পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

রামোজি রাও-এর প্রয়াণে শোকপ্রকাশ বামফ্রন্ট চেয়ারম্যান বিমান বসুর - Ramoji Rao Passes Away - RAMOJI RAO PASSES AWAY

Ramoji Rao Passes Away: শনিবার ভোরে প্রয়াত হয়েছেন রামোজি গ্রুপের কর্ণধার রামোজি রাও ৷ তাঁর প্রয়াণে শোকপ্রকাশ করলেন বামফ্রন্ট চেয়ারম্যান বিমান বসু ৷

BIMAN BASU
বিমান বসু (নিজস্ব চিত্র)

By ETV Bharat Bangla Team

Published : Jun 8, 2024, 6:19 PM IST

কলকাতা, 8 জুন: রামোজি গ্রুপের স্রষ্টা রামোজি রাওয়ের মৃত্যুতে শোকপ্রকাশ করলেন রাজ্য বামফ্রন্ট চেয়ারম্যান বিমান বসু । শনিবার আলিমুদ্দিন স্ট্রিটে সিপিএম রাজ্য দফতর মুজাফফর আহমেদ ভবনে বসে বিমান বসু জানালেন রামোজি রাও-য়ের আমন্ত্রণে রামোজির ফিল্ম সিটিতে তাঁর ভ্রমণের অভিজ্ঞতার কথা ।

রামোজি রাও-এর প্রয়াণে শোকপ্রকাশ বামফ্রন্ট চেয়ারম্যান বিমান বসুর (ইটিভি ভারত)

বামফ্রন্ট চেয়ারম্যান বিমান বসু বলেন, "এনাড়ু পত্রিকা ও পরবর্তীতে বৈদ্যুতিক সংবাদমাধ্যম পরিচালনা সৃষ্টিতে রামোজি রাওয়ের জুড়ি মেলা ভার । শুধু সংবাদমাধ্যমেই নয়, বিনোদন জগতেও তাঁর নজরকাড়া কাজ রয়েছে । 14টি ভাষায় সংবাদমাধ্যম পরিচালনা, আন্তর্জাতিক মানের ফিল্ম সেট তৈরি করা তাঁর দ্বারাই সম্ভব । তিনি এক কথায় 'প্রতিষ্ঠান' ।’’

এর পর তিনি রামোজি ফিল্ম সিটিতে যাওয়ার প্রসঙ্গ তোলেন ৷ বিমান বসু বলেন, ‘‘তাঁর (রামোজি রাও) আমন্ত্রণে রামোজি ফিল্ম সিটিতে আমার যাওয়ার সুযোগ হয়েছিল । কিন্তু সেই ফিল্ম সিটির পরিধি ও ব্যাপ্তি এতটাই যে, একদিনে ঘুরে আমি শেষ করে উঠতে পারিনি ।’’ তিনি আরও বলেন, ‘‘রামোজি রাও-এর তিরোধানে তাঁর সৃষ্টি চলে যাবে না । তাঁর তিরোধানে দুঃখ প্রকাশ করছি । তাঁর সৃষ্টি সংস্থায় এখন যাঁরা পরিচালনার ক্ষেত্রে যুক্ত রয়েছেন, তাঁদের সমবেদনা জানাই ।"

উল্লেখ্য, শনিবার ভোর পাঁচটা নাগাদ রামোজি রাও প্রয়াত হন ৷ হায়দরাবাদের হাসপাতাল থেকে তাঁর মরদেহ এ দিন সরাসরি নিয়ে আসা হয় ফিল্ম সিটিতে ৷ রামোজি গ্রুপের চেয়ারম্যান রামোজি রাওকে শেষশ্রদ্ধা জানান ফিল্ম সিটি ও সংবাদমাধ্যমের কর্মীরা ৷ রামোজি রাওয়ের মৃত্যুতে শোকজ্ঞাপন করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় থেকে বিশিষ্ট রাজনীতিবিদরা ৷ সিনে জগতের পরিচালক থেকে প্রযোজকরাও তাঁর মৃত্যুতে শোকবার্তা দিয়েছেন ৷ রামোজি রাও ছিলেন একাধারে ব্যবসায়ী, মিডিয়া উদ্যোগপতি ও চলচ্চিত্র প্রযোজক। রামোজি গ্রুপেরও প্রধান ছিলেন তিনি ।

ABOUT THE AUTHOR

...view details