কলকাতা, 15 ফেব্রুয়ারি: সন্দেশখালি ইস্যু নিয়ে এবার বিধানসভার অন্দরেই মুখ খুললেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ৷ উত্তর 24 পরগনার ওই এলাকার সাম্প্রতিক পরিস্থিতির জন্য তিনি সরাসরি তোপ দাগলেন রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ বা আরএসএস-এর বিরুদ্ধে ৷ বৃহস্পতিবার মুখ্যমন্ত্রী বলেন, ‘‘এটা আজ নতুন নয় । সেখানে আরএসএসের ঘাঁটি রয়েছে ।’’
তিনি এই প্রসঙ্গে অতীতের উদাহরণও টেনে আনেন ৷ তিনি জানান, সাত-আট বছর আগে ওই এলাকায় হিংসা ছড়িয়েছিল ৷ সেই কারণে ওই এলাকা হিংসা ছড়ানোর দিক থেকে স্পর্শকাতর ৷ তাঁর অভিযোগ সরস্বতী পুজোকে কেন্দ্র করে গেরুয়া শিবির অন্য পরিকল্পনা করেছিল ৷ এ দিন বিধানসভার অধিবেশন কক্ষে দাঁড়িয়ে মুখ্যমন্ত্রী বলেন, ‘‘আমরা সরস্বতী পুজোর সময় পরিস্থিতি দৃঢ়ভাবে সামাল দিয়েছি, না হলে অন্য পরিকল্পনা ছিল (ওদের) ৷’’
এ দিন এই প্রসঙ্গে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্য়ায় অভিযোগ করেন, মিডিয়ার একাংশের ইন্ধনে কিছু লোক উস্কানিমূলক বক্তব্য দিচ্ছে ৷ সন্দেশখালির সাম্প্রতিক পরিস্থিতি নিয়ে পুলিশ-প্রশাসন কী কী পদক্ষেপ করেছে, সেই বিষয়টিও তিনি উল্লেখ করেন ৷ মুখ্যমন্ত্রী বলেন, ‘‘আমি কখনও অন্যায়কে সমর্থন করিনি । আমি নিজে রাজ্যের কমিশন ও প্রশাসনকে সেখানে পাঠিয়েছি । 17 জনকে গ্রেফতার করা হয়েছে । কেউ কেউ মুখোশ পরা ছবি তুলেছেন । তারা ধরা পড়েছে ৷’’