কলকাতা, 18 ফেব্রুয়ারি: বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী তৃণমূল সরকারের সঙ্গে জঙ্গি-যোগের যে অভিযোগ তুলেছেন, তা নিয়ে আজ বিধানসভায় গর্জে উঠলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ৷ তাঁর দাবি, এই অভিযোগ প্রমাণ করতে পারলে এক মিনিটে সবকিছু ছেড়ে দেবেন ৷ এ বিষয়টি নিয়ে তিনি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গেও কথা বলবেন বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী ৷
এদিন বিধানসভায় মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, "আমি নাকি হিন্দু ধর্মকে তাচ্ছিল্য করি ? আমাকে শুনতে হবে যে, জম্মু কাশ্মীরের জঙ্গিদের সঙ্গে আমার সম্পর্ক ৷ বাংলাদেশের জঙ্গিদের সঙ্গে থাকি ? যদি প্রমাণ করতে পারেন, তাহলে আমি এক মুহূর্তে মুখ্যমন্ত্রীর চেয়ার ছেড়ে দেব ।"
এ বিষয়টি প্রধানমন্ত্রীকে জানাবেন বলে জানিয়ে তিনি বলেন, "আমি প্রধানমন্ত্রীকেও এটা চিঠি লিখে জানাব যে, যদি টেরোরিস্টদের সঙ্গে আমার কোনও সম্পর্ক প্রমাণ করতে পারেন, তাহলে আমি মুখ্যমন্ত্রীর চেয়ার ছেড়ে চলে যাব । কোনও সম্পর্ক না-থাকলেও বলছেন টেরোরিস্টদের সঙ্গে সম্পর্ক আছে । এভাবে সন্ত্রাসবাদীদের সঙ্গে তুলনা করা হচ্ছে ৷ এর থেকে মরে যাওয়া ভালো ৷ "
উল্লেখ্য, গতকালই সাসপেন্ড হওয়ার পর শুভেন্দু অধিকারী শাসকদল ও মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে তোপ দেগে বলেছিলেন, "এই সরকার আনসারুল বাংলার সরকার ৷ এই সরকার কাশ্মীরী জঙ্গি জাভেদ মুন্সির সরকার ৷ এই সরকারের মুখ্যমন্ত্রী মুসলিম তোষণকারী, হিন্দুবিরোধী ও মুসলিম লিগ টু-এর সরকার ৷"