পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

'আমার মনে এত জ্বালা', মোদিকে বিঁধে কী বললেন মমতা ? - Lok Sabha Election 2024 - LOK SABHA ELECTION 2024

Mamata Banerjee Slams Narendra Modi: একই লোকসভা কেন্দ্রের দুই প্রান্তে নির্বাচনী প্রচারে দুই দলের প্রধান ৷ আমডাঙার জনসভা থেকে নরেন্দ্র মোদিকে একহাত নিলেন মমতা বন্দ্যোপাধ্যায় ৷ উঠে এল নাগরিকত্ব থেকে রাজ্যপাল ও সন্দেশখালি ইস্যু ৷

Narendra Modi, Mamata Banerjee
নরেন্দ্র মোদির সমালোচনায় সরব মমতা বন্দ্যোপাধ্যায় (ইটিভি ভারত)

By ETV Bharat Bangla Team

Published : May 12, 2024, 7:44 PM IST

আমডাঙা, 12 মে: নরেন্দ্র মোদিকে চাঁচাছোলা ভাষায় আক্রমণ করলেন মমতা বন্দ্যোপাধ্যায় । রবিবার ব্যারাকপুর নির্বাচন কেন্দ্রের দুই প্রান্তে সভা ছিল মোদি ও মমতার । মোদি ছিলেন ভাটপাড়ায় আর মমতা আমডাঙায় ৷ এদিন আমডাঙার সভা থেকে রাজ্যপাল থেকে সন্দেশখালি সব নিয়েই প্রধানমন্ত্রীকে আক্রমণ করলেন তৃণমূল সুপ্রিমো ।

এদিন আমডাঙার সভায় মমতা বন্দ্যোপাধ্যায় নাগরিকত্ব সংশোধনী আইন নিয়ে সরাসরি প্রধানমন্ত্রীকে বলেন, "ভাটপাড়ার সভায় শুনলাম তিনি নাকি গ্যারান্টি দিয়েছেন মতুয়াদের ক্যা করতেই হবে । আমি বলছি, গায়ের জোরে নাগরিকত্ব করা যাবে না । মতুয়ারা ইতিমধ্যেই নাগরিকত্ব পেয়ে গিয়েছে । ওরা নাগরিক । আপনি প্রধানমন্ত্রী হয়ে ওদের নাগরিকত্ব কাটতে এসেছেন, লজ্জা করে না । ওরা আপনাকে ভোট দিয়েছিল । আইনটা পড়েন ? কখনও পড়ে দেখেন ? কয়েকজন দালাল আছে, ফিসফিস করে তারা যা বলে তাই শোনেন । আপনি নিজে কিছু দেখেন না । আমার মতুয়া ভাই-বোনদের গায়ে হাত দিলে আমার গায়ে হাত দেওয়া হবে ।"

মোদির বলা মাইনরিটি সংরক্ষণ নিয়েও এদিন সরব হন মমতা । তৃণমূল সুপ্রিমো চ্যালেঞ্জের সুরে মোদিকে বলেন, "আপনার ক্ষমতা থাকলে আপনি মাইনোরিটি বেল্টে দাঁড়িয়ে কথা বলুন । হিন্দু-মুসলমানে ভাগাভাগি করেন, লজ্জা করে না ? অশান্তি দিয়ে তো শুরু হয়েছিল আপনার জীবন । কত লোক মেরেছেন, কত লোকের রক্ত মিশে আছে ৷ আজও তাদের আত্মা কেঁদে বেড়াচ্ছে । আমার রাজনৈতিক বুদ্ধি খুব সীমিত । আমি কাজটা অন্যভাবে অনেকদিন আগে করে দিয়েছি । দশ বছর আগে ওবিসি সংরক্ষণ বাংলায় হয়েছে । তার জন্য জেনারেল কাস্টের কোটা বাড়িয়েছি । আর মুসলিমরা কখনওই এ ধরনের আচরণ করে না । এটা মাথায় রাখবেন ।"

