পশ্চিম মেদিনীপুর, 5 মার্চ: লোকসভা নির্বাচনের আগে আরও একবার ঘাটাল মাস্টার প্ল্যান নিয়ে কেন্দ্রীয় সরকারকে তীব্র আক্রমণ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ৷ মঙ্গলবার মেদিনীপুর কলেজ মাঠের প্রশাসনিক সভায় বক্তব্য রাখতে গিয়ে স্পষ্ট ভাষায় মুখ্যমন্ত্রী জানিয়ে দেন ঘাটাল মাস্টার প্ল্যান নিজেরাই করে দেবেন ৷
বক্তব্য রাখতে গিয়ে তিনি বলেন, "আর কেন্দ্রের কাছে কোনওভাবে হাত পেতে ভিক্ষে চাইব না। ঘাটালে সাংসদ দেব-সহ অনেকেই বহুবার আবেদন নিবেদন করেছেন ৷ দু'বছর পর আমরাই ঘাটালের মাস্টার প্ল্যান করে দেব মানুষের উদ্দেশ্যে।যার ফলে বন্যার হাত থেকে রক্ষা পাবে ঘাটাল-সহ পাঁশকুড়ার বহু মানুষজন।" এরপর তিনি খড়গপুরে তেলুগু জাতিদের জন্য দু'টো বিদ্যালয়কে দশম থেকে দ্বাদশ শ্রেণী পর্যন্ত হওয়ার আশ্বাস দিয়ে যান।
এরপর সোমবার বস্তি উচ্ছেদ নিয়ে রেলের সঙ্গে তৃণমূলের সংঘাতের বিষয় নিয়েও কড়া প্রতিক্রিয়া দেন মুখ্যমন্ত্রী। তিনি বলেন, "একটাও মানুষকে উচ্ছেদ করা চলবে না ৷ চলবে না বেআইনিভাবে জলের এবং ইলেকট্রিকের লাইন কাটা। আমি খড়গপুরের তৃণমূলের নেতাকর্মীদের বলব যাতে ওরা গণতান্ত্রিকভাবে আন্দোলনে নামেন। এর সঙ্গে প্রশাসনকে বলব যথাযথ ব্যবস্থা নিতে।"এই দিন মুখ্যমন্ত্রীর সঙ্গে সভা মঞ্চে উপস্থিত ছিলেন পুলিশ সুপার ধৃতিমান সরকার, জেলা শাসক খুরশেদ আলি কাদরী, বিধায়িকা জুন মালিয়া, মন্ত্রী শিউলি সাহা, মানস রঞ্জন ভূঁইয়া, সাংসদ অপরূপা পোদ্দার, জেলা সভাপতি সুজয় হাজরা-সহ একঝাঁক তৃণমূল নেতা মন্ত্রী।
প্রসঙ্গত, এইদিন সভা মঞ্চ থেকে মুখ্যমন্ত্রী 374টি প্রকল্পের উদ্বোধন করেন। প্রকল্পগুলি রূপায়ণে খরচ হবে সব মিলিয়ে 355 কোটি টাকা। এই দিন প্রায় 1 হাজার 193টি প্রকল্পের শিলান্যাস করেন তিনি। প্রকল্পগুলি রূপায়ণে খরচ হবে সবমিলিয়ে 1 হাজার 921 কোটি টাকা। এরই সঙ্গে একগুচ্ছ রাস্তার (পথশ্রী), একগুচ্ছ জল সরবরাহ প্রকল্পের (জলস্বপ্ন) শিলান্যাস করেন মুখ্যমন্ত্রী। তাছাড়া মেদিনীপুর-খড়গপুর মিলিয়ে এমকেডিএ-র 6টি প্রকল্পের শিলান্যাস হয়।