পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

একই দিনে উত্তরবঙ্গে মমতা-রাহুলের সভা, ভারত জোড়ো ন্যায়যাত্রার অনুমতি নিয়ে বাড়ছে সংশয়

Mamata-Rahul meeting in North Bengal on Same Day: আগামিকাল থেকে চারদিনের উত্তরবঙ্গ সফরে আসছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। একই দিনে উত্তরবঙ্গে থাকছেন কংগ্রেস নেতা রাহুল গান্ধি। মুখ্যমন্ত্রীর সঙ্গে রাহুল গান্ধির সাক্ষাৎ হবে কি না, তা নিয়ে জল্পনা থাকছে। আগামী 31 জানুয়ারি মালদায় সভা করবেন মুখ্যমন্ত্রী সেই দিনই মালদায় আবার ভারত জোড়ো ন্যায় যাত্রায় অংশ নেবেন রাহুল গান্ধি।

By ETV Bharat Bangla Team

Published : Jan 27, 2024, 5:24 PM IST

Etv Bharat
Etv Bharat

ভারত জোড়ো ন্যায়যাত্রার অনুমতি নিয়ে বাড়ছে সংশয়

মালদা ও জলপাইগুড়ি,27 জানুয়ারি: উত্তরবঙ্গে চারদিনের সফরে থাকছেন কংগ্রেস নেতা রাহুল গান্ধি ও তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। এই সফরকালে বিভিন্ন জেলায় একই দিনে কর্মসূচি থাকছে রাহুল গান্ধির ও মমতা বন্দ্যোপাধ্যায়ের। দুই দলের সর্বোচ্চ নেতা-নেত্রীর দেখা হওয়ার সম্ভাবনা নিয়ে রাজনৈতিক মহলে জোড় চর্চা চলছে। আগামিকাল থেকে চার দিনের উত্তরবঙ্গ সফরে আসছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। একই দিনে উত্তরবঙ্গে থাকছেন কংগ্রেস নেতা রাহুল গান্ধি। মুখ্যমন্ত্রীর সঙ্গে রাহুল গান্ধির সাক্ষাৎ হবে কি না, তা নিয়ে জল্পনা থাকছে। রবিবার কোলকাতা থেকে আকাশপথে মুখ্যমন্ত্রী হাসিমারা বায়ুসেনা ছাউনিতে নামবেন। সেখান থেকে হেলিকপ্টারে কোচবিহারে উড়ে যাবেন।

অন্যদিকে, রাহুল গান্ধি দিল্লি থেকে বাগডোগরা বিমানবন্দরে সকালে 11:30 মিনিটে নামছেন সেখান থেকে সড়ক পথে জলপাইগুড়ির পাহাড়পুরে আসবেন ভারত জোড়ো ন্যায় যাত্রায় যোগ দেবেন। জলপাইগুড়ি থেকে শিলিগুড়ি যাবেন। এরপর উত্তরদিনাজপুরে ঢুকবেন রাহুল গান্ধি। আগামী 28 তারিখ থেকে 31 তারিখ পর্যন্ত উত্তরবঙ্গে ন্যায় যাত্রায় কর্মসূচিতে থাকছেন রাহুল গান্ধি। পাশাপাশি মুখ্যমন্ত্রী তথা তৃণমূল কংগ্রেসের সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্য়ায়ও 28 তারিখ থেকে 31 তারিখ পর্যন্ত উত্তরবঙ্গ সফরে থাকছেন। লোকসভা নির্বাচনের ইন্ডিয়া জোট সঙ্গী দুই দলের প্রধান নেতারা একে অপরের সাথে দেখা করেন কি না, তা নিয়ে রাজনৈতিক মহলে জল্পনা চলছেই।

