কলকাতা, 19 অগস্ট: আরজি করের ঘটনায় ন্যায়বিচারের দাবিতে দলমত নির্বিশেষে সোমবার পথে নামলেন আইনজীবীরা ৷ মিছিল শেষে বাগবিতণ্ডায় জড়ালেন তৃণমূল সাংসদ ও আইনজীবী কল্যাণ বন্দ্যোপাধ্যায় । এদিন প্রবীণ নেতা 'উই ওয়ান্ট জাস্টিস' স্লোগান দিতে দিতে চলে যাওয়ার সময় হঠাৎ বাম শিবিরের কিছু আইনজীবীকে দেখে বলেন, "আন্দোলনের নিরপেক্ষতা এরাই নষ্ট করছে।"
আরজি করের ঘটনার প্রতিবাদে সরব কলকাতা হাইকোর্টের আইনজীবীরা (ইটিভি ভারত) তারপরই মুখ্যমন্ত্রীর পদত্যাগ দাবি করে স্লোগান দিতে থাকেন বাম শিবিরের আইনজীবীরা ৷ যদিও কিছুক্ষণের মধ্যেই কল্যাণ বন্দ্যোপাধ্যায়কে ঘটনাস্থল থেকে সরিয়ে নিয়ে যান অন্যান্য আইনজীবীরা ৷ এদিন কলকাতা হাইকোর্টের সামনে থেকে আইনজীবীরা মিছিল করে আকাশবাণী ভবনের সামনে থেকে ঘুরে স্টেট ব্যাঙ্কের মূল ভবনের সামনে থেকে ফের কলকাতা হাইকোর্টে এসে মিলিত হন ৷ কয়েক হাজার আইনজীবী এই মিছিলে অংশগ্রহণ করেন ।
আরজি করের ঘটনায় মিছিল নিয়ে আইনজীবীদের বক্তব্য:
আইনজীবী সৌমেন্দ্রনাথ মুখোপাধ্যায় বলেন, "সুপ্রিম কোর্টও স্বতঃস্ফূর্তভাবে মামলা গ্রহণ করেছে ৷" আরেক আইনজীবী অনিন্দ্য মিত্রের কথায়, "তদন্ত চলুক। তবে মেয়েদের নিরাপত্তা নিয়ে প্রশাসন কী ব্যবস্থা নিচ্ছে, সরকারকে প্রশ্ন করুন ।" আইনজীবী বলেন, "আমার জীবদ্দশায় এই রকম ঘটনা দেখিনি । বিচার পদ্ধতি যেন দীর্ঘসূত্রী না হয় ৷ দ্রুত বিচার হোক ৷ এটাই কাম্য ৷"
আইনজীবী ও বিজেপি নেতা কৌস্তভ বাগচি : "মৃতা ও তাঁর পরিবার যেন ন্যায়বিচার পায় সেই জন্যই গোটা বিশ্বের মানুষ এক হয়েছেন ৷ সুপ্রিম কোর্ট ইতিমধ্যে এই মামলাটি স্বতঃস্ফূর্ত হিসাবে গ্রহণ করেছে ৷ আমরা সবাই তাতে অংশগ্রহণ করব ৷ যে আদালতই হোক, যেন ন্যায় বিচার পায় । এটা এখন একটা গণআন্দোলনের চেহারা নিয়েছে ৷ সরকার যেভাবে দমন পীড়ন নীতি নিয়ে দমানোর চেষ্টা করছিল, তার বিরুদ্ধে সোচ্চার হয়েছে সবাই । সমাজমাধ্যমে সামান্য প্রতিবাদ করলেও তাকে নোটিশ পাঠিয়ে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে ।"
আইনজীবী জয়ন্ত মিত্র: "কী বলব ? বলবার কিছু নেই । শক্ত হাতে শাসন করুন । আরজি কর মেডিক্যাল কলেজে যে ঘটনা ঘটেছে, তা কোনও সভ্য দেশে ঘটে না । দেশ শাসনের বাইরে চলে গিয়েছে । পশ্চিমবঙ্গ এক সময় সাংস্কৃতিক ও সভ্যতার একটা জায়গা ছিল । সেখানে এই ঘটনা গোটা বাঙালি সমাজের পক্ষে লজ্জার ৷"
বার অ্যাসোসিয়েশনের সেক্রেটারি শঙ্করপ্রসাদ দলপতি : "যে নারকীয় ঘটনা ঘটেছে, আমাদের কলকাতা শহরে, এর আগে কেউ দেখেছে কি না আমার জানা নেই । কিন্তু মৃতের পরিবার ন্যায়বিচার পাচ্ছে না । আমরা সারাজীবন বিচার দেওয়ার জন্যই এই পেশায় চেষ্টা চালিয়ে যাই । কিন্তু যখন দেখা যাচ্ছে ন্যায়বিচার হচ্ছে না সেই জন্যই আমরা দলমত নির্বিশেষে আজ রাস্তায় নেমেছি ।"