কলকাতা, 10 মার্চ:বিচারব্য়বস্থার চেয়ারে এতদিন কেউটে বসেছিল, নাম না নিয়ে প্রাক্তন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়কে কটাক্ষ মমতার ৷ ব্রিগেড মঞ্চে ততক্ষণে নেত্রী মমতার স্লোগান জোড়াল ৷ ঠিক একদিন আগে শিলিগুড়িতে মোদির সভায় প্রথম বক্তা ছিলেন সদ্য় বিজেপিতে যোগ দেওয়া অভিজিৎ গঙ্গোপাধ্যায় ৷ যাঁর প্রথম লাইন ছিল- নোট ভোট টু তৃণমূল ৷ এবার সেই অভিজিতকেই মমতার ঘুরিয়ে কটাক্ষ, বিচারব্যবস্থার প্রতি তাঁর সম্মান থাকলেও, কেউটে হয়ে যিনি এতদিন চেয়ারে ছিলেন তাঁকে তিনি সম্মান করেন না ৷
কোথায় দাঁড়িয়ে মোদির দেশ, প্রশ্ন ছুঁড়েই মমতা বন্দ্যোপাধ্যায়ের ব্রিগেড থেকে ছত্রে ছত্রে কটাক্ষ ছুড়লেন ৷ যেখানে রান্নার গ্যাসের দাম থেকে এনআরপসি, বাদ পড়ল না কোনওকিছু ৷ যে প্রসঙ্গ টেনেছেন মোদি , সেই নিয়েই কড়া জবাব দিলেন তৃণমূল নেত্রী ৷ নারী দিবসের দিন গ্যাসের দাম কমানোকে হাতিয়াড় করেই মমতার জবাবা, রাজ্য সরকারের দেওয়া বিনামূল্যের চাল ফুটছে মোদির হাজার টাকার গ্যাসে ৷
ব্রিগেডের অত্যাধুনিকে নীল মঞ্চে মমতার আগেই এসেছেন অভিষেক ৷ চমক ছিল মঞ্চেই, চমক ছিল অভিষেকের বক্তব্যে, তারপরই এলেন তৃণমূল নেত্রী ৷ নিজের সংক্ষিপ্ত বক্তব্যে মমতা গুরুত্ব দিলেন নির্বাচন কমিশনার অরুণ গোয়েলের হঠাৎ পদত্যাগকেও ৷ মমতার সরাসরি দাবি, নির্বাচন কমিশনারের পদত্যাগ প্রমাণ করে কতটা ভোট লুটের পথে বিজেপি ৷