মিনাখাঁ, 12 ফেব্রুয়ারি: কেরল সফর কাটছাঁট করে সোমবার সকালে কলকাতা বিমানবন্দরে নেমেই সন্দেশখালির উদ্দেশে রওনা দেন রাজ্যপাল সিভি আনন্দ বোস । কিন্তু, সেখানে যেতে গিয়ে তাল কাটল । সন্দেশখালি যাওয়ার পথে দফায় দফায় গ্রামবাসীদের বিক্ষোভের মুখে পড়লেন রাজ্যপাল । 100 দিনের বকেয়া টাকা-সহ নানা দাবি পূরণে প্ল্যাকার্ড হাতে তাঁর কনভয় ঘিরে ক্ষোভ উগড়ে দিলেন স্থানীয়রা ।
এ দিনই যে রাজ্যপাল সন্দেশখালি যাবেন, সেই পরিকল্পনা আগেই ছিল । সকালে বিমানবন্দরে নামার পর নির্ধারিত রাস্তা দিয়েই এগিয়ে যাচ্ছিল রাজ্যপাল সিভি আনন্দ বোসের কনভয় । সেই পথেই দফায় দফায় বিক্ষোভ দেখানো হল রাজ্যপালের কনভয় ঘিরে । বেলা ১১টা নাগাদ যখন রাজ্যপালের গাড়ি উত্তর 24 পরগনার মিনাখাঁর বাসন্তী হাইওয়ের উপর দিয়ে যাচ্ছিল, সেই সময় হাতে প্ল্যাকার্ড নিয়ে কনভয়ের সামনে গিয়ে বিক্ষোভ দেখাতে থাকেন একদল লোক । মূলত 100 দিনের কাজের বকেয়া টাকা, আবাস যোজনার ঘরের দাবিতে বিক্ষোভ দেখানো হয় । একবার নয়, একাধিকবার এ দিন বিক্ষোভের মুখে পড়তে হয়েছে রাজ্যের সাংবিধানিক প্রধানকে । পরে অবশ্য পুলিশের হস্তক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে ।
সূত্রের খবর, মিনাখাঁর বামনপুকুরের বিক্ষোভ কাটিয়ে রাজ্যপালের কনভয় যখন মালঞ্চের দিকে এগোতে থাকে, তখন সেখানেও আবার বিক্ষোভের মুখে পড়তে হয় সিভি আনন্দ বোসকে । রাস্তার দু'ধারে জমায়েত হয়ে থাকা গ্রামবাসীরা সেই সময়ে রাজ্যপালের কনভয়ের একেবারে সামনে চলে আসেন । কোনওক্রমে সেই পরিস্থিতির সামাল দেন রাজ্যপালের নিরাপত্তার দায়িত্বে থাকা কেন্দ্রীয় জওয়ানরা ।