কলকাতা, 2 ডিসেম্বর:আলু ও পেঁয়াজের দাম যতক্ষণ না নিয়ন্ত্রণে আসছে, ততক্ষণ তা রফতানি করা হবে না বলে ফের স্পষ্ট ভাষায় জানিয়ে দিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় । প্রসঙ্গত, আগামিকাল থেকেই গোটা রাজ্যে প্রগতিশীল আলু ব্যবসায়ী সমিতি ধর্মঘটের ডাক দিয়েছে । তাদের দাবি, আগে অন্য রাজ্যে রফতানির জন্য আলু ছাড়তে হবে, নইলে তারা হিমঘর থেকে আলু বের করবে না । তাদের চাপের মুখে সরকার যে মাথা নোয়াবে না, সেই বার্তা দিয়ে মুখ্যমন্ত্রী বলেন, 'আগে বাংলা পাবে, তার পর বাকিরা ।'
আলু ও পিঁয়াজের অগ্নিমূল্য সাম্প্রতিক সময়ে গৃহস্থের জন্য বড় চিন্তার কারণ । রাজ্য সরকারের তরফ থেকে দাম নিয়ন্ত্রণ করার চেষ্টা হলেও এখনও আলু ও পেঁয়াজের দাম সাধারণের নাগালের মধ্যে এসেছে বলে মনে করছেন না মানুষজন । এই অবস্থায় আগেই একশ্রেণির স্বার্থপর ব্যবসায়ীকে নিয়ে সরব হয়েছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় । সোমবার অর্থাৎ আজ রাজ্য বিধানসভায় আরও একবার এই নিয়ে নিজের বক্তব্য স্পষ্টভাবে তুলে ধরলেন মুখ্যমন্ত্রী ।
তিনি এ দিন বলেন, "দ্রব্যমূল্য নিয়ন্ত্রণের বিষয়টা সবটা আমাদের হাতে নেই । যখন বাজারে আলুর দাম বাড়ে তখন আমরা মানুষকে সুফল বাংলায় কম দামে আলু সাপ্লাই করি ।" তিনি তথ্য দিয়ে বলেন, "আপনারা জানেন, গোটা দেশে আলু উৎপাদনে বাংলা দ্বিতীয় । হলে কী হবে, চাষীদের দোষ নয় । কিছু লোক ব্যবসার জন্য সেগুলিকে বাইরে নিয়ে যায় । রফতানিও করে ।"