পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

আম্বেদকর নিয়ে করা মন্তব্যে আমি 'শকড' ! বড়দিনের মঞ্চে ফের মমতার নিশানায় শাহ - MAMATA BANERJEE ON AMBEDKAR ISSUE

বড়দিনের ছুটি বাতিল করা নিয়েও কেন্দ্রের বিজেপি সরকারকে নিশানা করেছেন মুখ্যমন্ত্রী ৷ সকলের নিজস্ব ধর্মীয় রীতি পালনের অধিকার আছে, মন্তব্য মমতার ৷

MAMATA BANERJEE ON AMBEDKAR ISSUE
আম্বেদকর নিয়ে করা মন্তব্যে আমি 'শকড', বড়দিনের মঞ্চে ফের মমতার নিশানায় অমিত শাহ ৷ (ইটিভি ভারত)

By ETV Bharat Bangla Team

Published : Dec 19, 2024, 8:09 PM IST

কলকাতা, 19 ডিসেম্বর: বিআর আম্বেদকর ইস্যুতে একদিকে উত্তাল সংসদ ভবন ৷ আর ঠিক সেই সময় বড়দিনের উৎসবের মঞ্চ থেকে ফের সরব হলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ৷ কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সংবিধান রচয়িতাকে নিয়ে করা মন্তব্যে তিনি 'শকড' বলে জানালেন ৷

বৃহস্পতিবার পার্ক স্ট্রিটের অ্যালেন পার্কে এবারের বড়দিনের উৎসবের সূচনা করেন মুখ্যমন্ত্রী ৷ সেখানেই সর্বধর্ম সমন্বয় এবং ধর্মাচারণের স্বাধীনতার প্রসঙ্গে সংবিধানের অন্যতম রচয়িতা বাবাসাহেব আম্বেদকর ইস্যু টেনে আনেন তিনি ৷ মমতা বলেন, "বিআর আম্বেদকরকে নিয়ে করা মন্তব্যে আমি 'শকড' ! এর আগে আমি স্তম্ভিত হয়েছিলাম এটা জেনে, যে 25 ডিসেম্বর দিনটি আগে জাতীয় ছুটি ছিল, তা কেন্দ্রীয় সরকার পুরোপুরি বাতিল করে দিয়েছে ৷ কিন্তু, আমরা (পশ্চিমঙ্গ সরকার) সেটা কখনোই করব না ৷ আমাদের রাজ্যে ছুটির বহাল থাকবে ৷ কারণ, আমরা চাই সবাই এই দিনটিতে আনন্দ করুক ৷"

বড়দিনের উদ্বোধনী অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ৷ (ইটিভি ভারত)

উল্লেখ্য, গত মঙ্গলবার রাজ্যসভায় সংবিধানের 75 বছর নিয়ে বিতর্কের জবাবি ভাষণে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বলেছিলেন, "এখন একটা ফ্যাশন হয়েছে, আম্বেদকর, আম্বেদকর, আম্বেদকর...। এতবার ভগবানের নাম নিলে হয়তো সাতজন্ম পর্যন্ত স্বর্গ লাভ হয়ে যেত ৷"

কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর এই মন্তব্যকে সংবিধান রচয়িতা তথা দলিত সম্প্রদায়ের অপমান বলে অভিযোগ তোলে বিরোধী 'ইন্ডিয়া' ব্লক ৷ যা নিয়ে এ দিনও তুলকালাম হয় সংসদ চত্বরে ৷ যা শাসক ও বিরোধী সাংসদদের হাতাহাতির পর্যায়ে চলে যায় ৷ উল্লেখ্য, আম্বেদকরকে নিয়ে শাহ-র করা মন্তব্যের আগেও সমালোচনা করেছিলেন মমতা ৷

অ্যালেন পার্কে বড়দিনের উদ্বোধনী মঞ্চে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ৷ (ইটিভি ভারত)

সোশাল মিডিয়ায় তৃণমূল সুপ্রিমো বলেছিলেন, "মুখোশ খুলে গিয়েছে ৷ কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ সংবিধানের গৌরবময় 75 বছরকে কলঙ্কিত করেছেন ৷ বাবাসাহেব আম্বেদকরের বিরুদ্ধে অসম্মানজনক মন্তব্য করেছেন তিনি ৷ তাও আবার গণতন্ত্রের মন্দিরে দাঁড়িয়ে ! এই মন্তব্য থেকেই বিজেপির দলিত-বিরোধী মানসিকতা প্রকাশিত হয়েছে ৷"

লোকসভা নির্বাচনের ফলাফল উল্লেখ করে মমতা বলেছিলেন, "আসন কমে 240 হয়েছে, তাতেই এই আচারণ ৷ শুধু কল্পনা করুন, যদি তাদের 400টি আসন পাওয়ার স্বপ্ন বাস্তবায়িত হতো, তাহলে কীভাবে ক্ষতি করত ৷ তারা ড. আম্বেদকরের অবদানকে মুছে দিতে, নতুন করে ইতিহাস লিখে ফেলত ৷"

উল্লেখ্য, এ দিন পার্ক স্ট্রিটের অ্যালেন পার্কে 2024 সালের বড়দিনের উৎসবের সূচনা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ৷ সূচনা লগ্নে মঞ্চে ছিলেন আর্চ বিশপ টমাস ডিসুজা এবং কলকাতার বিশপ পরিতোষ ক্যানিং ৷ মুখ্যমন্ত্রীকে দেখা যায় খুদেদের সঙ্গে উদ্বোধনী অনুষ্ঠানে সামিল হতে ৷ তাঁর সঙ্গে ছিলেন, রাজ্যসভার সাংসদ ডেরেক ও’ব্রায়েন ৷ পাশাপাশি, মুখ্যসচিব মনোজ পন্থ, কলকাতার মেয়র ফিরহাদ হাকিম, সাংসদ মালা রায়-সহ অন্যান্যরা ৷

19-30 ডিসেম্বর পর্যন্ত কলকাতার পার্ক স্ট্রিটে বড়দিনের উৎসব চলবে ৷ আর 31 ডিসেম্বর থেকে শহরবাসী মাতবেন ইংরেজি বর্ষবরণের উৎসবে ৷

ABOUT THE AUTHOR

...view details