কলকাতা, 19 এপ্রিল: তৃণমূল নেতা কুণাল ঘোষ এখন বাম-কংগ্রেসের ভোট প্রচারের প্রধান মুখ ৷ শুনতে অবাক লাগলেও চলতি লোকসভা নির্বাচনে বাম-কংগ্রেসের অভিনব প্রচার নজর কেড়েছে সকলের ৷ সিপিএমের প্রচারে জায়গা পেয়েছে 'অ্যানিমাল' সিনেমার জনপ্রিয় গান 'জামাল কুদু'র প্যারোডি ৷ তেমনই তাদের সামাজিক মাধ্যমে প্রচারের হাতিয়ার হল তৃণমূল নেতা কুণাল ঘোষের বক্তব্য।
ব্যাপারটা কীরকম?
ব্রিগেডে জনগর্জন সভা থেকে তৃণমূল কংগ্রেস দলের 42 আসনের প্রার্থী ঘোষণা করেছে। তার আগেই বিদ্রোহ ঘোষণা করে দল ছাড়েন বরানগরের বিধায়ক তাপস রায়। কলকাতা উত্তরের তৃণমূলের প্রার্থী সুদীপ বন্দ্যোপাধ্যায় বিরুদ্ধে একাধিক বিস্ফোরক মন্তব্য করেন তিনি। তাপস রায়ের ক্ষোভকে প্রকাশ্যে সংবাদ মাধ্যমের সামনেই সমর্থন জানান কুণাল ঘোষ। সেই বক্তব্যের একাধিক টুকরো নিয়েই সোশাল মিডিয়ায় শুরু হয় সিপিএম-কংগ্রেসের ভোট প্রচার।
সিপিএম নেতা প্রতীপ দাশগুপ্ত বলেন, "বিজেপি-তৃণমূলের যে বোঝাপড়া হয়েছে সেটা তো স্পষ্ট। আমাদের কোনও দাবি নয়, তৃণমূল নেতা কুণাল ঘোষই বলছেন কী ভাবে তৃণমূল বিদায়ী সাংসদ ও এবারের প্রার্থী বিজেপির সঙ্গে বোঝাপড়া করে চলছে। সেই বক্তব্য গুলোই মানুষের কাছে আরও একবার তুলে ধরছি। মানুষ বুঝে ঠিক করবেন কাকে ভোট দেবেন।"
ভিডিয়োতে কী রয়েছে?