পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

ডিভিসি'র জল ছাড়া নিয়ে ফের চিঠি মোদিকে, কেন্দ্রীয় মন্ত্রীর দাবিকে নস্যাৎ মমতার - Mamata Writes to PM Modi - MAMATA WRITES TO PM MODI

Mamata Writes to PM Modi: ডিভিসির জল ছাড়া নিয়ে ফের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে চিঠি পাঠালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ৷ চিঠিতে তিনি কেন্দ্রীয় জলশক্তি মন্ত্রীর দাবিকে নস্যাৎ করে দিয়েছেন ৷

ETV BHARAT
ডিভিসি'র জল ছাড়া নিয়ে ফের মোদিকে চিঠি মমতার (নিজস্ব চিত্র)

By ETV Bharat Bangla Team

Published : Sep 22, 2024, 12:54 PM IST

Updated : Sep 22, 2024, 1:03 PM IST

কলকাতা, 22 সেপ্টেম্বর:ডিভিসি-র জল ছাড়া নিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে আবারও চিঠি পাঠালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ৷ সেই চিঠিতে কেন্দ্রীয় জলশক্তি মন্ত্রীর দাবিকে মানতে অস্বীকার করেছেন তিনি ৷

গতকাল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের দামোদর ভ্যালি কর্পোরেশনের বিরুদ্ধে তোলা অভিযোগ খারিজ করে জবাব দিয়েছিলেন কেন্দ্রীয় জলশক্তি মন্ত্রী । তাঁর সেই দাবি খারিজ করে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে এই নিয়ে দ্বিতীয় চিঠি দিলেন মুখ্যমন্ত্রী । এই চিঠিতে মুখ্যমন্ত্রী দাবি করেছেন, "ডিভিসি জল ছাড়ার কারণে রাজ্যে যে অভূতপূর্ব বন্যা পরিস্থিতি তৈরি হয়েছে, সেই কারণে আমি আপনাকে চিঠি লিখেছিলাম । জবাবে জলশক্তি মন্ত্রী জানিয়েছেন, ডিভিসি রাজ্য সরকারের সঙ্গে ঐক্যমত্যের ভিত্তিতেই জল ছেড়েছে । যদিও তাঁর এই দাবির সঙ্গে আমি দ্বিমত প্রকাশ করছি ।"

মমতা বন্দ্যোপাধ্যায়ের দাবি, "জল ছাড়ার সিদ্ধান্ত জল কমিশনের তরফে একতরফাভাবে নেওয়া হয় । রাজ্য সরকারের গোচরে না-এনেই এই কাজ করা হয়েছে ।" তাঁর দাবি, কখনও কখনও রাজ্য সরকারকে অগোচরে রেখে এভাবে জল ছাড়া হয়, পশ্চিমবঙ্গ সরকারের মতামতকে এক্ষেত্রে গ্রাহ্য করা হয় না । জল ছাড়ার সাড়ে তিন ঘণ্টা আগে রাজ্যকে অবহিত করাটা, দুর্যোগ পরিস্থিতিতে কখনওই পর্যাপ্ত সময় হতে পারে না বলে মত মমতার ।

মুখ্যমন্ত্রীর অভিযোগ, 16 সেপ্টেম্বর রাতেই ডিভিসির চেয়ারম্যানকে এই বিষয়ে বিজ্ঞপ্তি দিতে বলেছিলাম । কিন্তু ডিভিসির তরফ থেকে তা মানা হয়নি । তাঁর দাবি রাজ্য কোনওভাবেই আড়াই লক্ষ কিউসেক জল ছাড়ার আগে রাজ্যের সম্মতি নেওয়া হয়নি । শুধু তাই নয়, রাজ্যকে অবগত না-করে একটানা নয় ঘণ্টা ধরে জল ছাড়া হয়েছে । এক্ষেত্রে রাজ্য কোনওভাবেই এই জল ছাড়ার ক্ষেত্রে সম্মতি দেয়নি । মুখ্যমন্ত্রী এমনটাও দাবি করেছেন যে, এক্ষেত্রে রাজ্য সরকারের তরফ থেকে ডিভিসি কর্তৃপক্ষকে যে পরামর্শ দেওয়া হয়েছিল, তাকেও উপেক্ষা করা হয়েছে ।

মুখ্যমন্ত্রীর দাবি, ডিভিসি যে আড়াই লক্ষ কিউসেক জল ছেড়েছে, চাইলেই তাও উপেক্ষা করা যেত । কারণ বাঁধের জল ধারণ ক্ষমতা এক্ষেত্রে যা ছিল তাতে আরও কিছুক্ষণ অপেক্ষা করা যেত । এক্ষেত্রে রাজ্য সরকারের তরফ থেকে বিষয়টি নিয়ে কিছুটা অপেক্ষা করার অনুরোধ করা হলেও তা মানা হয়নি । জল ছাড়ার পরিমাণও কম করার জন্য অনুরোধ করা হয়েছিল ।

প্রসঙ্গত, গত রবিবার প্রথম দামোদর ভ্যালি কর্পোরেশনের তরফে জল ছাড়ার বিষয়টি তুলে ধরেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় । সেই সময় তিনি এও জানিয়েছিলেন, এই বিষয়টি নিয়ে ইতিমধ্যেই তিনি ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রীর সঙ্গেও কথা বলেছেন । কথা বলেছেন ডিভিসি কর্তৃপক্ষের সঙ্গেও । তারপরেও জল ছাড়ার পরিমাণ কম হয়নি । এর পরে রাজ্যের এই বন্যা পরিস্থিতি নিয়ে দামোদর ভ্যালি কর্পোরেশনের বিরুদ্ধে সরব হন তিনি । এই বন্যাকে 'ম্যানমেড বন্যা' বলে দাবি করেছেন তিনি । এমনকি গোটা বিষয়টিতে এতটাই ক্ষুব্ধ ছিলেন মুখ্যমন্ত্রী যে, তিনি ডিভিসির সঙ্গে সম্পর্ক ছিন্ন করার কথাও বলেন ।

এরপর প্রধানমন্ত্রীকে এই নিয়ে চিঠি দিয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায় । আজ তিনি দ্বিতীয় চিঠি দিলেন । এদিনও রাজ্যের বন্যা পরিস্থিতিতে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ চেয়েছেন মুখ্যমন্ত্রী ।

Last Updated : Sep 22, 2024, 1:03 PM IST

ABOUT THE AUTHOR

...view details