পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

আধার বাতিল কেন্দ্রীয় চক্রান্ত, প্রয়োজনে আলাদা কার্ড দেওয়ার আশ্বাস মুখ্যমন্ত্রীর

Mamata Banerjee: আধার বাতিল কেন্দ্রীয় চক্রান্ত । আগামিকাল থেকেই চালু হচ্ছে রাজ্যের পোর্টাল । আধার হারানো সাধারণ মানুষকে দ্রুত এখানে রেজিস্ট্রেশনের আবেদন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের । সোমবার সাংবাদিক বৈঠকে এমনই জানিয়েছেন তিনি ৷ পাশাপাশি মুখ্যমন্ত্রী জানিয়েছেন, এই নিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকেও চিঠি লিখবেন ৷

Mamata Banerjee
Mamata Banerjee

By ETV Bharat Bangla Team

Published : Feb 19, 2024, 4:26 PM IST

Updated : Feb 19, 2024, 5:57 PM IST

আধার বাতিল কেন্দ্রীয় চক্রান্ত, প্রয়োজনে আলাদা কার্ড দেওয়ার আশ্বাস মুখ্যমন্ত্রীর

কলকাতা, 19 ফেব্রুয়ারি: আধার কার্ড বাতিলের ইস্যুতে কেন্দ্রের বিজেপি শাসিত সরকারের বিরুদ্ধে সরব হলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ৷ তাঁর অভিযোগ, আধার কার্ড বাতিল করা আসলে কেন্দ্রীয় সরকারের চক্রান্ত । তাই এই নিয়ে যাতে বাংলার মানুষকে কোনও হয়রানির মুখে পড়তে না হয়, তার জন্য একটি পোর্টাল চালু করতে চলেছে রাজ্য সরকার ৷ মুখ্যমন্ত্রী আধার হারানো সাধারণ মানুষকে দ্রুত এখানে রেজিস্ট্রেশনের আবেদন করেছেন ৷

সোমবার নবান্নে আধার ইস্যু নিয়ে সাংবাদিক বৈঠক করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্য়ায় ৷ সেখান থেকেই তিনি এই ইস্যুতে কেন্দ্রের মোদি সরকারের বিরুদ্ধে সরব হন তিনি ৷ মুখ্যমন্ত্রী জানান, আগামিকাল মঙ্গলবার থেকে এই সমস্যা সমাধানে পোর্টাল চালু করতে চলেছে রাজ্য সরকার ৷ সাধারণ মানুষকে ভয় না পেয়ে সরাসরি সরকারের কাছে আসার কথাও বলেছেন তিনি ৷ একই সঙ্গে জানিয়েছেন, প্রয়োজনে আধার হারানো মানুষদের সাহায্যের জন্য আলাদা কার্ড দেওয়া হবে ।

মুখ্যমন্ত্রী বলেন, ‘‘আধার কার্ড বাতিল হয়েছে তারা দ্রুত এই গ্রিভান্স পোর্টালে নাম লেখান ৷ আপনাদের সাহায্য করবো আমরা৷ কোনোভাবেই আপনাদের লক্ষ্মীর ভান্ডার, রেশন বন্ধ হবে না । কিছু অসুবিধা ব্যাংকের ক্ষেত্রে হতে পারে । কাটিয়ে ওঠার চেষ্টা করব আমরা ।’’

এ দিন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সাংবাদিক বৈঠকে মুখ্যসচিব ভগবতী প্রসাদ গোপালিকাও উপস্থিত ছিলেন ৷ ওই সাংবাদিক বৈঠক থেকেই মুখ্যমন্ত্রী এভাবে আধার কার্ড বাতিলের বিষয়টি নিয়ে উদ্বেগ প্রকাশ করেন ৷ পাশাপাশি কেন্দ্রের বিরুদ্ধে তোপ দাগেন ৷ তাঁর দাবি, নির্বাচনের আগে সরকারকে না জানিয়ে এই পদক্ষেপ আসলে বিজেপির রাজনৈতিক কৌশল । তিনি জানান, প্রয়োজনে আধার বাতিল প্রসঙ্গে ভারতের নির্বাচন কমিশনেও দল পাঠাবেন তিনি । এই নিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকেও চিঠি লিখবেন বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী ৷ মুখ্যমন্ত্রী এদিন কেন্দ্রের এই পদক্ষেপের মধ্যেই এনআরসির ছায়া দেখছেন বলে জানিয়েছেন । তাঁর কথায়, ‘‘বাংলায় এনআরসি হতে দেব না । কোনোভাবেই বাংলায় ডিটেনশন ক্যাম্প তৈরি হবে না ।’’

নাগরিকত্ব ইস্যুতে এ দিন বিজেপিকে কটাক্ষ করতে ছাড়েননি মমতা বন্দ্যোপাধ্যায় । তাঁর বক্তব্য, ‘‘নির্বাচনের আগে যাঁরা মতুয়াদের বলেছিলেন নাগরিকত্ব দেওয়া হবে । এখন আধার কার্ড কেড়ে নিয়ে তাঁদেরই নাগরিকত্ব কেড়ে নেওয়া হচ্ছে ৷ এটা কি মতুয়াদের অপমান নয় ? আসলে সবকিছুর মধ্যেই একটা নোংরা খেলা চলছে ৷ যত অত্যাচার দলিত, পিছিয়ে পড়া শ্রেণী ও সংখ্যালঘুদের উপর ।’’

বিজেপিকে আক্রমণ করতে গিয়ে এ দিন মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, ‘‘এবার মতুয়া, তফসিলি, সংখ্যালঘু ভাইবোনেরা বুঝতে পারছেন ওদের প্ল্যানটা কি ? আমরা এখানে এসব বরদাস্ত করব না । জায়গাটা বাংলা । মানুষকে বঞ্চিত যাতে না করা হয়, তার জন্য যা করার আমি করব ।’’

আরও পড়ুন:

  1. আধার কার্ড বাতিলের কারণে হয়নি পরীক্ষার ফর্ম ফিলাপ, অন্ধকারে কলেজ পড়ুয়ার ভবিষ্যৎ
  2. রাজ্যে আধার কার্ড বাতিল করছে কেন্দ্র! অভিযোগ জানাতে পোর্টাল খোলার নির্দেশ মুখ্যমন্ত্রীর
  3. আচমকাই আধার কার্ড ডিঅ্যাক্টিভেট! ব্য়াংক থেকে টাকা তুলতে পারছেন না স্থানীয়রা
Last Updated : Feb 19, 2024, 5:57 PM IST

ABOUT THE AUTHOR

...view details