দাসপুর, 19 অগস্ট: নিজের বাড়ি থেকে উদ্ধার আইনজীবীর অগ্নিদগ্ধ দেহ ৷ ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে পশ্চিম মেদিনীপুরের দাসপুর এক নম্বর ব্লকের কুঞ্জপুর এলাকায় । মৃতের নাম সুদীপ চক্রবর্তী (45) ৷ পাড়া-প্রতিবেশের দাবি, খুন করে পুড়িয়ে দেওয়া হয়েছে আইনজীবীকে । যদিও বাড়ির লোকের দাবি, স্বাভাবিক মৃত্যু হয়েছে সুদীপের । এই ঘটনার তদন্ত শুরু করেছে দাসপুর থানার পুলিশ ।
জানা গিয়েছে, ঘাটাল মহকুমা আদালতের আইনজীবী সুদীপ চক্রবর্তী ৷ তাঁর মৃত্যুতে শোকাহত সহকর্মীরা ৷ আইনজীবী সুজিত পালের কথায়, "এটা কোনোভাবেই শুধুমাত্র আগুনে পুড়ে মৃত্যু হতে পারে না । এই ঘটনা রহস্যজনক ৷ পুলিশ তদন্ত করে আসল দোষীদের ধরুক ৷" ঘাটাল মহকুমা আদালতের ল-ক্লার্ক মোহন কুমার সাউ বলেন, "ঘটনাটা দেখে স্বাভাবিক মৃত্যু বলে মনে হচ্ছে না । মনে হচ্ছে আগে শ্বাসরোধ করে মেরে তারপর তাঁকে পুড়িয়ে দেওয়া হয়েছে ।"