পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

স্কুলের ব্যবস্থা করে দেওয়া গাড়িতে পরীক্ষা কেন্দ্রে পড়ুয়ারা, পরীক্ষার্থীদের শুভেচ্ছা জানালেন নগরপাল

Madhyamik Examination: শুক্রবার থেকে শুরু হল 2024 সালের মাধ্যমিক পরীক্ষা ৷ এবার পরীক্ষা শুরু হয়েছে সকাল 9টা 45 মিনিট থেকে ৷ কলকাতায় দু’টি পরীক্ষা কেন্দ্রে গিয়ে সামগ্রিক পরিস্থিতি খতিয়ে দেখেন নগরপাল বিনীত গোয়েল ৷

By ETV Bharat Bangla Team

Published : Feb 2, 2024, 1:24 PM IST

Madhyamik Examination
Madhyamik Examination

স্কুলের ব্যবস্থা করে দেওয়া গাড়িতে পরীক্ষা কেন্দ্রে পড়ুয়ারা, পরীক্ষার্থীদের শুভেচ্ছা জানালেন নগরপাল

কলকাতা, 2 ফেব্রুয়ারি: নির্বিঘ্নেই শুরু হল এবারের মাধ্যমিক পরীক্ষা ৷ অন্যান্যবারের চেয়ে এবার দু’ঘণ্টার বেশি এগিয়ে এসেছে পরীক্ষা শুরুর সময় ৷ ফলে কোথাও স্কুলের তরফে পরীক্ষার্থীদের যাতায়াতের জন্য বিশেষ ব্যবস্থা করা হল ৷ আবার কোথাও-কোথাও পুলিশ-প্রশাসন নজরদারি চালালেন যাতে পরীক্ষা কেন্দ্রে পৌঁছাতে পরীক্ষার্থীদের কোনও সমস্যা না হয় ৷ পরীক্ষা শুরুর আগে সামগ্রিক পরিস্থিতি সরেজমিনে খতিয়ে দেখেন স্বয়ং কলকাতার নগরপাল বিনীত গোয়েল ৷

মাধ্যমিককে ছাত্রজীবনের সবচেয়ে বড় পরীক্ষা হিসেবে ধরা হয় ৷ কারণ, এই প্রথম স্কুলের গন্ডি পেরিয়ে অন্য স্কুলে বসে পরীক্ষা দিতে হয় ছাত্রছাত্রীদের ৷ ফলে পরীক্ষা শুরুর আগে পর্যন্ত প্রত্যেক পড়ুয়া থেকে তাদের অভিভাবক, সকলেরই ভয় কাজ করে ৷ তার উপর এবার পরীক্ষার সময় এগিয়ে আনা হয়েছে ৷ অন্যবার বেলা 12টায় পরীক্ষা শুরু হয় ৷ কিন্তু এবার পরীক্ষা শুরু হয়েছে সকাল 9টা 45 মিনিটে ৷

এই গাড়িতেই হিন্দু স্কুলে পরীক্ষা দিতে এসেছে বঙ্গবাসী স্কুলের 6 পড়ুয়া৷

মধ্যশিক্ষা পর্ষদের তরফে জানিয়ে দেওয়া হয়েছে যে সকাল সাড়ে আটটার পর থেকেই পড়ুয়ারা পরীক্ষা কেন্দ্রে প্রবেশ করতে পারবেন ৷ ফলে রাজ্যের 9 লক্ষ পরীক্ষার্থীকেই সাতসকালে বাড়ি থেকে বেরিয়ে পড়তে হয় পরীক্ষা কেন্দ্রে পৌঁছানোর জন্য ৷ কেউ গণপরিবহণ ব্যবহার করে পরীক্ষা কেন্দ্রে পৌঁছেছে, তো কেউ ভাড়ার গাড়িতে এসেছে ৷ পরীক্ষার ক’দিন তারা এভাবেই আসবে ৷

তবে বঙ্গবাসী স্কুল পড়ুয়াদের জন্যই গাড়ির ব্যবস্থা করেছে ৷ তবে তা করা হয়েছে শুধুমাত্র ছ’জন পরীক্ষার্থীর জন্য ৷ স্কুল সূত্রে খবর, এই ছয় পড়ুয়ার অভিভাবকই শুধুমাত্র গাড়ির জন্য আবেদন করেছিলেন ৷ তাই তাঁদের এই ব্যবস্থা করা হয় ৷ এক অভিভাবক জানালেন, তাঁরা দক্ষিণ 24 পরগনার বামনঘাটা থেকে আসছেন ৷ এই সময় বাস বা অন্য গণপরিবণে ভিড় থাকে ৷ ফলে পরীক্ষা কেন্দ্র কলেজ স্ট্রিটের হিন্দু স্কুল পর্যন্ত পৌঁছানো খুবই কঠিন ৷ তাই স্কুলের কাছে গাড়ির ব্যবস্থা করে দেওয়ার আবেদন করা হয় ৷ স্কুল সেই ব্যবস্থা করে দেয় ৷ তবে গাড়ির ভাড়া অভিভাবকরাই দিচ্ছেন ৷

