মালদা, 30 ডিসেম্বর: বাংলায় একটা প্রবাদ আছে, ছেঁড়া কাঁথায় শুয়ে লাখ টাকার স্বপ্ন দেখা ৷ অর্থাৎ যা অবাস্তব ৷ কিন্তু তা কি কখনও বাস্তব হতে পারে না ? ছেঁড়া কাঁথা না হলেও রেল কোয়ার্টারের দশ ফুট বাই দশ ফুট ঘরে শুয়ে তেমনই স্বপ্ন দেখেছিল চোদ্দ বছরের অনুষ্কা ৷ স্বপ্ন দেখেছিল, কোনওদিন সে মিস ওয়ার্ল্ড প্রতিযোগিতার মঞ্চ দাপাচ্ছে ৷ 16 বছর বয়সে তার সেই স্বপ্ন কিছুটা হলেও বাস্তব হতে চলেছে ৷ জানুয়ারিতে ইন্দোরে অনুষ্ঠিত হতে চলা জুনিয়র মিস ইন্ডিয়া প্রতিযোগিতার র্যাম্পে হাঁটার সুযোগ পেয়েছে সে ৷
মালদা শহরের ঝলঝলিয়া রেল আবাসনের কালীবাড়ি কলোনির কোয়ার্টারের বাসিন্দা অনুষ্কা শংকর ৷ সিস্টার নিবেদিতা পাবলিক স্কুলের দশম শ্রেণির ছাত্রী সে ৷ বাবা অজয় শংকর রেলের সিগন্যাল বিভাগের সিনিয়র সেকশন ইঞ্জিনিয়ার ৷ মা কবিতা কুমারি ঘরের কাজ সামাল দেন ৷ অনুষ্কা তাঁদের একমাত্র মেয়ে ৷ বছর দুয়েক আগে স্কুলের একটি অনুষ্ঠানে তাকে মঞ্চে মহারাষ্ট্রের ফ্যাশন উপস্থাপন করার নির্দেশ দেওয়া হয় ৷ তখনই ফ্যাশন শোয়ে নিয়মিত অংশ নেওয়ার চিন্তাভাবনা অনুষ্কার মাথায় ঢুকে যায় ৷ দু'বছরে একাধিক ফ্যাশন শোয়ে অংশ নিয়েছে সে ৷ একের পর এক পুরস্কার তার লক্ষ্য এগিয়ে নিয়ে গিয়েছে আরও সামনের দিকে ৷
ইটিভি ভারতকে অনুষ্কা বলে, "সামনেই আমার বোর্ড পরীক্ষা ৷ সময় ধরে আর নিয়ম মেনে দু'দিকটাই বজায় রাখছি ৷ টাইম ম্যানেজমেন্ট সত্যিই বড় বিষয় ৷ মডেলিং আমার শখ ৷ একে ছাড়তে পারব না ৷ তাই রুটিন তৈরি করে কিছু সময় মডেলিং আর কিছু সময় পড়াশোনার জন্য ভাগ করে নিয়েছি ৷ স্কুলে প্রথম মডেলিং করলেও অনলাইনে দেখে দেখে এই নেশা আমার মাথায় চেপে বসে ৷ মালদা, কলকাতা, জলপাইগুড়িতে শো করেছি ৷ দু'বার জয়পুর গিয়েছি ৷ জানুয়ারিতে ইন্দোরে যাব ৷"
দু'বছরের মডেলিং জার্নির কথাও অনুষ্কা ভাগ করে নেয় ৷ সে বলে, "প্রথমে মালদা আর কলকাতায় ফ্যাশন শোয়ে অংশ নিলেও প্রথম তিনে পৌঁছতে পারিনি ৷ তারপর প্রথমবার মিস মালদা নির্বাচিত হই ৷ জয়পুরে রয়্যাল প্রোডাকশন হাউসের তরফে মডেলিং শোয়ের আয়োজন করা হয়েছিল ৷ সেখানে প্রথম রানার আপ হই ৷ সম্প্রতি এফএসএস জয়পুরে মিস টিন ফরএভার ইউনিভার্স প্রতিযোগিতার আয়োজন করেছিল ৷ সেখানে অনলাইনে সিটি ফিনালের আয়োজন ছিল ৷ সেখানে মালদা থেকে আমি নির্বাচিত হই ৷ তারপর আমাকে জয়পুরে ডেকে পাঠানো হয় ৷ সেখানে আমি পশ্চিমবঙ্গের হয়ে মিস টিন ফরএভার ইউনিভার্স নির্বাচিত হই ৷ সেখানে মোট 65 জন প্রতিযোগী ছিলেন ৷ আমি ভবিষ্যতে প্রফেশনাল মডেল হতে চাই ৷ সেটা আমার স্বপ্ন ৷"