চুঁচুড়া, 26 এপ্রিল: শ্রীরামপুরে ভোট প্রচারে কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের গাড়ি থেকে অভিনেতা তথা বিধায়ক কাঞ্চন মল্লিককে নামিয়ে দেওয়ার ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে ৷ ইতিমধ্যেই এই ঘটনাকে কেন্দ্র করে পোস্টার পড়েছে তৃণমূল প্রার্থী রচনা বন্দ্যোপাধ্যায়ের নামেও ৷ এই বিষয় নিয়ে মুখ খুললেন বিজেপি প্রার্থী লকেট চট্টোপাধ্যায় ৷
কী রয়েছে সেই পোস্টারে? পোস্টারে লেখা, "আজকে কাঞ্চনের সঙ্গে হয়েছে। আগামীতে আপনার সঙ্গে হতে পারে (দিদি নম্বর ওয়ান ) ৷ এই বাংলায় শিল্পীদের কোনও দাম নেই ৷ জয় বাংলা ৷" এই ঘটনার পরিপ্রেক্ষীতে বিজেপি প্রার্থী লকেট চট্টোপাধ্যায় কটাক্ষের সুরে জানান, আসলে তৃণমূল শিল্পীদের ব্যবহার করে ফেলে দেয় ৷ অন্যদিকে, রচনার দাবি, কাউকে অসম্মান করা ঠিক নয়। তবে কাঞ্চন ও কল্যাণদার মধ্যে কী হয়েছে সেটা বলতে পারব না।
রচনা বন্দ্যোপাধ্যায় বলেন, "সব শিল্পীর সম্মান পাওয়া উচিত বলে আমার মনে হয়। তবে কাঞ্চনের ক্ষেত্রে কী পরিস্থিতি হয়েছিল সেটা আমার জানা নেই, তাই বলতে পারব না । আমার সঙ্গেও হতে পারে এই মর্মে যদি পোস্টার পড়ে থাকে তাহলে আমি বলব আমার সঙ্গে এখনও হয়নি। আমি কাঞ্চন বা কল্যাণদাকে কাউকেই সমর্থন করছি না। কারণ বিষয়টা আমি পুরোটা জানি না।"