পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

নামে অর্জুন, মনের জোরেও; সাপের ছোবল খেয়ে হাসপাতালে বসে দিল মাধ্যমিক - মাধ্যমিক পরীক্ষা

Madhyamik Exam 2024: হাসপাতালে বসে ইতিহাস পরীক্ষা দিল মাধ্যমিক পরীক্ষার্থী ৷ গতকাল রাতে তাকে সাপে কামড়ায় ৷ পূর্ব বর্ধমানের ভাতারের ঘটনায় মধ্যশিক্ষা পর্ষদের অনুমতিতে হাসপাতাল থেকে বসেই পরীক্ষা দিল ভাতার বয়েজ স্কুলের পরীক্ষার্থী অর্জুন মাঝি ৷ পরীক্ষা কেন্দ্রের এক শিক্ষক হাসপাতালে গিয়ে তার পরীক্ষা নিয়েছেন ৷ Madhyamik Examinee Gives History Exam from Hospital Bed After Snake Bites in Bardhaman

ETV BHARAT
ETV BHARAT

By ETV Bharat Bangla Team

Published : Feb 5, 2024, 6:49 PM IST

বর্ধমান, 5 ফেব্রুয়ারি: নামেই শুধু অর্জুন নয় ৷ তার লক্ষ্য ও মনের জোরও যে অর্জুনের সমান, তা প্রমাণ করল মাধ্যমিক পরীক্ষার্থী অর্জুন মাঝি ৷ হাসপাতালের শয্যায় বসেই পরীক্ষা দিল সে ৷ ঘুমের মধ্যে গভীর রাতে সাপে কামড়ায় মাধ্যমিক পরীক্ষার্থী অর্জুন মাঝিকে ৷ তড়িঘড়ি তাকে হাসপাতালে নিয়ে যান পরিবারের সদস্যরা ৷

কিন্তু, রাত পোহালেই যে মাধ্যমিকের ইতিহাস পরীক্ষা ৷ বাংলা ও ইংরেজি হয়ে গিয়েছে ৷ কিন্তু, ইতিহাস পরীক্ষা দিতে না পারলে, পুরো বছরটাই যে নষ্ট ৷ তাই স্কুলের সঙ্গে যোগাযোগ করে পরিবার ৷ এরপর পরীক্ষা কেন্দ্রের সহযোগিতায় জেলা স্কুল শিক্ষা দফতরের অনুমতিতে হাসপাতাল থেকেই ইতিহাস পরীক্ষা দিল অর্জুন ৷ ঘটনাটি ঘটেছে পূর্ব বর্ধমান জেলার ভাতারে ৷

ভাতার বয়েজ স্কুলের মাধ্যমিক পরীক্ষার্থী অর্জুন মাঝি ৷ রবিবার রাতে ঘুমের মধ্যে চিৎকার করে ওঠে সে ৷ অর্জুনের চিৎকারে বাড়ির বাকিরা ঘুম থেকে উঠে পড়েন ৷ সে জানায় পায়ে কিছু একটা কামড়েছে ৷ এর পরেই তার বাবা-মা দেখে পায়ে সাপের কামড়ের দাগ ৷ দ্রুত অর্জুনকে ভাতার স্টেট জেনারেল হাসপাতালে নিয়ে যাওয়া হয় ৷ সেখানেই বর্তমানে চিকিৎসাধীন রয়েছে সে ৷ আপাতত বিপদমুক্ত অর্জুন ৷ কিন্তু, আজ মাধ্যমিকের ইতিহাস পরীক্ষা ছিল ৷ পরীক্ষা না দিতে পারলে পুরো বছরটাই নষ্ট হয়ে যাবে ৷

তাই বাড়ির তরফে অর্জুনের স্কুলের সঙ্গে যোগাযোগ করা হয় ৷ স্কুল কর্তৃপক্ষের তরফে যোগাযোগ করা হয় বলগোনা হাইস্কুলে ৷ সেখানেই অর্জুনের মাধ্যমিক পরীক্ষার সিট পড়েছে ৷ সেই মতো, পরীক্ষা কেন্দ্র থেকে ওই এলাকার মাধ্যমিক শিক্ষা পর্ষদের কনভেনর এবং সেন্টারের পর্যবেক্ষককে বিষয়টি জানানো হয় ৷ তাঁদের অনুমতিতে স্কুলের একজন শিক্ষক হাসপাতালেই প্রশ্ন ও উত্তরপত্র নিয়ে পৌঁছে যান নির্দিষ্ট সময়ে ৷ অসুস্থ থাকলেও, মনের জোরেই হাসপাতালের শয্যায় বসে ইতিহাস পরীক্ষা দিল অর্জুন ৷

অর্জুনের বাবা উৎপল মাঝি বলেন, "আমার ছেলে অর্জুন মাঝি এবারে মাধ্যমিক পরীক্ষা দিচ্ছে ৷ গতকাল রাতে ওকে সাপে কামড়ায় ৷ রাতেই হাসপাতালে ভরতি করা হয় ৷ কিন্তু ও ভয়ে আতঙ্কিত হয়নি ৷ মনের জোরে পরীক্ষায় বসেছে ৷ হাসপাতালে বসেই পরীক্ষা দিচ্ছে ৷" শিক্ষক দেবাশিস চক্রবর্তী বলেন, "আমি হাসপাতালে গার্ড দিতে এসেছি ৷ মাধ্যমিক পরীক্ষার্থী অর্জুন মাঝিকে সাপে কামড়েছে ৷ তার চিকিৎসা চলছে ৷ আপাতত সে সুস্থ আছে ৷ ভাতার হাসপাতালে বসেই পরীক্ষা দিচ্ছে ৷"

আরও পড়ুন:

  1. মাধ্যমিকের পর উচ্চ মাধ্যমিকেও প্রশ্নফাঁস রুখতে নয়া নিয়ম, কড়া পদক্ষেপ সংসদের
  2. পরীক্ষাকেন্দ্র থেকে উধাও মাধ্যমিক পরীক্ষার্থী, কলেজ পড়ুয়া প্রেমিকার বিরুদ্ধে অপহরণের অভিযোগ
  3. প্রশ্ন ফাঁসের অভিযোগে পর্ষদের জালে 12, বাতিল হল পরীক্ষা

ABOUT THE AUTHOR

...view details