পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

দুর্গাপুরে কুষ্ঠ রোগীদের কলোনিতে মডেল বুথ, আপ্লুত বাসিন্দারা - Lok Sabha Election 2024 - LOK SABHA ELECTION 2024

Model booth in Durgapur: কৃত্রিম ফুল নয়, একেবারে তাজা গাঁদা, গোলাপ, জারবেরা ফুল দিয়ে সাজানো হয়েছে নবদিগন্ত কলোনির একটি বুথ ৷ দুর্গাপুর পশ্চিম বিধানসভার সগড়ভাঙায় কুষ্ঠ রোগে আক্রান্তদের জন্য সরকারিভাবে গড়ে ওঠা কলোনিতে তৈরি হয়েছে মডেল বুথ ৷

Model booth in Durgapur
দুর্গাপুরে কুষ্ঠ রোগীদের কলোনিতে মডেল বুথ (নিজস্ব চিত্র)

By ETV Bharat Bangla Team

Published : May 13, 2024, 6:44 PM IST

দুর্গাপুরে মডেল বুথ (ইটিভি ভারত)

দুর্গাপুর, 13 মে: লোকসভা নির্বাচনে একাধিক মডেল বুথ ইতিমধ্যেই নজর কেড়েছে ৷ দুর্গাপুরের প্রায় সমস্ত বুথকে মডেল বুথ হিসেবে সাজিয়ে তোলা হয়েছে ৷ তার মধ্যে নজর কেড়েছে দুর্গাপুর পশ্চিম বিধানসভার সগড়ভাঙায় কুষ্ঠ রোগে আক্রান্তদের জন্য সরকারিভাবে গড়ে ওঠা নবদিগন্ত কলোনি। এই বুথে শুধুমাত্র সেখানকার বাসিন্দারাই ভোট দিলেন। এটি সাজানো হয়েছে নানা রঙের ফুল দিয়ে ৷ ভোট দিতে এসে মন ভালো হয়ে যাচ্ছে ভোটারদের ৷

দুর্গাপুর 28 নম্বর ওয়ার্ডের নবদিগন্ত কলোনির 211 নম্বর বুথে ভোট গ্রহণ প্রক্রিয়া শুরু হয় নির্দিষ্ট সময়েই। বর্তমানে 168 জন ভোটার রয়েছে এই বুথে। ‌এককালে এই বুথের বেশির ভোটারই ছিলেন কুষ্ঠ রোগী। গ্রামের শেষ প্রান্তেই ছিল এই কেন্দ্র। বর্তমানে চিকিৎসা করিয়ে অনেকেই সুস্থ স্বাভাবিক জীবনে ফিরে এসেছেন। এখন হাতে গুনে 12 থেকে 15 জন এই এলাকায় কুষ্ঠ রোগে আক্রান্ত রয়েছেন। আগের তুলনায় অনেকটাই স্বাভাবিক ছন্দে ফিরেছে তাদের জীবন।

এ বিষয়ে এলাকার ভোটাররা বলেন, "এককালে এই এলাকার নাম ছিল কুষ্ঠ কলোনি। এই নাম থাকার কারণে নানাবিধ সমস্যার সম্মুখীন হতে হত সন্তানদের। পড়াশোনার ক্ষেত্রেও সমস্যায় পড়তে হত। তবে ভোটের মুখে এই রকম সাজিয়ে ভোটগ্রহণ হওয়ায় ভালো লাগছে ৷" দুর্গাপুরের প্রাক্তন মহকুমা শাসক শঙ্খ সাঁতরার উদ্যোগে কুষ্ঠ কলোনির নাম পরিবর্তিত হয়ে নব দিগন্ত কলোনিতে পরিণত হয়।

রাজ্য সরকারের সমস্ত প্রকল্পের সুবিধা ছাড়াও দুর্গাপুর পূর্ব কেন্দ্রের বিধায়ক তথা রাজ্যের পঞ্চায়েত, গ্রামোন্নয়ন ও সমবায় দপ্তরের মন্ত্রী প্রদীপ মজুমদারের উদ্যোগে কলোনির গোটা রাস্তায় পথ বাতি দিয়ে মুড়িয়ে দেওয়া হয়েছে। নির্বাচন কমিশনের উদ্যোগে এখানে মডেল বুথ তৈরি হওয়ায় কলোনির বাসিন্দারা ভীষণ খুশি ৷

ABOUT THE AUTHOR

...view details