পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

রেড রোডে বর্ণাঢ্য কার্নিভাল, স্বমেজাজেই মমতা - DURGA PUJA CARNIVAL

প্রতিবারের মতো এবারও রেড রোডে আয়োজিত হল বর্ণাঢ্য কার্নিভাল ৷ উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ৷ এছাড়াও ছিলেন সেলিব্রিটি থেকে বহু সাধারণ মানুষ ৷

Durga Puja Carnival
রেড রোডে বর্ণাঢ্য কার্নিভাল, স্বমেজাজেই মমতা (ইটিভি ভারত)

By ETV Bharat Bangla Team

Published : Oct 15, 2024, 8:33 PM IST

কলকাতা, 15 অক্টোবর: গত কয়েক বছর ধরেই দুর্গাপুজোর বিসর্জন কার্নিভালকে ঘিরে রাজ্য তথা দেশবাসীর চোখ থাকে কলকাতার দিকে । এই কার্নিভাল তাই রাজ্যের বাৎসরিক ক্যালেন্ডারে বাড়তি গুরুত্ব যোগ করেছে । বিশেষ করে হাজার হাজার মানুষের যোগদান, বিদেশি পর্যটকদের হাজিরা, সব মিলিয়ে অর্থনীতির একটা সম্ভাবনাও থাকে এই বিসর্জন কার্নিভালকে কেন্দ্র করে ।

কিন্তু এবছরের পরিস্থিতি অনেকটা আলাদা৷ কারণ, আরজি কর-কাণ্ডের পর থেকেই প্রতিবাদে উত্তাল হয়ে রয়েছে কলকাতা ৷ কর্মবিরতি থেকে জুনিয়র ডাক্তারদের অনশন-আন্দোলন, নানা কর্মসূচি চলছে মহানগরে৷ তাই এ দিনের কার্নিভাল নিয়ে অন্য আগ্রহ ছিল সকলের মধ্যে ৷ সেখানে কী হয়, কারা উপস্থিত থাকেন, কোন কোন পুজো কমিটি অংশ নেন সেদিকেই নজর ছিল সকলের ৷

রেড রোডে দুর্গাপুজো কার্নিভালে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্য়ায়৷ (নিজস্ব চিত্র)

মঙ্গলবার রেড রোডে রাজ্য সরকারের আয়োজিত দুর্গাপুজো কার্নিভাল শুরু হয় বিকেল চারটের নির্ধারিত সময়ের কিছুটা পরে । মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যখন রেড রোডে পৌঁছান, তখনও শুরু থেকে শেষ অবধি দুর্গাপুজো কার্নিভালের একটা বড় অংশ ছিল ফাঁকা । মুখ্যমন্ত্রীর লেখা গানে সৌরভ জায়া ডোনা গঙ্গোপাধ্যায়ের নাচ দিয়ে শুরু হয় এবারের বিসর্জন কার্নিভাল । মঞ্চে তখন মুখ্যমন্ত্রীর পাশে গুটিকয়েক সেলিব্রিটি ।

রেড রোডে বর্ণাঢ্য কার্নিভাল (নিজস্ব চিত্র)

প্রথমে আসে বাদামতলা আষাঢ় সংঘ । এরপর একে একে এসেছে দমদম পার্ক তরুণ দল, ফরওয়ার্ড ক্লাব ইত্যাদি । প্রত্যেক ক্লাব রেড রোডে তৈরি মুখ্যমন্ত্রীর মঞ্চের সামনে এসে মিমিট খানেকের পারফর্ম করেছে । তারপর সেই গাড়ির শোভাযাত্রা এগিয়ে গিয়েছে বাবুঘাটের দিকে বিসর্জনের জন্য । যত সময় এগিয়েছে, রেড রোডে ভিড় বেড়েছে । বিকেলের শূন্যস্থান ক্রমশ সন্ধে নামার আগেই হাউসফুল হয়েছে ।

রেড রোডে দুর্গাপুজো কার্নিভালে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্য়ায়৷ (নিজস্ব চিত্র)

একের পর এক নজর করা পারফরম্যান্স হয়েছে । কোথাও নাচে অংশগ্রহণ করেছেন বড়পর্দা থেকে ছোটপর্দার অভিনেতা- অভিনেত্রীরা । মুখ্যমন্ত্রীকেও মঞ্চে দেখা গিয়েছে নাচের তালে তালে সংগত দিতে । মঞ্চে তখন তাঁর পাশে দলের সাংসদ জুন মালিয়া, রচনা বন্দ্যোপাধ্যায়, প্রাক্তন সাংসদ নুসরত থেকে শুরু করে এক ঝাঁক পরিচিত মুখ উপস্থিত ছিলেন । ওখানে দাঁড়িয়েই মুখ্যমন্ত্রী কখনও শোভাযাত্রায় থাকা বাচ্চাদের কোলে তুলে নিয়েছেন দিয়েছেন চকোলেট, কোথাও পাখা দিয়ে করেছেন হাওয়া, আবার কখনও ডান্ডিয়া আর তালে তালে মঞ্চে নাচে মাততেও দেখা গিয়েছে ।

রেড রোডে বর্ণাঢ্য কার্নিভাল (নিজস্ব চিত্র)

মুখ্যমন্ত্রীর বিসর্জন কার্নিভাল যখন গ্ল্যামার আর বিনোদনের ছটা ছড়াচ্ছে, ঠিক তখন ধর্মতলায় রানি রাসমণি রোডে দ্রোহ কার্নিভালে হাজার হাজার মানুষ উপস্থিত হয়েছে । সেখানে উঠছে নারী অধিকারের পক্ষে স্লোগান । কোথাও উঠছে বিচারের দাবি, কোথাও আবার সরকারের বিরুদ্ধে চোখাচোখা আক্রমণ ।

ABOUT THE AUTHOR

...view details