পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

আইন পাশ করেও মিলছে না রেজিস্ট্রেশন, ঘেরাও বার কাউন্সিলের চেয়ারম্যান - Bar Council Chairman Gherao - BAR COUNCIL CHAIRMAN GHERAO

Bar Council Registration Issue: আইন পাশ করেও মিলছে না বার কাউন্সিলের রেজিস্ট্রেশন ৷ নাম নথিভুক্ত করার দাবিতে এবার বার কাউন্সিলের চেয়ারম্যানকে ঘেরাও করলেন হবু আইনজীবীরা ৷

Bar Council Chairman Gherao
বার কাউন্সিলের চেয়ারম্যানকে ঘেরাও (ফাইল ছবি)

By ETV Bharat Bangla Team

Published : Sep 19, 2024, 10:53 PM IST

কলকাতা, 19 সেপ্টেম্বর: আইন পাশ করেও পাচ্ছেন না বার কাউন্সিলে নাম নথিভুক্তির সুযোগ। নাম নথিভুক্ত করার দাবিতে এবার রাজ্য বার কাউন্সিলের চেয়ারম্যানকে ঘেরাও করলেন হবু আইনজীবীরা।

সদ্য আইন পাশ করা শহরের বেশ কয়েকটি কলেজের হবু আইনজীবীরা বৃহস্পতিবার রাজ্য বার কাউন্সিলের চেয়ারম্যান-সহ বাকি সদস্যদের ঘেরাও করে রাখেন। তাঁদের অভিযোগ, তাঁরা আইন পাশ করে গেলেও গত কয়েক মাস ধরে বার কাউন্সিল তাঁদের রেজিস্ট্রেশন দিচ্ছে না। ফলে, তাঁরা যেমন পেশায় নামতে পারছেন না, তেমনই তাদের 'সিনিয়রিটি'ও ক্রমেই পিছিয়ে যাচ্ছে। বার কাউন্সিলের রেজিস্ট্রেশন বন্ধ করে রাখার পাশাপাশি আরও বেশি টাকা দাবি করা হচ্ছে বলেও অভিযোগ তোলেন আইনের স্নাতকরা । বিকেল পর্যন্ত রাজ্য বার কাউন্সিলের চেয়ারম্যান অশোক দেব, সদস্য আনসার মণ্ডল-সহ একাধিক সদস্যকে ঘেরাও করে রাখেন হবু আইনজীবীরা ৷ চেয়ারম্যানের চেম্বারে পড়ুয়ারা 'we want justice'-এর স্লোগানও দেন ৷ গোটা ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়ায় রাজ্য বার কাউন্সিলের ভবনে ৷

অন্যদিকে, রাজ্য বার কাউন্সিলের পাল্টা দাবি, কলকাতা হাইকোর্টের জলপাইগুড়ি সার্কিট বেঞ্চের এক মামলার জেরে এই পরিস্থিতি তৈরি হয়েছে ৷ ওই মামলার সঙ্গে সম্পর্কিত কিছু তথ্য বিচারপতি জয় সেনগুপ্তের নির্দেশে বার কাউন্সিল অফ ইন্ডিয়াকে জানাতে হবে আদালতে । তাই আপাতত সব রাজ্যে বার কাউন্সিলকে নতুন এনরোলমেন্ট বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়েছে । যদিও, হবু আইনজীবীরা সদ্য আইন পাশ করার নথি দিয়ে দেখান, দিল্লি, উত্তরপ্রদেশের মতো রাজ্যে বার কাউন্সিল এই রেজিস্ট্রেশন চালু রেখেছে।

ABOUT THE AUTHOR

...view details