পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

অটোকে ধাক্কা বিজেপির প্রতীক লাগানো গাড়ির, বারাসতে কাঠগড়ায় প্রার্থী স্বপন মজুমদার - Swapan Majumder convoy Accident - SWAPAN MAJUMDER CONVOY ACCIDENT

Road Accident in Barasat: শনিবার বারাসতের বেড়াচাঁপা-হাড়োয়া রোডে একটি দাঁড়িয়ে থাকা অটোকে ধাক্কা সজোরে মারে একটি স্করপিও গাড়ি ৷ স্থানীয় সূত্রে খবর, গাড়িটি বারাসত লোকসভার বিজেপি প্রার্থী স্বপন মজুমদারের, যিনি বারবার বিতর্কে জড়িয়েছেন ৷

Barasat Car Accident
বারাসতে বিজেপির প্রতীক লাগানো গাড়ি ধাক্কা দিল অটোয় (ইটিভি ভারত)

By ETV Bharat Bangla Team

Published : Jun 1, 2024, 10:04 PM IST

বারাসত, 01 জুন: ভোটের শেষবেলায় গাড়ির সঙ্গে অটোর ধাক্কায় জখম হলেন 4 জন যাত্রী ৷ শনিবার বিকেল নাগাদ দুর্ঘটনাটি ঘটেছে বারাসতের দেগঙ্গায় বেড়াচাঁপা-হাড়োয়া রোডে ৷ এলাকাবাসীর দাবি, হাদিপুর গড় এলাকায় বারাসত লোকসভার বিজেপি প্রার্থী স্বপন মজুমদারের কনভয়ের সঙ্গে ওই যাত্রীবাহী অটোর সংঘর্ষ হয় ৷ এরপর এলাকাবাসী ক্ষোভে ফেটে পড়ে ৷ যদিও এই গাড়িটি স্বপন মজুমদারের কনভয়ের গাড়ি কি না, সে বিষয়ে প্রার্থী নিশ্চিত করে কিছু জানাননি ৷ তিনি জানিয়েছেন, এই ধরনের কোনও খবর তিনি পাননি ৷ পুরো বিষয়টি খতিয়ে দেখে তবেই তিনি বলতে পারবেন ৷

বারাসতে বিজেপির লোগো লাগানো গাড়ির সঙ্গে সংঘর্ষে আহত 4 (ইটিভি ভারত)

দুর্ঘটনার পর ঘটনাস্থলে পৌঁছয় পুলিশের শীর্ষকর্তারা ৷ পরিস্থিতি সামলাতে লাঠিচার্জ করে কেন্দ্রীয় বাহিনী ৷ আহতরা বিশ্বনাথপুর গ্ৰামীণ হাসপাতালে চিকিৎসাধীন। জানা গিয়েছে, জখমদের মধ্যে 2 জনের অবস্থা সঙ্কটজনক ৷

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, গাড়িটি একটি স্করপিও ছিল ৷ এক এলাকাবাসী বলেন, "গাড়িটা প্রচণ্ড জোরে যাচ্ছিল ৷ গাড়িটা এমনভাবে ধাক্কা মেরেছে পোস্টার পর্যন্ত ভেঙে গিয়েছে ৷ মানুষ বাঁচবে কী মরবে, তার কোনও গ্যারান্টি নেই ৷ পুলিশ গাড়ি নিয়ে চলে গিয়েছে ৷ পুলিশের দাবি, গাড়িটার ব্রেক ফেল হয়েছে ৷ যদি তাই হয়, তাহলে গাড়িটা থানায় নিয়ে গেল কী করে ?" তিনি বারবার দাবি করেন, গাড়িটি পুলিশের নয়, গাড়িটিতে বিজেপির প্রতীক লাগানো ছিল ৷

আরেক স্থানীয় বাসিন্দা বলেন, "কালো রঙের অটোটা দাঁড়িয়ে ছিল ৷ বিজেপির কিছু কর্মী গাড়ি নিয়ে যাচ্ছিল ৷ গাড়ির গতি একশোর বেশি ছিল ৷ সেই গাড়ি সোজাসুজি অটোতে মেরে দেওয়ার ফলে এই দুর্ঘটনা ৷ কেন্দ্রীয় বাহিনীর সহযোগিতায় লাঠিচার্জ করে গাড়িটি নিয়ে পুলিশ চলে গিয়েছে ৷ ওটা বিজেপির গাড়ি ছিল ৷"

ABOUT THE AUTHOR

...view details