বিধাননগর, 28 জুন: স্ক্রুটিনির পর বদল এল মাধ্য়মিকের 12 হাজার উত্তরপত্রে । বদলে গেল এবারের মাধ্যমিক পরীক্ষার মেধাতালিকায় । 57 জনের তালিকা বেড়ে হল 64 জনের । মেধাতালিকায় চারজনের স্থান বদলও হল ৷ দক্ষিণ 24 পরগনার অলিভ গায়েন ছিল ষষ্ঠ স্থানে । সে উঠে এসেছে চতুর্থ স্থানে । দক্ষিণ দিনাজপুরের সত্য দে ছিল পঞ্চম স্থানে । সে চলে গিয়েছে ষষ্ঠ স্থানে এসেছে । আবৃত্তি ঘটক সপ্তম স্থান থেকে উঠে এসেছে ষষ্ঠ স্থানে । দক্ষিণ 24 পরগনার ঋতব্রত নাথ নবম থেকে উঠে এসেছে সপ্তম স্থানে ।
স্ক্রুটিনিতে 12 হাজার উত্তরপত্রে নম্বর বদল, মেধাতালিকায় বাড়ল পড়ুয়ার সংখ্যা (ইটিভি ভারত) শুক্রবার নিবেদিতা ভবনে সাংবাদিক বৈঠক করেন মধ্যশিক্ষা পর্ষদ সভাপতি রামানুজ গঙ্গোপাধ্যায় । সাংবাদিকদের মুখোমুখি হয়ে নতুন মেধাতালিকার কথা তুলে ধরেন তিনি । তিনি জানিয়েছেন, সাতজন মেধাতালিকায় এসেছে নতুন করে । মালদার শুভ্রজিৎ দাস দ্বাদশ স্থানে ছিল, সে সপ্তম স্থানে এসেছে । পূর্ব মেদিনীপুর থেকে সৌমাশিস দাসও দ্বাদশ স্থানে ছিল । সেখান থেকে সপ্তম স্থানে উঠে এসেছে সে ।
মালদা জেলার আকিভ তাহমিড উঠে এসেছে নবম স্থানে । অন্যদিকে দশম স্থানে উঠে এসেছে বেশ কিছুজন । দক্ষিণ 24 পরগনার সাগ্নিক সাহা, মালদার ধ্রুবজ্যোতি মণ্ডল, পূর্ব মেদিনীপুরের অনির্বাণ মণ্ডল ও সাগ্নিক মাইতি । সকলেই দশম স্থানাধিকারী । এবার রিভিউয়ের জন্য আবেদন জমা পড়েছিল 3508 । মোট উত্তরপত্র দেখা হয়েছে 14 হাজার 229 । অন্যদিকে স্ক্রুটিনির জন্য আবেদন জমা পড়েছিল 41 হাজার 781 । মোট উত্তরপত্র ছিল 1 লক্ষ 33 হাজার 492 । 1397 জন উত্তরপত্র দেখেছেন । স্ক্রুটিনির পর বদল এসেছে 12 হাজার 468 জনের খাতায় । 1238 জনের রিভিউ করার পর প্রাপ্ত নম্বরে বদল এসেছে ।
মধ্যশিক্ষা পর্ষদ সূত্রে খবর, একজন পরীক্ষার্থীর প্রায় 22 নম্বর বেড়েছে । পর্ষদের সভাপতি রামানুজ গঙ্গোপাধ্যায় বলেন, ‘‘যাদের অনেক নম্বর বেড়েছে, তাদের খাতা দু’বার করে চেক করেছি । ধরে নেওয়া হচ্ছে 63 লক্ষ উত্তরপত্র । তার মধ্যে 12 হাজার উত্তরপত্রে বদল এসেছে । তবে এটাও না হওয়াই কাম্য । কিন্তু আমরা দেখে এসেছি প্রত্যেক বছর এটা হচ্ছে । আমরা চেষ্টা করি যত সম্ভব এই ধরনের জিনিস ত্রুটিমুক্ত করা । এই বছর গতবারের তুলনায় পরীক্ষার্থীর সংখ্যা বেশি ছিল ।’’