পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

বাড়ি থেকে আইনজীবীর অগ্নিদগ্ধ দেহ উদ্ধার, প্রতিবেশীদের দাবি খুন, পরিবার বলছে; স্বাভাবিক মৃত্যু - Lawyer Body Recovered - LAWYER BODY RECOVERED

Lawyer Body Recovered: বাড়ি থেকে আইনজীবীর অগ্নিদগ্ধ দেহ উদ্ধার হল দাসপুরে ৷ প্রতিবেশীদের দাবি, পরিকল্পনামাফিক খুন করা হয়েছে তাঁকে ৷ পরিবার অবশ্য বলছে, স্বাভাবিক মৃত্যু হয়েছে আইনজীবীর ৷ উত্তর খুঁজতে তদন্তে নেমেছে পুলিশ ৷

Lawyer Body Recovered
আইনজীবীর অগ্নিদগ্ধ দেহ উদ্ধার (ফাইল চিত্র)

By ETV Bharat Bangla Team

Published : Aug 19, 2024, 7:35 PM IST

দাসপুর, 19 অগস্ট: নিজের বাড়ি থেকে উদ্ধার আইনজীবীর অগ্নিদগ্ধ দেহ ৷ ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে পশ্চিম মেদিনীপুরের দাসপুর এক নম্বর ব্লকের কুঞ্জপুর এলাকায় । মৃতের নাম সুদীপ চক্রবর্তী (45) ৷ পাড়া-প্রতিবেশের দাবি, খুন করে পুড়িয়ে দেওয়া হয়েছে আইনজীবীকে । যদিও বাড়ির লোকের দাবি, স্বাভাবিক মৃত্যু হয়েছে সুদীপের । এই ঘটনার তদন্ত শুরু করেছে দাসপুর থানার পুলিশ ।

জানা গিয়েছে, ঘাটাল মহকুমা আদালতের আইনজীবী সুদীপ চক্রবর্তী ৷ তাঁর মৃত্যুতে শোকাহত সহকর্মীরা ৷ আইনজীবী সুজিত পালের কথায়, "এটা কোনোভাবেই শুধুমাত্র আগুনে পুড়ে মৃত্যু হতে পারে না । এই ঘটনা রহস্যজনক ৷ পুলিশ তদন্ত করে আসল দোষীদের ধরুক ৷" ঘাটাল মহকুমা আদালতের ল-ক্লার্ক মোহন কুমার সাউ বলেন, "ঘটনাটা দেখে স্বাভাবিক মৃত্যু বলে মনে হচ্ছে না । মনে হচ্ছে আগে শ্বাসরোধ করে মেরে তারপর তাঁকে পুড়িয়ে দেওয়া হয়েছে ।"

প্রতিবেশী শবরী ভুঁইয়ার দাবি, "যেভাবে দেহ পড়েছিল তা দেখে মনে হচ্ছে না ওনার স্বাভাবিক মৃত্যু ঘটেছে । কারণ একটা মানুষের গায়ে সামান্য ধূপের আগুন লাগলেও সে চিৎকার করে ওঠে এবং নিজেকে সরিয়ে নেয় । এখানে এত বড় ঘটনা ঘটল তাতেও তিনি দৌড়ে পালালেন না, এটা বিস্ময়কর ।" মৃতের মা সন্ধ্যা চক্রবর্তীর অবশ্য দাবি, "আমি বাড়িতে ছিলাম না ৷ সেই সময় ছেলের মৃত্যু হল ৷ আজকের মেয়ের বাড়িতে রাখি পরতে যাওয়ার কথা ছিল ৷ সেটা আর হল না ৷ তবে আমার ছেলেরা খুব ভালো ৷ মনে হয় না এটা খুনের ঘটনা ৷"

পুলিশ সূত্রে খবর, দেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে । সেই রিপোর্ট হাতে পেলেই মৃত্যুর কারণ নিশ্চিত হওয়া যাবে ৷ পুরো বিষয়টি পুলিশের তরফে খতিয়ে দেখা হচ্ছে ।

ABOUT THE AUTHOR

...view details