এই গাড়িতেই হিন্দু স্কুলে পরীক্ষা দিতে এসেছে বঙ্গবাসী স্কুলের 6 পড়ুয়া৷

শুক্রবার দু’জন অভিভাবককে সঙ্গে নিয়ে ওই গাড়ি যথাসময়ে হিন্দু স্কুলের সামনে পৌঁছে যায় । পরে সেখানে হাজির হন অন্য অভিভাবকরা ৷ পরীক্ষার ক’দিন তাঁরা এই গাড়িতেই যাতায়াত করবেন ৷ এক অভিভাবক বলেন, ‘‘টাকা দিতে হলও আমাদের বাচ্চারা ঠিকমতো পরীক্ষা কেন্দ্রে পৌঁছাতে পেরেছে এটাতেই শান্তি ।"

অন্যদিকে কলকাতার নগরপাল বিনীত গোয়েল বেশ কয়েকটি স্কুলে পরীক্ষা শুরুর আগে যান ৷ পরীক্ষার্থীদের সঙ্গে কথা বলেন ৷ প্রথমে শরৎ বোস রোডের পদ্মপুকুর ইনস্টিটিউশন, সেখান থেকে যান ইউনাইটেড মিশনারি গার্লস হাইস্কুলে । তিনি পরীক্ষা কেন্দ্র ঘুরে দেখেন । কথা বলেন সেখানকার দায়িত্বপ্রাপ্ত পুলিশ কর্তা থেকে শিক্ষকদের সঙ্গে । পরীক্ষার্থীদের সঙ্গেও কথা বলেন । তাদের জীবনের প্রথম বড় পরীক্ষায় বসার জন্য শুভেচ্ছা ও উৎসাহ জানান ।

কলকাতার নগরপাল বিনীত কুমার গোয়েল বলেন, ‘‘আমি মাধ্যমিক পরীক্ষার্থীদের সঙ্গে দেখা করেছি । তাদের সঙ্গে কথা বলেছি । তাদের জন্য অনেক শুভেচ্ছা । তাদের পরীক্ষা ভালো হোক । আমি আশা করছি খুব ভালো পরীক্ষা হবে । পরীক্ষা ঘিরে কোনও জায়গায় কোনও সমস্যা নেই । রাস্তা ঘাটে যানজটের কোনও সমস্যা হয়নি ।’’

কলকাতার একটি পরীক্ষা কেন্দ্রের বাইরে পরীক্ষার্থীরা৷

এছাড়া কলকাতায় যাতে কোনও ধরনের অভিযোগ বা সমস্যা ঘটনা না ঘটে, সেদিকে কড়া নজর রাখছে কলকাতা পুলিশ । নিশ্ছিদ্র নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছে পুলিশের তরফে । পরীক্ষা কেন্দ্রের নিরাপত্তা শুধু নয়, যাতে রাস্তায় যানবাহনের গতি ঠিক থাকে, পরীক্ষার শুরুর সময় বা শেষে ফেরার পথে সমস্যার মুখে না পড়তে হয় পরীক্ষার্থীদের, সেই বিষয়েও খেয়াল রাখছে পুলিশ ।

উল্লেখ্য, এবার মাধ্যমিক পরীক্ষা ঘিরে বেশ কিছু পদক্ষেপ নিয়েছে পুলিশ ও মধ্যশিক্ষা পর্ষদ । প্রশ্নপত্রের ছবি তোলার মতো ঘটনা ঘটলে পরীক্ষা বাতিলের মতো পদক্ষেপ করা হবে । এছাড়া কোনও ধাতব জিনিস, এমনকি জলের বোতল ইত্যাদি নিয়ে পরীক্ষার ঘরে প্রবেশ নিষেধ । পরীক্ষা সুষ্ঠভাবে করতে সব দিকে নজর রাখছে পর্ষদ ও পুলিশ ।

এই বছর মাধ্যমিকে বসেছে 9 লক্ষ 23 হাজার পরীক্ষার্থী ৷ পরীক্ষা কেন্দ্রের সংখ্যা 2 হাজার 675 ৷ কলকাতা পুলিশ সূত্রে খবর,পরীক্ষার দিনগুলিতে শহরে সকাল 6টা থেকে বেলা 12টা পর্যন্ত পণ্যবাহী যান চলাচল নিষিদ্ধ করা হয়েছে । তবে জরুরি পরিষেবার সঙ্গে যুক্ত গাড়িগুলিকে সকাল 8টা পর্যন্ত ছাড় দেওয়া হবে । পরীক্ষাকেন্দ্রের সামনের রাস্তাগুলিতে যান নিয়ন্ত্রণ করা হবে ।

আরও পড়ুন:

  1. আতঙ্ক কাটিয়ে শুরু পরীক্ষা, কড়া নিরাপত্তা নরেন্দ্রপুরের বলরামপুর মন্মথনাথ বিদ্যামন্দিরে
  2. কুয়াশার চাদরে ঢাকা শিল্পাঞ্চল, ঝুঁকি নিয়েই সেন্টারে মাধ্যমিক পরীক্ষার্থীরা
  3. মাধ্যমিক পরীক্ষাকেন্দ্র খুলবে সাড়ে 8টায়, কী কী নিয়ে যাওয়া নিষেধ, রইল একনজরে

ABOUT THE AUTHOR

...view details