 2024

Mamata Banerjee in Purulia: আবহাওয়া অনুকূল না থাকায় কপ্টার ছেড়ে গাড়িতে রওনা দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ৷ স্বাভাবিকভাবেই আজ পুরুলিয়ায় তৃণমূল সুপ্রিমোর নির্বাচনী সভা দেরিতে শুরু হবে ৷

Mamata Banerjee, মমতা বন্দ্যোপাধ্যায়
আকাশ ছেড়ে সড়কপথে পুরুলিয়া রওনা দিলেন মুখ্যমন্ত্রী

By ETV Bharat Bangla Team

Published : Apr 7, 2024, 12:46 PM IST

Updated : Apr 7, 2024, 1:09 PM IST

সড়কপথে পুরুলিয়ার উদ্দেশ্যে রওনা মুখ্যমন্ত্রীর

দুর্গাপুর, 7 এপ্রিল:সকাল থেকেই মেঘলা আকাশ ৷ যে কোনও মুহূর্তে বৃষ্টি নামার পরিস্থিতি ৷ আবহাওয়ার এহেন প্রতিকূল পরিস্থিতিতে বাধ্য হয়ে আকাশপথ ছেড়ে সড়কপথে নির্বাচনী প্রচারের উদ্দেশ্যে রওনা দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ৷ আজ রবিবার পুরুলিয়ায় বেলা 1টা থেকে সভা করার কথা ছিল তাঁর ৷ কপ্টার ছেড়ে সড়কপথে যাওয়ায় স্বাভাবিকভাবেই দেরি হবে ৷ তাই বেলা 1টার বদলে সভা শুরু হতে বিলম্ব হবে বলেই মনে করা হচ্ছে ৷

সকাল থেকে আকাশের মুখ ভার থাকায় হঠাৎ যাত্রাপথ বদল করতে হয় মুখ্যমন্ত্রীকে ৷ রবিবার দুর্গাপুরের সিটি সেন্টারের বেসরকারি হোটেল থেকে বেলা 11টা 40 নাগাদ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সড়কপথ ধরেই পুরুলিয়ার উদ্দেশ্যে রওনা দেন ।

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রবিবার সকালে হোটেল থেকে বেরোনোর সময় সেখানকার রাস্তার দু'পাশে অগণিত তৃণমূল কর্মী সমর্থকরা দলনেত্রীকে দুর্গাপুরে স্বাগত জানাতে তৈরি ছিলেন । সমবেতভাবে আওয়াজ ওঠে "মমতা বন্দ্যোপাধ্যায় জিন্দাবাদ"।সভ্য সমর্থকদের উদ্দেশ্যে হাসিমুখে হাত নেড়ে অভিবাদন জানান জোড়া ফুল শিবিরের সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় । উপস্থিত ছিলেন পাণ্ডবেশ্বরের তৃণমূল বিধায়ক নরেন্দ্রনাথ চক্রবর্তী ও মন্ত্রী মলয় ঘটক-সহ জেলা তৃণমূল নেতৃত্বরা ।

পুরুলিয়া রওনা দেওয়ার সময় কর্মীদের উদ্দেশ্যে হাত নাড়লেন মমতা

আলিপুর আবহাওয়া অফিসের পূর্বাভাস মতো রবিবার সকাল থেকেই আকাশের মুখভার ছিল ৷ কলকাতায় বৃষ্টি হলেও জেলাগুলিতে মেঘলা আকাশ ছিল সকাল থেকেই ৷ সেই কারণে আকাশপথের সফর বাতিল করে সড়কপথেই পুরুলিয়া রওনা দেন মমতা বন্দ্যোপাধ্যায় ৷

সূত্রের খবর, পুরুলিয়ায় জনসভা শেষ করে তিনি আবার দুর্গাপুরেই ফিরে আসবেন । সোমবার দুর্গাপুর থেকে বাঁকুড়ার উদ্দেশ্যে রওনা দেবেন বলেও জানা গিয়েছে ।

আরও পড়ুন :

  1. ‘মানুষ টিএমসির দুর্নীতিতে ক্লান্ত’, জলপাইগুড়ি সভার আগে বাংলায় টুইটবার্তা মোদির
  2. রবিতে বাংলায় মোদি, কথা বলবেন ঝড়বিধ্বস্ত এলাকার বাসিন্দাদের সঙ্গে
  3. বৃষ্টি এল ঝেঁপে ! দহনজ্বালা জুড়িয়ে ক্ষণিকের স্বস্তি ফিরল দক্ষিণবঙ্গে
Last Updated : Apr 7, 2024, 1:09 PM IST

ABOUT THE AUTHOR

...view details