পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

আপ-কংগ্রেস দ্বৈরথের প্রশ্নে 'ইন্ডিয়া'কে শুভেচ্ছা জানালেন মুখ্যমন্ত্রী মমতা - CM MAMATA BANERJEE

নবান্নে আপ-কংগ্রেসের মধ্যে দ্বন্দ্বের প্রশ্নে সব রাজনৈতিক দলের প্রতি সমান শ্রদ্ধা রাখার কথা জানালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ৷ সমস্ত দলকে নববর্ষের শুভেচ্ছাও জানিয়েছেন তিনি ৷

CM Mamata Banerjee
মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (ছবি সৌজন্য: মুখ্যমন্ত্রীর ফেসবুক)

By ETV Bharat Bangla Team

Published : Dec 26, 2024, 8:58 PM IST

কলকাতা, 26 ডিসেম্বর: বিজেপি-বিরোধী ইন্ডিয়া ব্লকে ভাঙন ধরেছে ৷ দিল্লিতে বিধানসভা ভোটকে কেন্দ্র করে আম আদমি পার্টির (আপ) সঙ্গে কংগ্রেসের বিবাদে উত্তপ্ত রাজনীতি ৷ আপ কংগ্রেসকে 'ইন্ডিয়া' ব্লক থেকে সরানোর দাবি তুলবে বলে হুঁশিয়ারিও দিয়েছে ৷ এই পরিস্থিতিতে তিনি কী মনে করছেন ? বৃহস্পতিবার নবান্নে এক সাংবাদিকের এই প্রশ্নের মুখোমুখি হলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ৷

সঙ্গে সঙ্গে তিনি জানিয়ে দেন, এই জায়গা রাজ্য সরকারের ৷ এখানে রাজনীতির প্রশ্ন নয় ৷ তিনি বলেন, "এটা সরকারি প্ল্যাটফর্ম ৷ এখানে আমি রাজনৈতিক বিষয় নিয়ে আলোচনা করতে পারি না ৷" বছরের শেষ দিকে একাধিক বিধানসভা নির্বাচনকে ঘিরে ইন্ডিয়া ব্লকের সদস্য দলগুলির মধ্যে অসন্তোষ দেখা দিয়েছে ৷

মহারাষ্ট্র তথা দেশের প্রবীণ রাজনৈতিক নেতা শরদ পাওয়ার থেকে শুরু করে বিহারের প্রাক্তন মুখ্যমন্ত্রী লালুপ্রসাদ যাদব- ইন্ডিয়া ব্লকের নেতা হিসেবে মমতা বন্দ্যোপাধ্যায়ের নাম উল্লেখ করেছেন ৷ আবার বিচ্ছিন্নভাবে তাদের মধ্যে থেকেই উঠছিল কংগ্রেসের বিরোধিতার প্রসঙ্গ ৷ এদিন দিল্লি বিধানসভা ভোটে কংগ্রেস বিজেপির সঙ্গে জোটবদ্ধভাবে আপকে হারানোর চেষ্টা করছে বলে অভিযোগ করেছে আপ ৷ এদিন সেই বিষয় নিয়ে প্রশ্ন করা হলে সুকৌশলে তা এড়িয়ে যান মমতা বন্দ্যোপাধ্যায় ৷ বরং বিতর্ক এড়িয়ে সকলকে একসঙ্গে চলার বার্তা দিলেন তিনি ৷

'ইন্ডিয়া'র সদস্য দেশগুলির উদ্দেশ্যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, "সব রাজনৈতিক দলকেই আমি সমান শ্রদ্ধা করি ৷ আমি সবাইকে নতুন বছরের শুভেচ্ছা জানাচ্ছি ৷ নতুন বছর সবার ভালো করে শুরু হোক ৷ নতুন বছর তাদের জন্য আরও বেশি আনন্দ বয়ে আনুক ৷" তৃণমূল সুপ্রিমোর এই বক্তব্যকে তাৎপর্যপূর্ণ বলে মনে করছে রাজনৈতিক বিশেষজ্ঞদের একাংশ ৷ একদিকে তিনি রাজনৈতিক দলগুলিকে শুভেচ্ছা জানিয়েছেন, অন্যদিকে তিনি রাজনৈতিক বিতর্ক এড়িয়ে গিয়েছেন ৷

ABOUT THE AUTHOR

...view details