পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

আগামী বছরের মাধ্যমিক পরীক্ষা কবে ? জানালেন শিক্ষামন্ত্রী - আগামী বছর মাধ্যমিক কবে

Madhyamik 2025: মাধ্যমিক শেষের দিনেই আগামী বছর পরীক্ষা কবে তা জানিয়ে দিলেন শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু ৷ দেখে নিন আগামী বছর মাধ্যমিকের রুটিন ৷

Etv Bharat
Etv Bharat

By ETV Bharat Bangla Team

Published : Feb 12, 2024, 7:54 PM IST

Updated : Feb 12, 2024, 9:02 PM IST

শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুর বক্তব্য

কলকাতা, 12 ফেব্রুয়ারি: এ বছর পরীক্ষা শেষ হওয়ার দিনই আগামী বছরের মাধ্যমিকের নির্ঘণ্ট ঘোষণা করে দিলেন শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু ৷ আগামী বছর মাধ্যমিক পরীক্ষা শুরু হচ্ছে 14 ফেব্রুয়ারি । শেষ হবে 24 ফেব্রুয়ারি । মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে আলোচনা করেই সোমবার এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলেই জানান শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু ।

সোমবার 2024 সালের মাধ্যমিক পরীক্ষা শেষ হয় । পরীক্ষা শেষের দিন মধ্যশিক্ষা পর্ষদের সভাপতি রামানুজ গঙ্গোপাধ্যায়কে সঙ্গে নিয়েই এদিন সাংবাদিক বৈঠক করেন । সেখানেই আগামী বছর পরীক্ষার দিন জানিয়ে দেন শিক্ষামন্ত্রী ।

আগামী বছরের পরীক্ষা সূচি :

14.02.25 - প্রথম ভাষা

15. 02. 25 - দ্বিতীয় ভাষা

17. 02. 25 - ইতিহাস

18. 02. 25 - ভূগোল

19. 02.25 - জীবন বিজ্ঞান

20. 02.25 - ভৌত বিজ্ঞান

22.02 .25 - অঙ্ক

24.02.25 - ঐচ্ছিক বিষয়

এই বছর 36 জনের পরীক্ষার বাতিল করা হয়েছে বলে জানান শিক্ষামন্ত্রী । তবে আগামী বছর প্রশ্ন ফাঁস রোখার জন্য লাগাতার প্রচার চলবে বলেই জানালেন তিনি । টেস্ট পেপার থেকে অ্যাডমিট কার্ড দেওয়ার সময় বোর্ড থেকে একটি পোস্টার দেওয়া হবে । এছাড়াও ওয়েবসাইটে নির্দেশিকা দেওয়া হবে বলে জানিয়েছেন তিনি ৷ গত কয়েক বছর ধরেই মাধ্যমিক পরীক্ষা হচ্ছে এই ফেব্রুয়ারি মাসেই। এবারও তাই হয়েছে। আগামিতেও সেই পথেই হাঁটছে পর্ষদ।

এদিকে, এ বছরের মাধ্যমিক পরীক্ষা ঘিরে একাধিক ব্যবস্থা করেছিল পর্ষদ। বিশেষ করে প্রশ্ন ফাঁস রুখতে কিউআর কোডেরও ব্যবস্থা করা হয়েছে। প্রশ্নপত্রে থাকা এই কোডই বলে দেবে কেউ ছবি তুলে প্রশ্নপত্রটি অন্য কারও কাছে পাঠিয়েছে কিনা। এভাবে বেশ কিছু সাফল্যও মিলেছে। পরীক্ষার প্রথম দিকেই বেশ কয়েকজনকে ধরে ফেলে পর্ষদ। তাঁদের পরীক্ষা বাতিলও হয়ে যায়। মাধ্যমিকের মতো উচ্চমাধ্যমিকেও এই একই ব্যবস্থা থাকছে।

আরও পড়ুন :

  1. মোবাইল ফোন দেখে লিখতে গিয়ে হাতেনাতে পাকড়াও মাধ্যমিক পরীক্ষার্থী
  2. মাধ্যমিক পরীক্ষায় নকলে বাঁধা, জলপাইগুড়িতে ক্লাসরুমে ভাঙচুর
  3. মাধ্যমিকের পর উচ্চ মাধ্যমিকেও প্রশ্নফাঁস রুখতে নয়া নিয়ম, কড়া পদক্ষেপ সংসদের
Last Updated : Feb 12, 2024, 9:02 PM IST

ABOUT THE AUTHOR

...view details