কলকাতা, 19 ডিসেম্বর: বিআর আম্বেদকর ইস্যুতে একদিকে উত্তাল সংসদ ভবন ৷ আর ঠিক সেই সময় বড়দিনের উৎসবের মঞ্চ থেকে ফের সরব হলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ৷ কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সংবিধান রচয়িতাকে নিয়ে করা মন্তব্যে তিনি 'শকড' বলে জানালেন ৷
বৃহস্পতিবার পার্ক স্ট্রিটের অ্যালেন পার্কে এবারের বড়দিনের উৎসবের সূচনা করেন মুখ্যমন্ত্রী ৷ সেখানেই সর্বধর্ম সমন্বয় এবং ধর্মাচারণের স্বাধীনতার প্রসঙ্গে সংবিধানের অন্যতম রচয়িতা বাবাসাহেব আম্বেদকর ইস্যু টেনে আনেন তিনি ৷ মমতা বলেন, "বিআর আম্বেদকরকে নিয়ে করা মন্তব্যে আমি 'শকড' ! এর আগে আমি স্তম্ভিত হয়েছিলাম এটা জেনে, যে 25 ডিসেম্বর দিনটি আগে জাতীয় ছুটি ছিল, তা কেন্দ্রীয় সরকার পুরোপুরি বাতিল করে দিয়েছে ৷ কিন্তু, আমরা (পশ্চিমঙ্গ সরকার) সেটা কখনোই করব না ৷ আমাদের রাজ্যে ছুটির বহাল থাকবে ৷ কারণ, আমরা চাই সবাই এই দিনটিতে আনন্দ করুক ৷"
উল্লেখ্য, গত মঙ্গলবার রাজ্যসভায় সংবিধানের 75 বছর নিয়ে বিতর্কের জবাবি ভাষণে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বলেছিলেন, "এখন একটা ফ্যাশন হয়েছে, আম্বেদকর, আম্বেদকর, আম্বেদকর...। এতবার ভগবানের নাম নিলে হয়তো সাতজন্ম পর্যন্ত স্বর্গ লাভ হয়ে যেত ৷"
কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর এই মন্তব্যকে সংবিধান রচয়িতা তথা দলিত সম্প্রদায়ের অপমান বলে অভিযোগ তোলে বিরোধী 'ইন্ডিয়া' ব্লক ৷ যা নিয়ে এ দিনও তুলকালাম হয় সংসদ চত্বরে ৷ যা শাসক ও বিরোধী সাংসদদের হাতাহাতির পর্যায়ে চলে যায় ৷ উল্লেখ্য, আম্বেদকরকে নিয়ে শাহ-র করা মন্তব্যের আগেও সমালোচনা করেছিলেন মমতা ৷