বোলপুর, 24 সেপ্টেম্বর:অনুব্রত বাড়ি ফেরার দিনই বীরভূম জেলা সফরে মমতা বন্দ্যোপাধ্যায় ৷ মঙ্গলবার প্রশাসনিক বৈঠক করে বন্যায় মৃতদের পরিবার-পিছু আর্থিক সাহায্যের কথা জানালেন মুখ্যমন্ত্রী ৷ এদিন তিনি বলেন, "বন্যায় যে 28 জনের মৃত্যু হয়েছে , তাদের পরিবারপিছু 2 লক্ষ টাকা করে আর্থিক সাহায্য করা হবে ৷ বন্যায় ভেঙে গিয়েছে এমন 1-2 লক্ষ বাড়ি তৈরি করে দেওয়া হবে ৷ এছাড়া, জল সরে গেলে কৃষকদের যে ফসলের ক্ষতি হয়েছে, তা খতিয়ে দেখে ক্ষতিপূরণ দেবে রাজ্য সরকার ৷ এছাড়াও যারা কেন্দ্রের আবাস যোজনার ঘর পাননি তাঁদেরও বাড়ি তৈরির জন্য 11 লক্ষ টাকা করে দেওয়া হবে ৷"
তবে, এদিন বীরভূম ও মালদার পরিযায়ী শ্রমিক নিয়ে বিস্ফোরক অভিযোগ করেন মমতা বন্দ্যোপাধ্যায় ৷ এই বিষয়ে তাঁর অভিযোগ, "মধ্যপ্রদেশ, রাজস্থান, উত্তরপ্রদেশ থেকে হত্যা করে ডেডবডি বাংলায় পাঠিয়ে দিচ্ছে । মালদায় একটা মৃতদেহ আনা যায়নি ৷ মাথা ও দেহ আলাদা করে দিয়েছিল ৷ পরিযায়ী শ্রমিক যারা মারা গিয়েছে, তাদের পরিবারকে 2 লক্ষ টাকা করে দেবে সরকার । টাকাটা বড় কথা নয়, টাকা দিয়ে সব হয় না ৷ তবে ওই পরিবারগুলোর পাশে থাকা যায় কিছুটা ।"