পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

শিল্পীদের দাম নেই, কাঞ্চনের উদাহরণ টেনে রচনাকে সাবধান করে পোস্টার চুঁচুড়ায় - LOk Sabha Election 2024 - LOK SABHA ELECTION 2024

Poster on Kanchan in Chinsurah: কাঞ্চন মল্লিকের সঙ্গে যে রকম ব্যবহার প্রবীণ রাজনীতিক কল্যাণ বন্দ্যোপাধ্যায় করেছেন তার নিন্দা করেছেন লকেট চট্টোপাধ্য়ায় ৷ শিল্পীদের অসম্মান করা উচিত নয়, দাবি রচনার ৷

Poster on Kanchan in Chinsurah
কাঞ্চনের উদাহরন টেনে রচনাকে সাবধান করে পোস্টার চুঁচুড়ায়

By ETV Bharat Bangla Team

Published : Apr 26, 2024, 10:51 PM IST

Updated : Apr 26, 2024, 11:01 PM IST

Poster on Kanchan in Chinsurah

চুঁচুড়া, 26 এপ্রিল: শ্রীরামপুরে ভোট প্রচারে কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের গাড়ি থেকে অভিনেতা তথা বিধায়ক কাঞ্চন মল্লিককে নামিয়ে দেওয়ার ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে ৷ ইতিমধ্যেই এই ঘটনাকে কেন্দ্র করে পোস্টার পড়েছে তৃণমূল প্রার্থী রচনা বন্দ্যোপাধ্যায়ের নামেও ৷ এই বিষয় নিয়ে মুখ খুললেন বিজেপি প্রার্থী লকেট চট্টোপাধ্যায় ৷

কী রয়েছে সেই পোস্টারে? পোস্টারে লেখা, "আজকে কাঞ্চনের সঙ্গে হয়েছে। আগামীতে আপনার সঙ্গে হতে পারে (দিদি নম্বর ওয়ান ) ৷ এই বাংলায় শিল্পীদের কোনও দাম নেই ৷ জয় বাংলা ৷" এই ঘটনার পরিপ্রেক্ষীতে বিজেপি প্রার্থী লকেট চট্টোপাধ্যায় কটাক্ষের সুরে জানান, আসলে তৃণমূল শিল্পীদের ব্যবহার করে ফেলে দেয় ৷ অন্যদিকে, রচনার দাবি, কাউকে অসম্মান করা ঠিক নয়। তবে কাঞ্চন ও কল্যাণদার মধ্যে কী হয়েছে সেটা বলতে পারব না।

রচনা বন্দ্যোপাধ্যায় বলেন, "সব শিল্পীর সম্মান পাওয়া উচিত বলে আমার মনে হয়। তবে কাঞ্চনের ক্ষেত্রে কী পরিস্থিতি হয়েছিল সেটা আমার জানা নেই, তাই বলতে পারব না । আমার সঙ্গেও হতে পারে এই মর্মে যদি পোস্টার পড়ে থাকে তাহলে আমি বলব আমার সঙ্গে এখনও হয়নি। আমি কাঞ্চন বা কল্যাণদাকে কাউকেই সমর্থন করছি না। কারণ বিষয়টা আমি পুরোটা জানি না।"

বিজেপি প্রার্থী লকেট চট্টোপাধ্যায় বলেন "ভোট হয়ে যাওয়ার পর শিল্পীদের ছুঁড়ে ফেলে দেয় । সেটার উদাহরণ নুসরত, রুদ্রনীল। হুইপ জারি করে শিল্পীদের ব্যবহার করে তৃণমূল। সবাই এই পার্টিতে লোভের জন্য রয়েছে। কোনও সম্মান নেই। মুখটা ব্যবহার করা হয়। প্রতিটি শিল্পীকে সম্মান দেওয়া উচিত। কল্যাণ বন্দ্যোপাধ্যায় কোন হরিদাস পাল যে কাঞ্চনকে সরিয়ে দিচ্ছেন। উনি মহিলাদের সঙ্গে দুর্ব্যবহার করেন। উনি কর্মীদের সঙ্গে খারাপ ব্যবহার করেন। সেই কর্মীরাই দলের হয়ে পরিশ্রম করে।"

আরও পড়ুন

  1. শ্রীময়ীকে বিয়ের জের ! বিধায়ক কাঞ্চনকে প্রচার গাড়ি থেকে নামিয়ে দিলেন কল্যাণ

2. বিশেষভাবে সক্ষম 8 ভোটকর্মী, বালুরঘাটের 'মডেল বুথ'-এ শান্তিপূর্ণভাবেই হল ভোট

3.চাঁচলে মিঠুনের রোড শো-তে 'গো ব্যাক' স্লোগান! খগেনকে নিয়ে ক্ষুব্ধ এলাকাবাসী

Last Updated : Apr 26, 2024, 11:01 PM IST

ABOUT THE AUTHOR

...view details