এদিন মমতা বন্দ্যোপাধ্যায় স্পষ্ট ভাষায় বলেন, "নাগরিকত্ব যদি দিতে চান নিঃশর্ত নাগরিকত্ব দিন । আপনি ক্যা করে মানুষকে বিদেশি করতে চাইলে আপনাকে বাংলায় ঢুকতে দেব না । আপনি প্রধানমন্ত্রী হিসেবে আসতেই পারেন কিন্তু একজন বিজেপি নেতা হিসেবে আপনি আগুন জ্বালাতে পারেন না ।" যদিও এই কথা বলার পর মুখ্যমন্ত্রী নিজের বক্তব্য ফিরিয়ে নিয়ে বলেন, "আমি বাংলায় ঢুকতে দেব না কথাটা উইড্র করছি । আমার মনে এত জ্বালা হয়েছে তাই এ কথা বলেছিলাম ।"

এদিন মুখ্যমন্ত্রীর বক্তব্যে সন্দেশখালি প্রসঙ্গও উঠে এসেছে । মাদারস ডে-তে মা-বোনেদের সম্মান জানিয়ে প্রধানমন্ত্রীকে আক্রমণ করে বলেন, "আমাদের কে নাকি বলেছে সব মন্দির ভেঙে দেবে... এতই সোজা । ব্যক্তি কে কী বলল তাতে কী যায় আসে ! আগে নিজের দিকে তাকিয়ে দেখুন । সন্দেশখালিতে মা-বোনেদের সম্মান কীভাবে নষ্ট করেছেন টাকার বিনিময়ে ! লজ্জা করে না ? যে মা-বোনেদের অসম্মান করে তার মুখে বড় বড় কথা । এখনও সন্দেশখালি নিয়ে মিথ্যে কথা বলে যাচ্ছেন । সন্দেশ তো আপনার জন্য অপেক্ষা করছে শুধু রেজাল্টটা মিলিয়ে নেবেন ।"

এদিন রাজভবন নিয়ে বিস্ফোরক বক্তব্য রাখেন মমতা । তিনি বলেন, "প্রধানমন্ত্রীর প্রতিনিধি রাজভবনের লাটু সাহেব... মেয়েরা যেতে পারছে না ভয়ে । সাংবিধানিক সংকটের মধ্যে পড়েছি । আমার প্রয়োজন থাকলেও অন্য জায়গায় কথা বলতে হবে । কিন্তু রাজভবনে ঢুকতে পারছি না । কারণ, ভয় পাচ্ছি । এই রাজ্যপালের যেসব কীর্তি কেলেঙ্কারি বেরিয়েছে তার জন্য । আজ কোনও মহিলা রাজভবনে যেতে চাইছেন না । কী প্রধানমন্ত্রী ! আপনার উচিত ছিল না তাঁকে পদত্যাগ করিয়ে সরিয়ে দেওয়া ৷"

প্রসঙ্গত, এদিন বিকেল তিনটেয় সভা থাকলেও নির্ধারিত সময়ের আগেই পৌঁছে যান মুখ্যমন্ত্রী । তিনি জানান, ঝড়-বৃষ্টি হওয়ার কথা রয়েছে তাই আগেভাগেই সভা করছেন ৷ পরবর্তীতে লোকজন এখানে এলে তাঁর বক্তব্যের রেকর্ডিং যেন তাদের শুনিয়ে দেওয়া হয় বলেও জানিয়ে যান মমতা ।

আরও পড়ুন :

  1. ডানলপ অধিগ্রহণ আটকে রেখেছে বিজেপি সরকার, মোদিকে কড়া আক্রমণ মমতার
  2. অন্ডালে অমিত শাহকে অভ্যর্থনা কয়লা মাফিয়ার ! তৃণমূলের পোষ্ট ঘিরে তুলকালাম
  3. 'রাজ্যপাল ডাকলেও রাজভবনে যাব না, রুচিতে বাধবে', তোপ মমতার

ABOUT THE AUTHOR

...view details