জলপাইগুড়ি জেলা তৃণমূল কংগ্রেসের জেলা সভাপতি মহুয়া গোপ বলেন, "আগামী 28 তারিখ মুখ্যমন্ত্রী কোচবিহারের প্রশাসনিক কাজে যোগ দেবেন। সেখানে সরকারি সুবিধা প্রদান করবেন। এরপর 29 তারিখ জলপাইগুড়ি জেলার উত্তরকন্যার পাশে অবস্থিত মাঠে জলপাইগুড়ি ও আলিপুরদুয়ার জেলার প্রশাসনিক সভায় যোগ দেবেন। সভা মঞ্চ থেকে সরকারি সুযোগ সুবিধা প্রদান কর্মসূচীতে যোগ দেবেন। জলপাইগুড়ি জেলার পাঁচ হাজার চা শ্রমিককে পাট্টা দেওয়া হবে। আলিপুরদুয়ারের ছয় হাজার জনকে পাট্টা দেওয়া হবে। এরপরেই মুখ্যমন্ত্রী চলে যাবেন দিনাজপুর জেলায়।" আগামী 31 জানুয়ারি মালদায় সভা করবেন মুখ্যমন্ত্রী সেই দিনই মালদায় আবার ভারত জোড়ো ন্যায় যাত্রায় অংশ নেবেন রাহুল গান্ধি। তৃণমূল কংগ্রেসের জেলা সভাপতি মহুয়া গোপ বলেন, "ন্যায় যাত্রায় আমাদের কোনও আমন্ত্রণ জানানো হয়নি।" পাশাপাশি কংগ্রেস জেলা সভাপতি পিনাকী সেনগুপ্ত বলেন, "দলমত নির্বিশেষে আমরা সবাইকে ন্যায় যাত্রায় অংশ নেওয়ার জন্য আহ্বান করেছি।"

এদিকে মালদা তৃণমূলের নেতা কৃষ্ণেন্দুনারায়ণ চৌধুরী বলেন, “মুখ্যমন্ত্রী সরকারি সফরে মালদা আসছেন ৷ 31 তারিখ বেলা 12টার দিকে মুখ্যমন্ত্রী ক্রীড়া সংস্থার পাশের মাঠে হেলিকপ্টারে নামবেন ৷ সেখান থেকে ডিএসএ মাঠে এসে বিভিন্ন সরকারি প্রকল্পের সুবিধে প্রদান করবেন ৷ সভা শেষে তিনি বহরমপুরের উদ্দেশ্যে উড়ে যাবেন ৷ তার জন্য যা যা করার আমরা করছি ৷” এদিকে ওই একই দিনে মালদা শহরে থাকবেন রাহুল গান্ধি ৷ জেলা কংগ্রেসের সহসভাপতি ভূপেন্দ্রনাথ হালদার শনিবার বলেন, “31 জানুয়ারি সকাল আটটায় রাহুল গান্ধির ভারত জোড়ো ন্যায় যাত্রা হরিশ্চন্দ্রপুরের লাভা দিয়ে মালদায় প্রবেশ করবে ৷ সেখান থেকে সকাল 11টায় যাত্রা পৌঁছবে ভালুকায় ৷ সেখানেই মধ্যাহ্ন ভোজন করবেন রাহুলজি ৷ এরপর রতুয়া হয়ে যাত্রা ইংরেজবাজারে প্রবেশ করবে ৷ বিকেল সাড়ে চারটে থেকে পাঁচটার মধ্যে মালদা শহরের পোস্ট অফিস মোড়ে রাহুলজি গাড়ি থেকেই জনসাধারণের উদ্দেশ্যে বক্তব্য রাখবেন৷ সেখান থেকে চলে যাবেন কালিয়াচক 1 নম্বর ব্লকের সুজাপুরে ৷ সেখানেই রাত্রিবাস করবেন তিনি ৷ 1 ফেব্রুয়ারি সকালে ভারত জোড়ো যাত্রা বৈষ্ণবনগর হয়ে ফরাক্কা চলে যাবে ৷”

প্রশ্ন উঠেছে, যেদিন মুখ্যমন্ত্রী শহরের একটি মাঠে প্রশাসনিক সভা করবেন, সেদিন ওই মাঠ থেকে ঢিল ছোড়া দূরত্বে রাহুলের কর্মসূচির অনুমোদন দেবে তো প্রশাসন ? এনিয়ে ভূপেন্দ্রনাথবাবুকে প্রশ্ন করা হলে তিনি বলেন, “রাহুলজির কর্মসূচির অনুমতির জন্য আমরা কয়েকদিন আগেই জেলা প্রশাসনকে চিঠি দিয়েছি ৷ চিঠি দেওয়া হয়েছে পুলিশ সুপার ও ইংরেজবাজার থানাকেও ৷ আশা করছি, প্রশাসন এই কর্মসূচির অনুমতি দেবে ৷”

আরও পড়ুন

  1. ন্যায় যাত্রায় মমতাকে আমন্ত্রণ কংগ্রেসের, থারুরের মতে 'ইন্ডিয়া'তেই আছে তৃণমূল
  2. বিহারে রাজনৈতিক সঙ্কট, বাতিল অমিতের বঙ্গ সফর
  3. রেড রোডের কুচকাওয়াজ থেকে সম্প্রীতির বার্তা রাজ্য সরকারের

ABOUT THE AUTHOR

...view details