পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

অভিযুক্তরা সকলেই সম্ভবত গ্রেফতার হয়েছে, সন্দেশখালি নিয়ে প্রতিক্রিয়া মুখ্যমন্ত্রীর

Mamata Banerjee: গত কয়েকদিন ধরেই উত্তপ্ত উত্তর 24 পরগনার সন্দেশখালি ৷ সোমবার সেই নিয়ে প্রতিক্রিয়া দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ৷ এ দিন হুগলির আরামবাগ যাওয়ার পথে তিনি এই নিয়ে প্রতিক্রিয়া দেন ৷

By ETV Bharat Bangla Team

Published : Feb 12, 2024, 2:08 PM IST

Updated : Feb 12, 2024, 2:25 PM IST

Mamata Banerjee
Mamata Banerjee

কলকাতা, 12 ফেব্রুয়ারি: সন্দেশখালি নিয়ে আরামবাগ যাওয়ার আগেই মুখ খুললেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় । একই সঙ্গে সন্দেশখালি নিয়ে সরকারের অবস্থানও স্পষ্ট করলেন তিনি ।

এ দিন মুখ্যমন্ত্রীকে রাজ্যপালে সিভি আনন্দ বোসের সন্দেশখালি নিয়ে প্রশ্ন করা হলে তিনি বলেন, ‘‘যেতেই পারেন ৷ আমাদের রাজ্য মহিলা কমিশনকে আমি সকালে পাঠিয়েছিলাম । ওরা ঘুরে এসেছে ঘুরে এসে রিপোর্ট দিয়েছে । ইতিমধ্যেই গ্রেফতার হয়ে গিয়েছে আপনারা দেখেছেন । সম্ভবত যাদের বিরুদ্ধে বিক্ষোভ করেছে বা যারা ভায়োলেন্স করেছে, তাদের সবাইকে গ্রেফতার করা হয়েছে ।’’

সোমবার কলকাতা থেকে আরামবাগ যাওয়ার আগে হাওড়ার ডুমুরজলা হেলপ্যাডে সাংবাদিকদের মুখোমুখি হন মুখ্যমন্ত্রী ৷ সেখানেই রাজ্যপালের সন্দেশখালি যাওয়া থেকে শুরু করে অন্যান্য বিষয় নিয়ে মুখ খোলেন তিনি ।

উল্লেখ্য, গত 5 জানুয়ারি উত্তর 24 পরগনার সন্দেশখালিতে স্থানীয় তৃণমূল নেতা শেখ শাহজাহানের বাড়িতে তল্লাশি অভিযান চালাতে যায় ইডি ৷ সেখানে গিয়ে আক্রান্ত হন ইডির আধিকারিকরা ৷ তার পর থেকেই দফায় দফায় উত্তেজনা ছড়িয়েছে সন্দেশখালিতে ৷ সেই ঘটনার পর থেকে খোঁজ নেই শাহজাহানের ৷ তার পর থেকেই তাঁর দুই ঘনিষ্ঠ শিবপ্রসাদ ওরফে শিবু হাজরা ও উত্তম সরদারের নাম বারবার উঠে এসেছে ৷

গত বুধবার স্থানীয় মহিলারা এই শিবু ও উত্তমের বিরুদ্ধে বিক্ষোভ শুরু করে ৷ শাহজাহান-সহ শিবু ও উত্তমের গ্রেফতারির দাবিতে সরব হন তাঁরা ৷ গ্রামে বিক্ষোভ ছড়িয়ে পড়ে ৷ মহিলারা এই তৃণমূল নেতাদের বিরুদ্ধে জোর করে জমি দখল করে নেওয়ার অভিযোগ করেন ৷ এমনকী, মহিলাদের অভব্য আচরণ ও নানাবিধ অত্যাচারের অভিযোগ ওঠে ৷ গ্রামবাসীরা শিবু হাজরার পোল্ট্রি ফার্মে আগুন ধরিয়ে দেয় ৷ তাঁর বাড়িতেও ভাঙচুর করে৷ সন্দেশখালি থানায় বিক্ষোভ দেখান ৷

পরিস্থিতি সামলাতে সেখানে 144 ধারা জারি করে প্রশাসন ৷ বন্ধ করে দেওয়া হয় ইন্টারনেটও ৷ উত্তম সরদারকে গ্রেফতার করা হয় ৷ তাঁকে ছ’বছরের সাসপেন্ড করে তৃণমূল ৷ শিবু হাজরার অভিযোগের প্রেক্ষিতেও পুলিশ বেশ কয়েকজনকে গ্রেফতার করেছে ৷

সন্দেশখালির সামগ্রিক পরিস্থিতি নিয়ে বিরোধীরাও সরব হয়েছে ৷ বিরোধীদের প্রতিনিধি দল অনেক চেষ্টা করে এখনও ঘটনাস্থলে পৌঁছাতে পারেনি ৷ এ দিনও বিজেপির প্রতিনিধি দলকে সেখানে যেতে বাধা দেওয়ার অভিযোগ উঠেছে ৷ কিন্তু সন্দেশখালিতে পৌঁছে স্থানীয়দের সঙ্গে কথা বলতে সক্ষম হন রাজ্যপাল সিভি আনন্দ বোস ৷

এত সব ঘটে যাওয়ার পরও এই নিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্য়ায় কেন নীরব, সেই প্রশ্ন বারবার উঠছিল ৷ কিন্তু সোমবার এই নিয়ে নীরবতা ভাঙলেন ৷ প্রতিক্রিয়াও দিলেন৷ এই প্রতিক্রিয়া নিয়ে বিরোধীদের কী বক্তব্য, তা এখনও পর্যন্ত জানা যায়নি ৷

আরও পড়ুন:

  1. সন্দেশখালির প্রকৃত 'সন্দেশ' জানতে কেরল থেকে ফিরেই অগ্নিগর্ভ এলাকার পথে রাজ্যপাল
  2. 'বেপাত্তা' শিবুর অভিযোগের ভিত্তিতে সন্দেশখালিতে গ্রেফতার প্রাক্তন সিপিএম বিধায়ক
  3. তৃণমূল সাসপেন্ড করতেই পুলিশের জালে শাহজাহান ঘনিষ্ঠ উত্তম, গ্রেফতার বিজেপি নেতাও
Last Updated : Feb 12, 2024, 2:25 PM IST

ABOUT THE AUTHOR

...view details