পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

628 বছরে মাহেশের রথ, রীতি মেনে পুরীর পরেই টান পড়ল দড়িতে - Rath Yatra 2024 - RATH YATRA 2024

Mahesh Rath Yatra 2024: 628 বছরের পুরনো রথযাত্রা পালিত হল মাহেশে ৷ জগন্নাথ-বলরাম-সুভদ্রা সুসজ্জিত রথে চড়ে রওনা দিলেন মাসির বাড়ির উদ্দেশে ৷

Mahesh Ratha Yatra 2024
মাহেশের রথযাত্রা (ইটিভি ভারত)

By ETV Bharat Bangla Team

Published : Jul 7, 2024, 9:28 PM IST

শ্রীরামপুর, 7 জুলাই: পুরীর পর ভারতের দ্বিতীয় প্রাচীনতম রথ উৎসব পালিত হয় মাহেশের রথকে ঘিরে ৷ পুরী মন্দির থেকে জগন্নাথ, বলরাম ও সুভদ্রার রথ বেরোতেই প্রাচীন মাহেশের রথের রশিটে টান পড়ে ৷ অন্যথা হল না এবারও ৷ রীতি মেনে রথের দড়ি একবার ছোঁয়ার জন্য রবিবার মাহেশের রথে ছিল লক্ষাধিক পুণ্যার্থীর ভিড় ৷

মাহেশের রথযাত্রাকে ঘিরে ভক্তদের ভিড় (ইটিভি ভারত)

628 বছরে পা দিল মাহেশের রথযাত্রা। মাহেশে যে রথে চড়ে জগন্নাথ, বলরাম ও সুভদ্রা মাসির বাড়ি যান সেই রথ মার্টিন বার্ন কোম্পানির তৈরী ৷ 138 বছর আগে এই কোম্পানি লোহার রথ বানিয়ে দেয় ৷ তার আগে যদিও কাঠের রথই ব্যবহার হত ৷ বর্তমানে এই রথের দেখভাল করেন কলকাতা শ্যামবাজারের বসু পরিবার। সেই পরিবারের সদস্য বিশ্বজিৎ বসু বলেন, "প্রথা মেনে এই রথের উৎসব পালন করা হচ্ছে ৷ পূর্ব পুরুষেরা যে পথ দেখিয়ে দিয়ে গিয়েছেন, সেইভাবে আমরা কর্তব্য পালন করে চলেছি ৷ বংশ পরম্পরায় রথের উৎসবে অংশগ্রহণ করে বসু পরিবার ৷"

মন্দিরের সেবাইত তমাল অধিকারী বলেন, "জগন্নাথ দেবের রথযাত্রা উপলক্ষ্যে প্রচুর ভক্তের সমাগম হয় এখানে ৷ এবারও তার ব্যতিক্রম হয়নি ৷ মহাপ্রভুকে এক ঝলক দেখার জন্য সকাল থেকে ভক্তদের ভিড় বাড়তে থাকে ৷" এদিন জগন্নাথ, বলরাম, সুভদ্রাকে একাধিক সোনার গয়না, সোনার মুকুটে রাজবেশে সাজিয়ে রথে তোলা হয় ৷ মাহেশের জগন্নাথ দেব রথে চড়ে পাড়ি দেয় মাসির বাড়ির দিকে। অগণতি ভক্তদের ভিড়ে যাতে কোনও অপ্রীতিকর ঘটনা না ঘটে, সেজন্য কড়া নিরাপত্তায় মুড়ে ফেলা হয় এলাকা ৷

বিভিন্ন জায়গায় ছিল নাকা চেকিংয়ের বন্দোবস্ত। সিসিটিভি ক্যামেরা, ওয়াচ টাওয়ারের পাশাপাশি একাধিক জায়গায় ড্রোনের মাধ্যমে নজরদারি চালায় পুলিশ । মহিলা পুলিশ-সহ এক হাজার পুলিশ মোতায়েন করা হয় চন্দননগর পুলিশ কমিশনারেটের তরফে । শ্রীরামপুরের একাধিক ঘাটে পুলিশ মোতায়ন করা হয়। রাস্তার দু'পাশে ভক্তদের জন্য খোলা হয় জলছত্র ৷

জানা যায়, স্বপ্নাদেশে পাওয়া দারু (নিম) কাঠ দিয়ে তৈরী জগন্নাথ, বলরাম, সুুভদ্রার মূর্তি ছয় শতকেরও বেশি সময় ধরে পূজিত হয়ে আসছে মাহেশে ৷ কথায় বলে খিচুড়ি, অন্ন, পায়েস এই তিন নিয়ে মাহেশ। রথযাত্রায় জগন্নাথ মন্দিরের পাশে স্থানপিঁড়ির মাঠে বসেছে মেলা। সকাল থেকে চলছে পুজো পাঠ, প্রথা মেনে ভক্তরা ভিড় জমিয়েছেন জগন্নাথ মন্দিরে।

ABOUT THE AUTHOR

...view details