আমডাঙা, 12 মে: নরেন্দ্র মোদিকে চাঁচাছোলা ভাষায় আক্রমণ করলেন মমতা বন্দ্যোপাধ্যায় । রবিবার ব্যারাকপুর নির্বাচন কেন্দ্রের দুই প্রান্তে সভা ছিল মোদি ও মমতার । মোদি ছিলেন ভাটপাড়ায় আর মমতা আমডাঙায় ৷ এদিন আমডাঙার সভা থেকে রাজ্যপাল থেকে সন্দেশখালি সব নিয়েই প্রধানমন্ত্রীকে আক্রমণ করলেন তৃণমূল সুপ্রিমো ।
এদিন আমডাঙার সভায় মমতা বন্দ্যোপাধ্যায় নাগরিকত্ব সংশোধনী আইন নিয়ে সরাসরি প্রধানমন্ত্রীকে বলেন, "ভাটপাড়ার সভায় শুনলাম তিনি নাকি গ্যারান্টি দিয়েছেন মতুয়াদের ক্যা করতেই হবে । আমি বলছি, গায়ের জোরে নাগরিকত্ব করা যাবে না । মতুয়ারা ইতিমধ্যেই নাগরিকত্ব পেয়ে গিয়েছে । ওরা নাগরিক । আপনি প্রধানমন্ত্রী হয়ে ওদের নাগরিকত্ব কাটতে এসেছেন, লজ্জা করে না । ওরা আপনাকে ভোট দিয়েছিল । আইনটা পড়েন ? কখনও পড়ে দেখেন ? কয়েকজন দালাল আছে, ফিসফিস করে তারা যা বলে তাই শোনেন । আপনি নিজে কিছু দেখেন না । আমার মতুয়া ভাই-বোনদের গায়ে হাত দিলে আমার গায়ে হাত দেওয়া হবে ।"
মোদির বলা মাইনরিটি সংরক্ষণ নিয়েও এদিন সরব হন মমতা । তৃণমূল সুপ্রিমো চ্যালেঞ্জের সুরে মোদিকে বলেন, "আপনার ক্ষমতা থাকলে আপনি মাইনোরিটি বেল্টে দাঁড়িয়ে কথা বলুন । হিন্দু-মুসলমানে ভাগাভাগি করেন, লজ্জা করে না ? অশান্তি দিয়ে তো শুরু হয়েছিল আপনার জীবন । কত লোক মেরেছেন, কত লোকের রক্ত মিশে আছে ৷ আজও তাদের আত্মা কেঁদে বেড়াচ্ছে । আমার রাজনৈতিক বুদ্ধি খুব সীমিত । আমি কাজটা অন্যভাবে অনেকদিন আগে করে দিয়েছি । দশ বছর আগে ওবিসি সংরক্ষণ বাংলায় হয়েছে । তার জন্য জেনারেল কাস্টের কোটা বাড়িয়েছি । আর মুসলিমরা কখনওই এ ধরনের আচরণ করে না । এটা মাথায় রাখবেন ।"
এদিন মমতা বন্দ্যোপাধ্যায় স্পষ্ট ভাষায় বলেন, "নাগরিকত্ব যদি দিতে চান নিঃশর্ত নাগরিকত্ব দিন । আপনি ক্যা করে মানুষকে বিদেশি করতে চাইলে আপনাকে বাংলায় ঢুকতে দেব না । আপনি প্রধানমন্ত্রী হিসেবে আসতেই পারেন কিন্তু একজন বিজেপি নেতা হিসেবে আপনি আগুন জ্বালাতে পারেন না ।" যদিও এই কথা বলার পর মুখ্যমন্ত্রী নিজের বক্তব্য ফিরিয়ে নিয়ে বলেন, "আমি বাংলায় ঢুকতে দেব না কথাটা উইড্র করছি । আমার মনে এত জ্বালা হয়েছে তাই এ কথা বলেছিলাম ।"