পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

মাধ্যমিক পরীক্ষা চলাকালীন পেটে ব্যথা, চিকিৎসারত অবস্থায় মৃত্যু পড়ুয়ার - MADHYAMIK STUDENT DEATH

পরীক্ষা ভালোই হচ্ছিল ৷ তার মাঝে হঠাৎ পেট ব্যথা নিয়ে হাসপাতালে ভর্তি হতে হয় অভিজিৎকে ৷ দু'দিন না যেতেই মৃত্যু হল তার ৷

Madhyamik Examinee Death in Jalpaiguri
প্রতীকী ছবি (ইটিভি ভারত)

By ETV Bharat Bangla Team

Published : Feb 19, 2025, 3:18 PM IST

জলপাইগুড়ি, 19 ফেব্রুয়ারি: চিকিৎসারত অবস্থায় বুধবার মৃত্যু হল এক মাধ্যমিক পরীক্ষার্থীর । মৃতের নাম অভিজিৎ রায় (16)। অভিজিতের বাড়ি ময়নাগুড়ি ব্লকের রামশাই গ্রাম পঞ্চায়েতের উত্তরকালামাটি এলাকায় ।

জানা গিয়েছে, বাংলা ও অঙ্ক পরীক্ষা ভালোই দিয়েছিল অভিজিৎ । মাধ্যমিকের অঙ্ক পরীক্ষার দিন ভোরবেলায় প্রচণ্ড পেটে ব্যথা হয় তার । এরপর তাকে ময়নাগুড়ি গ্রামীণ হাসপাতালে নিয়ে আসা হয় । সেখানে চিকিৎসাধীন থাকার পর সুস্থ হয়ে বাড়িও ফিরেছিল অভিজিৎ ৷ এরপর বাড়িতে ফিরে আবার পেটের যন্ত্রণা শুরু হয় ।

এরপর তাকে ময়নাগুড়ি থেকে জলপাইগুড়ি সুপার স্পেশালিটি হাসপাতালে নিয়ে আসা হয় । সেখান থেকে মঙ্গলবার জলপাইগুড়ি বজরাপাড়ার বেসরকারি নার্সিংহোমে ভর্তি করা হয় ৷ পরিস্থিতি বুঝে কয়েকজন ডাক্তার মিলে মেডিক্যাল বোর্ড গঠন করে চিকিৎসা শুরু করেন ৷ কিন্তু চিকিৎসায় কোনওভাবে সাড়া দেয়নি মাধ্যমিক পরীক্ষার্থী । এরপর আজ বুধবার ভোরে মারা যায় অভিজিৎ । ময়নাগুড়ি রামশাইয়ের চ্যাংমারি হরেন্দ্রনাথ হাইস্কুলের ছাত্র অভিজিৎ রায়ের মাধ্যমিকের সিট পড়েছিল পানবাড়ি হাইস্কুলে ।

এই বিষয়ে বেসরকারি নার্সিংহোমের চিকিৎসক ডাঃ রজত ভট্টাচার্য বলেন, "অভিজিৎ রায় নামে এক মাধ্যমিক পরীক্ষার্থী পেটের যন্ত্রণা নিয়ে মঙ্গলবার বিকেলে নার্সিংহোমে ভর্তি হয় । সেই সময় ছেলেটির অবস্থা ছিল খুব সঙ্গীন ৷ ব্লাড প্রেসার খুব কম ছিল । পেটে ইনফেকশন ছিল । আজ ভোরের দিকে শারীরিক অবস্থার অবনতি হয় ৷ তারপরই মৃত্যু হয় তার । খাদ্যনালীতে বড় ফুটো হয়ে গিয়েছিল । অনেক চেষ্টা করেও আমরা পারলাম না ।"

অভিজিতের বাবা সদারু রায় বলেন, "মাধ্যমিকের দুটো পরীক্ষা ভালোই দিয়েছিল । তৃতীয় পরীক্ষার দিন ভোরবেলা থেকে অসহ্য পেটের যন্ত্রণা শুরু হয় । ময়নাগুড়ি গ্রামীণ হাসপাতাল থেকে সুস্থ হয়ে বাড়িও নিয়ে আসা হয়েছিল ৷ তারপর ফের অসুস্থ হয়ে পড়েছিল ও ৷ আমরা জলপাইগুড়ি সুপার স্পেশালিটি হাসপাতালে নিয়ে যাবার পর বেসরকারি নার্সিংহোমে ভর্তি করি । আজ ভোরে মারা যায় অভিজিৎ । অনেক চেষ্টা করেও ছেলেকে বাঁচাতে পারলাম না ।"

ABOUT THE AUTHOR

...view details